উইনিভার্সাল ল্যাঙ্গুয়েজ সিলেক্টর ঘোষণা

This page is a translated version of the page Announcement Universal Language Selector and the translation is 100% complete.

উইনিভার্সাল ল্যাঙ্গুয়েজ সিলেক্টর (ইউএলএস) সরঞ্জামের সাহায্যে ভাষা সম্পর্কিত বিভিন্ন পছন্দসই বিকল্প, যেমন ইন্টারফেসের ভাষা, ফন্ট এবং ইনপুট পদ্ধতি সহজেই নির্ধারণ করা যাবে। এই কাজগুলো করার জন্য পূর্বে নারায়ম এবং ওয়েবফন্টস নামের মিডিয়াউইকি এক্সটেনশনগুলো ব্যবহার করা হতো। জুন ১১, ২০১৩ তারিখের পর থেকে ৫টি ধাপে সকল উইকিমিডিয়া প্রকল্পের উইকিতে এটি সক্রিয় করা হবে।

আন্তভাষা লিংক অংশে ইউএলএস আইকন

বর্তমানে এটি বাংলা উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার ১৫০টিরও বেশি সংখ্যক উইকিতে সক্রিয় করা হয়েছে।

৯ জুলাই, ২০১৩ তারিখে ULS স্থাপনের পঞ্চম পর্যায়ে উইকিমিডিয়ার অবশিষ্ট সকল উইকিতে এটি স্থাপন করা হবে।

ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ সিলেক্টর কোথায় পাওয়া যাবে

 
ব্যক্তিগত সরঞ্জামদণ্ডে ইউএলএস আইকন

ইউএলএস দুটি পদ্ধতিতে দেখা যাবে: একাধিক ভাষার সংস্করণ বিশিষ্ট উইকি, যেমন উইকিপিডিয়ার সরঞ্জাম-দণ্ডে একটি গিয়ারের ছবি দ্বারা, অথবা ভাষা সংস্করণ বিহীন উইকির যেমন কমন্স এবং মেটাউইকি-র ক্ষেত্রে পাতার উপরের অংশের ব্যক্তিগত সরঞ্জামদণ্ডে উপস্থিত বিকল্পের মাধ্যমে দেখা যাবে। ব্যবহারকারীদের ভৌগলিক অবস্থানের উপর ভিত্তি করে ভাষা সম্বন্ধীয় প্রাথমিক পছন্দগুলো উপস্থাপন করা হবে। ব্যবহারকারীরা তাদের নিজেদের পছন্দ অনুযায়ী ইনপুট পদ্ধতি এবং ফন্ট নির্ধারণ করতে পারবেন। লগ-ইন করার পর ব্যবহারকারীরা মিডিয়াউইকির মেনুর ভাষা পরিবর্তনের সুযোগ পাবেন।

বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ সিলেক্টরের বৈশিষ্টসমূহ অথবা প্রায়স জিজ্ঞাসিত প্রশ্নসমূহ পাতাগুলো দেখুন।