প্রযুক্তি সংবাদের সাপ্তাহিক সারাংশের মাধ্যমে আপনি সফটওয়্যারের সাম্প্রতিক পরিবর্তনগুলি সম্পর্কে জানতে পারবেন। এই পরিবর্তনগুলির ফলে আপনি ও উইকিমিডিয়ার অন্যান্য ব্যবহারকারীরা সম্ভবত প্রভাবিত হতে পারেন। গ্রাহক হোন, অবদান রাখুন এবং মতামত জানান।
পূর্ববর্তী | ২০১৪, সপ্তাহ নং ৪০ (সোমবার ২৯ সেপ্টেম্বর ২০১৪) | পরবর্তী |
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
সফটওয়্যারের সাম্প্রতিক পরিবর্তনগুলো
- কমন্সে বর্তমানে আপনি দেখতে পাবেন কোন ধরনের ফাইলগুলো বেশি উইকিতে বেশি ব্যবহৃত হচ্ছে । [১] [২]
- বর্তমানে অনেকগুলো নতুন ভাষায় অনুবাদ করার সুযোগ বেড়েছে। [৩]
চলতি সপ্তাহের সফটওয়্যারের পরিবর্তন
- ২৫ সেপ্টেম্বর থেকে মিডিয়াউইকি (1.25wmf1) সফটওয়্যারটি MediaWiki.org এবং উইকিতে পরীক্ষামূলক ভাবে ব্যবহৃত হচ্ছে। এটি ৩০ সেপ্টেম্বর থেকে অ-উইকিপিডিয়া উইকির জন্য এবং সকল উইকিপিডিয়ার জন্য চালু হবে ২ অক্টোবর (পঞ্জিকা)।
- স্ক্রিবুন্টু (লুয়া) থেকে যে ত্রুটি আসছে সেটি এখন পাতায় দেখা যাবে। স্ক্রিপ্ট ত্রুটিতে ক্লিক করার পূর্বে আপনি সেটি দেখতে পাবেন। [৪] [৫]
- টেমপ্লেট ডেটা থেকে আপনি চাইলে "স্বয়ংক্রিয় মান" যোগ করতে পারেন। যখন ব্যবহারকারী এ টেমপ্লেটটি কোন পাতায় ব্যবহার করতে চাইবেন তখন সেটি স্বয়ংক্রিয় ভাবে যুক্ত হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, যখন কোন পরিষ্কারকরণ টেমপ্লেট যুক্ত করা হয় সেখানে স্বয়ংক্রিয়ভাবেই তারিখ যুক্ত হয়ে যাবে। [৬]
- আপনি যদি কোন ব্যবহারকারী সংক্রান্ত পছন্দ পরিবর্তন করেন কিন্তু সেটি সংরক্ষণ করতে ভুলে যান তা হলে সংরক্ষণ করার জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে। [৭] [৮]
- পিডিএফ আমদানি সরঞ্জামটি পরিবর্তন হয়েছে। নতুন সরঞ্জামটি বেশ কাজের এবং বিভিন্ন ভাষা সমর্থন করে তবে এটি এখনও ZIM এবং EPUB ফরম্যাট সমর্থন করে না। [৯]
ভবিষ্যতের সফটওয়্যারের পরিবর্তন পরিকল্পনাসমূহ
- আপনি ফেব্রিকেটরের জন্য একটি ভিডিও দেখতে পারেন যা বাগ ধরার জন্য নতুন একটি সরঞ্জাম। এ বিষয়ে আরো জানা যাবে বাগজিলায়।
- জাভাস্ক্রিপ্ট লেখক: অনেকগুলো পুরোনো পদ্ধতি খুব শিগ্রই মুছে ফেলা হবে। দয়া করে আপনার স্ক্রিপ্ট এবং গ্যাজেটগুলো দেখুন এবং পুরোনো পদ্ধতি মুছে ফেলে নতুন পদ্ধতি যুক্ত করুন। [১০]
প্রযুক্তি দূত দ্বারা প্রস্তুতকৃত ও বৈশ্বিক বার্তা প্রদানকারী দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।