Fundraising 2011/Jimmy Mail/bn

Translation instructions
  • For pages marked "Missing" or "In progress", click the page title and start translating. When you are done, click "edit status" and change the status to proofreading.
  • For pages marked "Needs updating", compare the page to the source page and update the translation accordingly. When you are done, click "edit status" and change the status to proofreading.
  • It is important to have someone else proofread the translated page! If you have proofread a page and it is ready for publication, click "edit status" and change that page's status to ready.
  • If you are changing something that has already been published, change its status back to ready for it to be published again.

If you have any questions or feedback regarding the translation process, please post them here. Translation FAQ

Please share this with a friend

edit

সুপ্রিয় [name],

এভাবে উইকিপিডিয়ার তহবিলগঠন কার্যক্রম কাজ করে: প্রতি বছর আমরা ঠিক ততোটুকু তহবিলই গঠন করি, যতোটুকু আমাদের দরকার, এবং তারপর আমরা থেমে যাই। কারণ আপনি ও উইকিপিডিয়ার আরও অন্যান্য পাঠকেরা গত কয়েক সপ্তাহ ধরে অনুদান দিয়ে আসছেন। এর ফলে আমরা ৩১ ডিসেম্বরের মাঝেই আমাদের এ বছরের উদ্দেশ্য সাধনের খুব কাছে এসে পড়েছি – কিন্তু আমরা এখনও সেখানে পৌঁছে যাইনি।

আপনি ইতিমধ্যেই আপনার এ বছরের কাজটি শেষ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আপনি এখনও সাহায্য করতে পারে। অনুগ্রহ করে এই ই-মেইলটি ফরোয়ার্ড করুন আপনার কোনো বন্ধুকে, যিনি উইকিপিডিয়ার ওপর নির্ভর করেন, এবং তাঁকে বলুন যেনো তিনি এখানে ক্লিক করে অনুদান প্রদানের মাধ্যমে আমাদের লক্ষ্যে পৌঁছতে আমাদের সাহায্য করেন। যাঁরা এই ই-মেইলটি পড়ছেন, তাঁদের সবাই যদি এই ই-মেইলটি শুধু একজন বন্ধুর কাছেও ফরোয়ার্ড করেন, তবে আমরা মনে করি, আগামীকালই আমাদের এই তহবলি গঠন অভিযান শেষ হয়ে যাবে।

অবশ্যই, আপনি যদি দ্বিতীয়বারের মতো আমাদেরকে অনুদান দিতে ইচ্ছুক হন তবে আমরা আপনাকে নিরুৎসাহিত করবো না, যা আপনি ঠিক এখানে ক্লিক করে করতে পারেন:

[url]

গুগলের দশ লক্ষের কাছাকাছি সার্ভার থাকতে পারে। ইয়াহু’র ১৩,০০০-এর মতো কর্মী রয়েছে। আমাদের আছে ৬৭৯টি সার্ভার আর ৯৫ জন স্টাফ।

উইকিপিডিয়া, ওয়েবের ৫ম সর্বোচ্চ পরিদর্শনকৃত ওয়েবসাইট এবং এটি প্রতিমাসে ৪৭০ মিলিয়ন স্বতন্ত্র মানুষকে বিলিয়ন পরিমাণ পাতা দেখিয়ে সেবা প্রদান করে।

বাণিজ্য ঠিক আছে। বিজ্ঞাপনও শত্রু নয়। কিন্তু সেগুলোর স্থান এখানে নেই। উইকিপিডিয়াতে নেই। উইকিপিডিয়া হচ্ছে আলাদা কিছু। এটা একটি লাইব্রেরির কিংবা একটা পাবলিক পার্কের মতো। এটা মস্তিষ্কের জন্য একটা মন্দিরের মতো। এটা এমন একটি স্থান যেখানে আমরা সবাই যেতে পারি চিন্তা করতে, শিখতে, অন্যদের সাথে জ্ঞান ভাগাভাগি করতে।

যখন আমি উইকিপিডিয়া প্রতিষ্ঠা করেছিলাম, আমি এটিকে বিজ্ঞাপনসমৃদ্ধ একটি মুনাফাভোগী কোম্পানি হিসেবে তৈরি করতে পারতাম, কিন্তু আমি আলাদা কিছু করার ব্যাপারে মনস্থির করেছিলাম। আমরা বিগত বছরগুলো থেকে কঠোর পরিশ্রম করে আসছি এটিকে ঋজু ও দৃঢ় রাখতে। আমরা আমাদের মূল উদ্দেশ্য সম্পূর্ণ করি এবং অবশিষ্ট অন্যের জন্য ছেড়ে দেই।

এবছর, অনুগ্রহ করে উইকিপিডিয়াকে রক্ষা করতে ও ধরে রাখতে অনুদান দেবার কথা ভাবুন।

ধন্যবাদান্তে,

জিমি ওয়েলস
উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা