নারীকে উদযাপন করুন/তথ্যসূত্র যুক্ত করুন
Outdated translations are marked like this.
নারীকে উদযাপন করুন
ভূমিকা
Add citations
উইকিপিডিয়ার সমস্ত তথ্যের জন্য তথ্যসূত্র থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে সমস্ত নিবন্ধে এখনও পর্যাপ্ত তথ্যসূত্র নেই সেখানে আপনি তথ্যসূত্র যুক্ত করে উইকিপিডিয়াকে আরও যথাযথ তথ্যসমৃদ্ধ করে তুলুন।
- এ যান
- যে নিবন্ধ নিয়ে আপনি কাজ করতে চান সেটাতে নিজের নাম লিখুন, উইকিপিডিয়া টুল আপনাকে খুঁজে দিবে যেটির তথ্যসূত্র যোগ করা প্রয়োজন।
- 'আমি পেয়েছি'-এ ক্লিক করুন তথ্যসূত্র যোগ করতে আর পরেরটায় যেতে ‘পরবর্তী'তে ক্লিক করুন।
- Find a suitable reference online or in a book এবং ‘সম্পাদনা'তে ক্লিক করুন।
- ‘সম্পাদনা' বোতামটি চাপুন যা একেবারে উপরের দিকে পাওয়া যাবে (যদি আপনি কোনও কোড দেখতে পান তাহলে এ ক্লিক দৃশ্যমান সম্পাদনাতে বদল করার জন্য)
- Add the reference বাক্যের শেষে লেখা থাকে ‘তথ্যসূত্র প্রয়োজন’।
- ‘তথ্যসূত্র প্রয়োজন’ নোটটি মুছে দিন।
- ‘পরিবর্তন প্রকাশ করুন’-এ ক্লিক করুন এবং আপনি যে পরিবর্তন করলেন তার সারসংক্ষেপ লিখে দিন।
খেলায় রাখবেন: যদি আপনি কোনও জায়গা দেখেন যে "তথ্যসূত্র প্রয়োজন" লেখা আছে কিন্তু ভুল তথ্যসূত্র আছে বা পুরাতন তথ্যসূত্র আছে তবে দয়া করে সেটির জায়গা সঠিক তথ্যসূত্র যুক্ত করে দিবেন।