উইকি শিশুদের ভালোবাসে

This page is a translated version of the page Wiki Loves Children and the translation is 93% complete.


নীড় ব্যবহারকারী দল নিউজলেটার ২০২১
প্রসঙ্গ
ইউনিসেফের মতে, প্রতিবছর বিশ্বের প্রায় অর্ধেকেরও বেশি শিশু গুরুতর সহিংসতার সম্মুখীন হয়। অনুমান করা হয় যে এই শিশুদের মধ্যে ৬৪ শতাংশই দক্ষিণ এশিয়ায়। একই নিবন্ধে, তারা আরও স্পষ্ট করেছে যে কেবল ভুক্তভোগীর জন্য নয় বরং যিনি সহিংসতার সাক্ষী হন তার জন্যও, সহিংসতা মোকাবেলার সর্বোত্তম উপায় হল এ সম্পর্কে প্রচারণা গড়ে তোলা; অর্থাৎ মানুষকে সচেতন করা এবিষয়ে যাতে তারা বুঝতে পারে কোনটি সহিংসতা আর কোনটি নয়। কিন্তু লক্ষ্যণীয় যে একটি বিশ্বকোষের অংশ হিসেবে উইকিপিডিয়া সম্প্রদায়ে অদ্যাবধি শিশু নির্যাতন এবং নিগ্রহ প্রেক্ষাপটটি পরিচিত করার জন্য উল্লেখযোগ্য কোন উদ্যোগ নেওয়া হয়নি। তাই প্রথমবারের মতো আমরা উইকি ভালোবাসে শিশু-এর আয়োজন করছি বাংলা উইকিপিডিয়া ও উইকিবইয়ে। অন্যান্য উইকিবইয়ের মত বাংলা উইকিবইয়েও শিশুদের জন্য উইকিশৈশব নামে একটি প্রকল্প রয়েছে, কিন্তু বর্তমানে তা প্রায় নিষ্ক্রিয়। অতএব, আমরা জুনিয়র শিক্ষার্থীদের জন্য অনলাইনে শেখার মাধ্যমে ক্রিয়াকলাপে এর ব্যবহার সমৃদ্ধ এবং প্রসারিত করার লক্ষ্যে এটিকে প্রকল্পে অন্তর্ভুক্ত করেছি। বিশেষ করে কোভিড-১৯ মহামারী র সময় কালে এটি অনলাইন শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং আমরা উইকিবইয়ে (বিশেষ করে উইকিশৈশব) উইকিপিডিয়ার একটি শিশুবান্ধব বিকল্প করার চেষ্টা করব।
সংস্করণ
উইকি‌ ভালোবাসে শিশু ২০২১ বাংলা উইকিপিডিয়ায় উইকি শিশুদের ভালোবাসে ২০২১
বাংলা উইকিবইয়ে উইকি শিশুদের ভালোবাসে ২০২১
Wiki Loves Children 2022