কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/সরঞ্জাম

This page is a translated version of the page Strategy/Wikimedia movement/2017/Toolkit and the translation is 93% complete.
The following discussion is closed.

Cycle 1 of the discussion is now closed for analysis and sense-making, and the toolkit information may change for Cycle 2. Please join us soon for the next cycle of discussions. Updates in progress

উইকিমিডিয়া আন্দোলনের কৌশল প্রক্রিয়া নিরুপণ ২০১৭ প্রক্রিয়ায়, সব প্রকল্পের অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করার জন্য কৌশলী দল সম্প্রদায়দের তাদের স্ব-স্ব স্থানীয় উইকি, সামাজিক যোগাযেগ প্লাটফর্ম, ভিডিও কল, মেইলিং লিস্টসহ অন্যান্য সক্রিয় আলোচনার স্থানে আলোচনা করতে উৎসাহ দিচ্ছে।

আমরা এই আলোচনায় স্বেচ্ছাসেবী সমন্বয়ক আহ্বান করছি যারা তাদের স্থানীয় সম্প্রদায়ে আলোচনাগুলো সমন্বয় করবে, মতামত ও আইডিয়াগুলো নিজেদের মধ্যে শেয়ার করবে, যাতে পরবর্তী ১৫ বছরের জন্য আমরা আমাদের আন্দোলনের ভবিষ্যৎ ঠিক করে নিতে পারি।

যেহেতু সময় সীমিত তাই মূল দল এই সরঞ্জামগুলো একসাথে করেছে। এখানাকর নথিপত্র ও রিসোর্চসমূহ স্থানীয় সম্প্রদায়ে আলোচনা চালিয়ে নিতে সহয়তা করবে। যদি আপনার আলোচনা সমন্বয়ের সুবিধার্থে আরও কোন নথিপত্রের প্রয়োজন হয় সেক্ষেত্রে আলাপ পাতায় জানালে মূল দল তা তৈরি করে দেবে।

এই সরঞ্জামে আপনি যা পাবেন

 

 


 

 আলোচনার জন্য পূর্ব থেকে একমত হওয়া প্রসঙ্গসমূহ


 

  আলোচনায় অংশগ্রহণকারী প্রত্যেকে এই আন্দোলন ও এর ভবিষ্যৎ সম্পর্কে যে জিনিসগুলো জানা জরুরি।


 

  আলোচনা চালিয়ে নেওয়ার নির্দেশিকা।


 

(ইংরেজি) আলোচনা অন্যান্য দলের মধ্যে শেয়ার করার জন্য একটি টেমপ্লেট ও প্রক্রিয়া।