কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/উৎস/দ্বিতীয় চক্র/২১শে মে থেকে ২৮শে মে পর্যন্ত সারাংশ
দ্বিতীয় চক্রের আলোচনার ২১শে মে থেকে ২৮শে মে পর্যন্ত বিভিন্ন সম্প্রদায়ের আলোচনার সারাংশ নিয়ে এই পাতা তৈরি করা হয়েছে। দ্বিতীয় চক্রের আলোচনার প্রথম সারাংশটি পাওয়া যাবে এখানে: Strategy/Wikimedia movement/2017/Sources/Cycle 2/Summary 11th to 21st May এই পাতায় ব্যবহৃত বিভিন্ন ভাষাকোড সমূহ ইতিমধ্যে বিদ্যমান ভাষা কোড অনুসারেই তৈরি করা হয়েছে। উদাহরণস্বরুপ, আরবী উইকিপিডিয়ার ভাষাকোড হল এআর এবং এই পাতাতে আরবি উইকিপিডিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এআর। এই প্রতিবেদন তৈরির সময় উক্ত উৎস পাতায় কতটি মন্তব্য রয়েছে এ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সম্প্রদায় ভিত্তিক সারাংশে মন্তব্যের সংখ্যাও জুড়ে দেওয়া হয়েছে। যেমন, কোন পাতাকে ৩ম থেকে ৪ম থাকলে বুঝতে হবে এই প্রতিবেদন লেখার সময় সংশ্লিষ্ঠ উৎস পাতাতে ৪টি মন্তব্য ছিল এবং সারাংশ লেখা শুরু হয়েছে ৩য় মন্তব্য থেকে।
- থিমের ধারণা
- স্বাস্থ্যকর, সর্বব্যাপী সম্প্রদায়
- উদ্দীপিত সময়
- একটি সত্যিকারের বৈশ্বিক আন্দোলন
- জ্ঞানের সর্বাধিক স্বীকৃত উৎস
- জ্ঞানের বাস্তুতন্ত্রে জড়িত হওয়া
স্বাস্থ্যকর, সর্বব্যাপী সম্প্রদায় - ক
- ইংরেজি উইকিপিডিয়ার আলোচনায় (৬৪ম থেকে ৮৫ম) অংশগ্রহণকারীরা বলেছেন থিম ক সম্পর্কে বলেছেন আমরা এই থিমটি অনুসরণ করলে অনেক প্রকল্প নির্দিষ্ট সময়ে ও কার্যকরভাবে পর্যালোচনা করতে পারবো যদিও একজন ব্যবহারকারী মনে করেন আমাদের সম্প্রদায় স্বাস্থ্যবান হবে যদি আমরা প্রকল্পগুলো আলাদা না করে একটিসাথে বহুভাষা প্রকল্প শুরু করি।(§EN85) একজন ব্যবহারকারী এটাও বলেছেন যে, আমাদের এটা নিয়ে গবেষণা করা প্রয়োজন যে, অনিবন্ধিত ব্যবহারকারীকে সম্পাদনায় বেশি লাভ নাকি বেশি ক্ষতি, তারপর সে অনুসারে ব্যাস্থা নেওয়া উচিত। (§EN69) এছাড়া পুরো থিমটি নিয়ে সামগ্রিকভাবে কিছু মন্তব্য রয়েছে যেমন, অভদ্রতার কোন মাপকাঠি নেই, বিভিন্ন বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার রাখা (§EN65) জনসংখ্যার ভিত্তিক বৈচিত্র্যতা করার স্বার্থেই শুধু এটি করা নয় এটিকে কার্যকরী করা (§EN66) এবং ব্যবহারকারী নামের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন। (§EN67)
- ফরাসি উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (৫ম থেকে ৩৯ম) ব্যবহারকারীরা মনে করেন আমরা যদি থিম ক অনুসরণ করি সেক্ষেত্রে আমরা সামাজিক যোগাযোগের সাইটে পরিণত হব (§FR5) সাথে সাথে তারা এটিও মনে করেন যে, সম্প্রদায়ের উপর কোন আঘাত এই প্রকল্পকে ধ্বংস করবে।(§FR6) তারা প্রকল্পসমূহকে মানুষের অবদানের উপর ভিত্তি করে তৈরির ব্যাপারে জোরদান করেন ও স্বয়ংক্রিয়তা কমাতে বলেন। (§FR7) এছাড়াও তারা মনে করেন মিডিয়াউইকি স্ট্রিং ফাউন্ডেশন প্রকল্পের মাধ্যমে অনুবাদ করা উচিত। (§FR10)
- জার্মান ভাষা কুরিয়েরর আলোচনা অনুসারে (৬ম থেকে ৯ম) তারা মনে করে এ সব ইতিবাচক থিমসমূত তাদের জন্য নয় এবং ফাউন্ডেশনের এগুলোর প্রতি নজর দেওয়া উচিত নয়।(§DE6) (§DE8)
- ইতালীয় উইকিপিডিয়ার (৩৬ম থেকে ৬৪ম) অংশগ্রহণকারীরা থিম ক সম্পর্কে বলেন আমাদের প্রোএক্টিভলি নতুন ব্যবহারকারীদের অনুসন্ধান করতে হবে।$tl যারা প্রকল্পসমূহে তাদের নিজেদের পণ্যের বিজ্ঞাপণ দিতে আসনে তাদের বাদ দিতে হবে।(§IT43) আমাদের পাঠকদের গুরুত্ব দেওয়া উচিত যদিও একজন ব্যবহারকারী মনে করেন এই থিম গুরুত্বপূর্ণ নয়।(§IT48)
- মেটা উইকির আলোচনা (৫৮ম থেকে ৬৭ম) অনুসারে, তাদের কাছে এই থিমটি গুরুত্বপূর্ণ,(§Meta62) (§Meta63) আমরা শিখতে পারি ও শিক্ষা দিতে পারি ও আমরা যদি এই তিম অনুসরণ করি সেক্ষেত্রে আমাদের বৈশ্বিক একটি প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে।(§Meta60)
- পোলিশ উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (১৫ম) আমরা প্রশিক্ষণ ও বাস্তব জীবনে সাক্ষাতের মাধ্যমে নতুন ব্যবহারকারীদের প্রতি অবিচার দূর করতে পারবো।(§PL15)
- স্প্যানীয় উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (১৮ম থেকে ৩০ম) থিম ক গুরুত্বপূর্ণ এবং বৈশ্বিভাবে ব্যবহারকারীদেগর পরিচালনার জন্য একটি নিয়ম থাকা প্রয়োজন।(§ES26) স্প্যানীয় টেলিগ্রাম গ্রুপের আলোচনা অনুসারে (৮ম থেকে ২৪ম) হয়রানি বন্ধে একটি বিশেষায়িত কমিটি থাকা প্রয়োজন যদিও কেউ কেউ কমিটি গঠনের এর বিরোধীতা করেন।(§ES15)
- ভিয়েতনামী উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (১২ম) অংশগ্রহণকারীরা মনে করেন এই থিমটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা মুক্তজ্ঞান চর্চার মাধ্যমে বিশ্বকে খুব কাছাকাছি নিয়ে আসতে পারবো।(§VI1)
- উইকিউপাত্তের আলোচনায় (৩৪ম থেকে ৪৩ম) অংশগ্রহণকারীরা বলেছেন আমােদের স্বাস্থ্যবান সম্প্রদায় গঠনের ক্ষেত্রে জোর দিতে হবে এবং স্বাস্থ্যবান সম্প্রদায় ব্যতীত অন্য কোন লক্ষ্য খব একটা কাজের হবে না।(§DATA34)
উদ্দীপিত সময় - খ
- ইংরেজি উইকিপিডিয়ার আলোচনায় (৬৪ম থেকে ৮৫ম) অংশগ্রহণকারীরা বলেছেন যেভাবে প্রযুক্তির উন্নতি সাধন হচ্ছে এগুলো শাথায় রেখে ১৫ বছরের পরিকল্পনা করা প্রায় অসম্ভব।(§EN71) আমাদের বিভিন্ন স্বয়ক্রিয় প্রকল্পসমূহের আরও বেশি সহায়তা ও প্রচারণা প্রয়োজন (§EN73)এবং তারা সাইটের নকশা উন্নত করার উপরও জোর দিয়েছেন।(§EN74)
- ফরাসি উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (৫ম থেকে ৩৯ম) এই থিমটি যদি সঠিকভাবে নিরপেক্ষতা ও স্বচ্ছভাবে অনুসরণ করা হয় সেক্ষেত্রে উইকিমিডিয়া প্রকল্পের প্রসার ঘটবে।(§FR11) আমাদের উন্নতির মডেল ও সরঞ্জামগুলো অন্য ইন্টারনেট ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। (§FR12)
- হিব্রু উইকিপিডিয়ার আলোচনাসভা অনুসারে (১৪ম) অংশগ্রহণকারীরা বিভিন্ন রিসোর্স ও প্রযুক্তিগত উন্নতির দিকে জোর প্রদাণ করেছেন।(§HE1)
- ইতালীয় উইকিপিডিয়ার (৩৬ম থেকে ৬৪ম) ব্যবহারকারীরা উদ্ভাবনের বিপক্ষে নয়(§IT52) তবে এটি বিষয়বস্তুর উ্নিতির দিকে নজর দেওয়া উচিত।(§IT51) কমন্সের মত পাবলিক ডোমেইন কাজসমূহ নির্দিষ্ট সময়ে উন্মুক্ত করার জন্য উইকিসংকলনে একটি ব্যবস্থা থাকা উচিত।(§IT64)
- মেটা উইকির আলোচনা (৫৮ম থেকে ৬৭ম) আমাদের উদ্দিপীত সময় কাজে লাগানো উচিত সেটি জ্ঞানের দিক থেকে(§Meta65) ও নির্ভরযোগ্যতার দিক থেকে সাথে সাথে আমাদের যোগাযোগ বৃদ্ধি করতে হবে।(§Meta66)
- স্প্যানীয় টেলিগ্রাম গ্রুপের আলোচনা অনুসারে (৮ম থেকে ২৪ম) সরঞ্জাম উন্নতকরণসহ ব্যবহারকারী যখন থেকে নিবন্ধিত হবেন তখন থেকেই তাদের নির্দেশনা দান করতে হবে।(§ES21)
- ভিয়েতনামী উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (১২ম) অংশগ্রহণকারীরা এই থিমকে অন্য থিমের চেয়ে কম গুরুত্বপূর্ণ মনে করেন।(§VI12)
- উইকিউপাত্তের আলোচনায় (৩৪ম থেকে ৪৩ম) অনুসারে আমরা যদি থিম খ অনুসারণ করি সেক্ষেত্রে আমরা নতুন দিনে প্রযুক্তিগত উন্নতিতে নেতৃত্ব দিতে পারবো(§DATA35) এবং ভুল সংবাদের বিপক্ষে লড়াই করতে পারবো। (§DATA36)এছাড়াও আমাদের বিশ্বকোষটি অন্য ভাষাসমূহেও সমানভাবে উন্নত থাকতে হবে।(§DATA39) একজন অংশগ্রহণকারী মনে করেন যদি উইকিউপাত্ত ভাষার বিষয়টি সামনে এনে এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে এটি হবে গুরুত্বপূর্ণ।(§DATA41)
একটি সত্যিকারের বৈশ্বিক আন্দোলন - গ
- ইংরেজি উইকিপিডিয়ার আলোচনায় (৬৪ম থেকে ৮৫ম) আমাদের খুব সম্ভবত মৌখিক তথ্যসূত্র দেওয়ার ক্ষেত্রে বিষটি আলোচনা করা যেতে পারে। (§EN83)
- ফরাসি উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (৫ম থেকে ৩৯ম) যদি আমরা এই থিম অনুসরণ করি সেক্ষেত্রে তৃতীয় বিশ্বে প্রভাব ফেলতে পারবো (§FR21) এবং আমাদের এনজিও সমূহকেও এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন কিভাবে তথ্য সংগ্রহ ও আমাদের রিসোর্সগুলো ব্যবহার করতে পারে। (§FR22) এছাড়াও আমাদের কম সচেতনতামূলক অঞ্চলসমূহে সচেতনতা বাড়াতে হবে। (§FR32)
- হিব্রু উইকিপিডিয়ার আলোচনাসভা অনুসারে (১৪ম) অংশগ্রহণকারী জোর দিয়েছেন আমরা কিভাবে আরও বৈচিত্রময় সম্প্রদায় ও বিষয়বস্তু যুক্ত করতে পারি। সাথে সাথে স্থানীয় জ্ঞান সংরক্ষণেও তারা জোর দিয়েছেন।(§HE5)
- ইতালীয় উইকিপিডিয়ার (৩৬ম থেকে ৬৪ম) আমাদের নিবন্ধ ফিডব্যাক ফর্ম চালু করা উচিত (§IT55) ও আমাদের পাঠকদের পরিসংখ্যান জানা থাকা উচিত।(§IT61)
- স্প্যানীয় উইকিপিডিয়ার (১৮ম থেকে ৩০ম) অংশগ্রহণকারীরা বলেছেন সত্যিকার অর্থে বৈশ্বিক একটি আন্দোলনে পরিণত হতে আমাদের স্থানীয় ভাষার উপর জোড়দান করতে হবে ও আমরা এই থিমটি অনুসরণ করলে বৈশ্বিভাবে একটি ফাঁক দতূর করা সম্ভব হবে।(§ES28) স্প্যানীয় টেলিগ্রাম গ্রুপের আলোচনা অনুসারে (৮ম থেকে ২৪ম) আমাদের মাইনোরেটি ভাষা থেকে একজন কজরে দূত নিয়োগ দেওয়া প্রয়োজন বৈশ্বিভাবে আরও সফল আন্দোলন গঠনের জন্য।(§ES13)
- ভিয়েতনামী উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (১২ম) ব্যবহারকারীরা মনে করেন এই থিমটিও গুরুত্বপূর্ণ।(§VI10)
জ্ঞানের সর্বাধিক স্বীকৃত উৎস - ঘ
- ইংরেজি উইকিপিডিয়ার আলোচনায় (৬৪ম থেকে ৮৫ম) অংশগ্রহণকারীরা মনে করেন আমাদের বিষয়বস্তুর মান উন্নয়নের জন্য আমাদের আরও বেশি কঠোর হওয়া উচিত। (§EN76) এছাড়াও আমাদের একাউন্টের সম্পাদনার বিষয়ে একটি দায়িত্বশীলতা নিশ্চিত করার জন্য ব্যবহারকারীদের জন্য ঐচ্ছিক একটি ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করা উচিত।(§EN78)
- ফরাসি উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (৫ম থেকে ৩৯ম) এই থিমটি অন্য থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ।(§FR27) আমাদের উইকিপিডিয়ার বাইরেও অন্য প্রকল্পগুলোর দিকে নজর দেওয়া উচিত (§FR24) এবং আমাদের তথ্যের নির্ভরযোগ্যতার উপর জোড় দেওয়া উচিত। (§FR25)
- হিব্রু উইকিপিডিয়ার আলোচনাসভা অনুসারে (১৪ম) উইকিপিডিয়াকে অবশ্যই জ্ঞান সংরক্ষন করতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যে এটি নির্ভরযোগ্য হয়।(§HE6) বৈজ্ঞানিক ডাটাবেইজে আমাদের বিষয়বস্তু সমূহ অন্তবূর্ক ও উন্নতিকল্পে আমাদের টেমপ্লেট ও আরও অনুষঙ্গিক বিষয়সমূহ উন্নত করতে হবে।(§HE10)
- ইতালীয় উইকিপিডিয়ার (৩৬ম থেকে ৬৪ম) আমাদের বিশেষজ্ঞ,প্রতিষ্ঠান ও বিদ্যালয়সমূহের সাথে সহযোগিতা বাড়াতে হবে আমাদের বিষয়বস্তুর নির্ভরযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে।(§IT39) বিশ্ববিদ্যালয় পর্যায়েও সচেতনতা তৈরির পরামর্শ দেন তারা।(§IT41)
- স্প্যানীয় উইকিপিডিয়ার (১৮ম থেকে ৩০ম) এটা গুরুত্বপূর্ণ যে উইকিপিডিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য জ্ঞানের উৎস হিসেবে থাকবে। (§ES23)আমাদের নিজেদের বিষয়বস্তুর উন্নতিকল্পে আরও কঠোর মনোভাব গ্রহণ করতে হবে।(§ES22)
- ভিয়েতনামী উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (১২ম) এই থিমটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ সম্প্রদায় স্বাস্থ্যের পরেই।(§VI6)
জ্ঞানের বাস্তুতন্ত্রে জড়িত হওয়া - ঙ
- ইংরেজি উইকিপিডিয়ার আলোচনায় (৬৪ম থেকে ৮৫ম) অংশগ্রহণকারীরা মনে করেন আমাদের উন্নয়নশীল দেশে আরও বেশি সহায়তা করা প্রয়োজন(§EN80) এবং আমাদের ব্যবহারকারী বলয়ের বাইরে সহযোগী সংস্থার সাথে সম্পর্ক স্থাপন করা।(§EN82)
- ফরাসি উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (৫ম থেকে ৩৯ম) আমাদের বিষয়বস্তুর নির্ভরযোগ্যতা বাড়াতে আমাদের বিশেষজ্ঞদের সাথে কাজ করা উচিত,(§FR34) যন্ত্রকে মানুষের সাথে তুলনা বন্ধ করতে হবে। (§FR37) আমরা যদি জ্ঞানের বাস্তুতন্ত্রে অবদান রাখতে চাই সেক্ষেত্রে আমাদের নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করতে অন্যান্য বিশেষজ্ঞ ব্যক্তি প্রতিষ্ঠানের সাহায্য নিতে হবে।(§FR39)
- ইতালীয় উইকিপিডিয়ার (৩৬ম থেকে ৬৪ম), আলোচনা অনুসারে থিম ঙ হল থিম ক এর চেয়ে গুরুত্বপূর্ণ। উইকিমিডিয়া প্রকল্পের শিক্ষা ব্যবস্থায় অবদান রাখতে হবে।(§IT47)
- স্প্যানীয় উইকিপিডিয়ার (১৮ম থেকে ৩০ম) আলোচনা অনুসারে, এই থিমটি অত্যাধিক গুরুত্বপূর্ণ (§ES18) ও এই থিমের বেশ প্রভাব রয়েছে।(§ES19)