User:ZI Jony/MassMessage/WLMBD/Welcome

সুপ্রিয় ZI Jony/MassMessage/WLMBD,

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ও গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি তুলে ধরার উদ্দেশ্য নিয়ে আবারো শুরু হয়েছে উইকি লাভস মনুমেন্টস ছবি প্রতিযোগিতা। ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতাটি ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিযোগিতার পাতায় দেওয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকা থেকে যেকোনও সময় তোলা যেকোনও স্থাপনার যত খুশি তত ছবি আপলোড করা যাবে। বিজয়ীদের জন্য আলাদাভাবে আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার রয়েছে।

২০২২ সালের প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত জানতে উইকি লাভস মনুমেন্টস ২০২২ পাতাটি দেখুন।

আপনি যদি টুইটার ও ফেসবুকে থাকেন, তাহলে হালনাগাদ সংবাদ ও আরো তথ্যের জন্য @WLMBangladesh অনুসরণ করুন।

আপনার যদি কোনও প্রশ্ন থাকে, তাহলে নিঃসংকোচে এখানে জানান। আসুন সবাই মিলে উইকিপিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরি। ধন্যবাদ!

#wlmBangladesh আয়োজক কমিটি,
শনিবার ৬:৩৪, ০৪ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)