Training modules/Keeping events safe/slides/before-the-event/bn
অনুষ্ঠানের পূর্বে
কোন একটি অনুষ্ঠান শুরু করার পূর্বেই সেখানে যুক্ত সকলকে অনুষ্ঠানটি ঠিকভাবে সম্পন্ন করার জন্য আগে থেকে তৈরি হয়রানি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই পরিকল্পনা, অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক ও অন্যান্য সঠিকভাবে অবহিত করাও সেটি প্রতিরোধের পূর্বের পরিকল্পনা হিসেবে গণ্য হতে পারে। এই তালিকাতে অনুষ্ঠান শুরুর পূর্বে করা যেতে পারে এমন কিছু আইডিয়া পাওয়া যাবে।