Training modules/Dealing with online harassment/slides/documentation-2/bn
কেইস বন্ধকরণ: নথিবদ্ধ করা
আমরা আগের মডিউলে অনেক গুরুত্বপূর্ণ বিসয় কাভার করেছি, এখন সেগুলো পর্যালোচনা করে দেখা যাক।
যেকোন কেইস বন্ধকরণ নথিবদ্ধ করা উচিত। আপনার নথিতে এটা থাকা উচিত যে, কেইসি কি সম্পর্কে, কিভাবে তদন্ত পরিচালনা হয়েছে এবং কি ফলাফল এসেছে।
এই নথিটি আপনার দলের ব্যক্তিগত উইকিতে নথিবদ্ধ করে রাখতে পারেন অথবা মেইলিং লিস্টে নথিবদ্ধ করে রাখতে পারেন। আপনার নথিটি উন্মুক্ত অবস্থায় নথিবদ্ধ করে রাখবেন না।