Fundraising 2011/Sengai Letter/bn


edit
  • অনুগ্রহপূর্বক পড়ুন:
    উইকিপিডিয়া সম্পাদক ড. সেনগই পোধুবনের
    একটি ব্যক্তিগত আবেদন
edit

উইকিপিডিয়া সম্পাদনা ড. সেনগই পোধুবনের কাছ থেকে

Appeal

edit

১৯৩৬ সালে ভারতের পল্লী অঞ্চলের একটি দরিদ্র কৃষক পরিবারে আমার জন্ম হয়েছিলো। আর আজ আমি উইকিপিডিয়ার ওপর আস্থা রাখি এবং এখানে সম্পাদনা করি।

আমি চাই ভবিষ্যত প্রজন্মের জন্য উইকিপিডিয়ার অবস্থান নিশ্চিত করতে। এটি আমাদের বার্ষিক তহবিল গঠন ড্রাইভ, যার অর্থ আমাদের সার্ভার, ছোট কর্মীদল ও অন্যান্য অবকাঠামোমূলক ব্যায় নির্বাহের জন্য ব্যবহৃত হবে। আর এর ফলে উইকপিডিয়া থাকবে সবার জন্য উন্মুক্ত ও বিজ্ঞাপনমুক্ত। তাই আপনি যদি পারেন, তবে অনুগ্রপূর্বক $৫, $২০, $৫০ বা আপনার সামর্থ অনুযায়ী যতোটা সম্ভব অনুদান দিন।

আপনি যখন আমার বয়সে এসে পৌঁছবেন, তখন আপনি চাইবেন আপনার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বিশ্বের সাথে ভাগাভাগি করতে। আমার জীবনের একটি বড়ো অংশ আমি শিক্ষক হিসেবে অতিবাহিত করেছি। আমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি, এবং আমি একটি সরকারি প্রকাশনা সংস্থায় সুদীর্ঘ ১৪ বছর যাবত কাজ করেছি। আমার পাঁচ মেয়ে ও একটি ছেলে আছে, কিন্তু এতো কিছু থাকা সত্বেও এখনও আমি নিজেকে লাঙ্গল সম্বলিত একজন পল্লী কৃষকই মনে করি।

আমি পিএইচডি করেছি ভারতের তামিলনাড়ু প্রদেশের আঞ্চলিক ক্রীড়াগুলোর ওপর। সম্ভবত আপনি কোনোদিনই আমার লেখা নিবন্ধগুলো খুঁজবেন না, কিন্তু এটি আমাকে আনন্দ দেয় যে আরও হাজার হাজার মানুষে সেগুলোর খোজ করে। এবং আমি গর্ববোধ করি এই ভেবে যে, যে বিষয়েই আপনি শিখতে বা জানতে আগ্রহী হোন না কেনো, আপনি সম্ভবত উইকিপিডিয়াতে তা খুঁজে পেতে সমর্থ হবেন।

২০০৫ সালে আমি যখন আমার প্রথম কম্পিউটারটি কিনি, তখন এর মাউসটি ব্যবহার করাও আমার জন্য কষ্ট ছিলো কারণ আমার হাত কাঁপছিলো। পরবর্তীতে ২০০৯ সালে আমি উইকিপিডিয়ার খোজ পাই। এক দিন উইকিপিডিয়া আমি প্রাচীন ভারতের কবিদের ওপর একটি নিবন্ধ তৈরি করি। ঐ নিবন্ধে আমি প্রায় ৩০ জন কবির নাম যোগ করি, এবং তারপর ঘুমাতে চলে যাই। পরদিন সকালে আমি দেখি, ঐ পাতায় মোট ৪৭৩টি নাম রয়েছে। আর এভাবেই উইপিডিয়া কাজ করে!

তাই অনুগ্রহপূর্ব উইকিপিডিয়ায় সম্পাদনা করে বা এর উন্নয়নে অনুদান প্রদান করে এটিকে উন্মুক্ত রাখতে সহায়তা করুন।

আপনাকে ধন্যবাদ,

ড. সেনগই পোধুবন পিএইচডি

উইকিপিডিয়া সম্পাদক