প্রযুক্তি সংবাদের সাপ্তাহিক সারাংশের মাধ্যমে আপনি সফটওয়্যারের সাম্প্রতিক পরিবর্তনগুলি সম্পর্কে জানতে পারবেন। এই পরিবর্তনগুলির ফলে আপনি ও উইকিমিডিয়ার অন্যান্য ব্যবহারকারীরা সম্ভবত প্রভাবিত হতে পারেন। গ্রাহক হোন, অবদান রাখুন এবং মতামত জানান।
পূর্ববর্তী | ২০২২, সপ্তাহ নং ৩৯ (সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২) | পরবর্তী |
প্রযুক্তি সংবাদ: 2022-39
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- পার্সোয়েড গ্রাহকগুলোকে হালনাগাদ করা উচিত যাতে
rel
লিংকগুলোর বৈশিষ্ট্যে স্পেস দ্বারা আলাদাকৃত বহু-মান ব্যবহার করা যায়। অধিকতর বিবরণ T315209 এ
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
- মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ২৭ সেপ্টেম্বর থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ২৮ সেপ্টেম্বর থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ২৯ সেপ্টেম্বর থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
- চাক্ষুষ পার্থক্যসমূহ সকল ব্যবহারকারীর নিকট উপলব্ধ হবে, উইকিশনারি এবং উইকিপিডিয়াসমূহে ব্যতীত। [১]
- আরবি, বাংলা, চীনা, ফরাসি, হাইতিয়ান ক্রিওল, হিব্রু, কোরীয় এবং ভিয়েতনামীয় উইকিপিডিয়াসমূহের মোবাইল সাইটের আলোচনা পাতাগুলো পরিবর্তিত হবে। সেগুলো আরো সহজে ব্যবহারযোগ্য এবং তথ্যবহুল হবে। [২] [৩]
- Module নামস্থানে
.json
দ্বারা শেষ হওয়া পাতাগুলোকে জেএসওএন হিসেবে দেখা হবে, সেগুলোর মতোই যেগুলো ইতোমধ্যে User এবং MediaWiki নামস্থানে আছে। [৪]
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।