Wikimedia Bangladesh/Online Meeting 2009-10-01
This is the log for the meeting at #wikimedia-bd at 16:00 GMT/UTC and 23:00 BDT (DST) on October 01, 2009.
Agenda
edit- Instant help/guideline serving program from Wikimedia Bangladesh.
- Cheat sheet (within two pages) publishing to promote how to contribute in Wikipedia.
- Discussion on fix a certain goal for Wikipedia for next six months or a year.
- Creating a bylaws of Wikimedia Bangladesh.
- Arranging a meet up in Dhaka.
Decisions from previous meeting
edit- Through Wikimedia-bd IRC channel, a new service will start to give support those interested people who want to contribute in Wikipedia. A new page will be created in Bangla wikipedia which will enlist the interested helping hand with their available time. And those enlisted user will try to share that specific time with both Wikipedia and IRC channel.
- Focusing this newly started service, a press release will be submitted in Bangladeshi media.
- In mailing list, a discussion will take part about size and content of the booklet.
Summary of this meeting
editParticipants
edit
|
|
আলোচ্য বিষয়
edit- উইকিমিডিয়া বাংলাদেশের সরাসরি পরামর্শ/সাহায্য কার্যক্রম।
- উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে ২ পাতার একটি ত্বরিত সহায়িকা বা চিট শিট তৈরি।
- বাংলা উইকিপিডিয়ার আগামী ছয় মাস/এক বছরের জন্য নির্দিষ্ট একটা লক্ষ্য ঠিক করা।
- উইকিমিডিয়া বাংলাদেশের গঠনতন্ত্র প্রণয়ন।
- সরাসরি সাক্ষাত।
পূর্বের সভায় গৃহীত সিদ্ধান্ত
edit- উইকিমিডিয়া বাংলাদেশের চ্যাটরুম আইআরসি (IRC) চ্যানেল-এ উইকিপিডিয়ায় অবদান রাখার ব্যাপারে আগ্রহী সেবাপ্রার্থীদের সরাসরি সেবা দেওয়া শুরু হবে। উইকিপিডিয়ায় এসম্পর্কিত একটি পাতা খোলা হবে এবং সেখানে আগ্রহী সেবাদানকারীরা তাঁদের সেবা নিজ নিজ পছন্দ মতো আইআরসি'তে উপস্থিত থাকার সময় জানিয়ে নাম নিবন্ধন করবেন ও সে সময়ে উপস্থিত থাকার চেষ্টা করবেন।
- বুকলেটের আকার ও বিষয়বস্তুর ব্যাপারে পূর্বের সভা হওয়ার আগ পর্যন্ত মেইলিং থ্রেডে আলোচনা হওয়া।
- গণমাধ্যমগুলোতে এই সেবা দানের ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া।
বর্তমান সভার সারসংক্ষেপ
editএ সভায় স্বল্প উপস্থিতির কারণে কোনোরকম সিদ্ধান্ত নেওয়া হয় নি; তবে এ সভায় যথেষ্ট কার্যকর, সুন্দর ও নতুন কিছু আইডিয়া এসেছে। বিশেষ করে নতুন কিছু অংশগ্রহণকারীর সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ উল্লেখযোগ্য। এছাড়া নতুন কিছু ব্যবহারকারীর বেশকিছু প্রশ্নের জবাবও দেওয়া হয়েছে। তবে স্বল্প উপস্থিতির কারণে শেষ দুটো আলোচ্য বিষয় (উইকিমিডিয়া বাংলাদেশের গঠনতন্ত্র ও সরাসরি সাক্ষাত) নিয়ে আলোচনা হয়নি।
- সরাসরি পরামর্শ কার্যক্রম সম্পর্কিত (এই কার্যক্রমটি সম্মন্ধে কীভাবে জানানো যায়):
- ব্লগ ও জনসাধারণের পদচারণা বেশি এমন ওয়েবসাইটগুলোতে জানানো।
- স্বাগতম জানানোর টেমপ্লেটে এই কার্যক্রমকে ফোকাস করা।
- IRC -তে সময় দেওয়ার অনুশীলনের ওপর গুরুত্বআরোপ করা হয়েছে।
- এছাড়া এই কার্যক্রমটি সম্পর্কে অংশগ্রহণকারীদের অল্পকথায় বর্ণনা করা হয়েছে ও বিস্তারিত জানার লিঙ্ক দেওয়া হয়েছে।
- ত্বরিত সহায়িকা প্রসঙ্গ:
- ত্বরিত সহায়িকা কী, সে ব্যাপারে আলোচনা হয়েছে।
- দুই পাতার ত্বরিত সহায়িকার একটি পরীক্ষামূলক সংস্করণ বাগেরহাটের একটি অনুষ্ঠানে প্রচারণার জন্য দেওয়া হয়েছে।
- বাংলা উইকিপিডিয়ার আগামী ছয় মাস/এক বছরের লক্ষ্য কী হতে পারে:
- বাংলাদেশ বিষয়ক আবশ্যকীয় নিবন্ধগুলো যোগ করা ও মানোন্নয়ন করা।
- নির্বাচিত নিবন্ধ (featured article)-এর সংখ্যা বাড়ানো, এবং সেজন্য ইংরেজি উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধের বাংলা অনুবাদ করা যায়।
- উইকিপিডিয়ার প্রকল্প ও সাহায্যপাতাগুলো এই সময়ের মধ্যে সম্পূর্ণরূপে সমৃদ্ধ করা যায়।
- অবদানকারীদের বেশি বেশি কাজ উৎসাহী করতে স্বীকৃতি স্বরূপ পুরস্কারের ব্যবস্থা করা (যেমন: মাসের সেরা উইকিপিডিয়ান)।
- অন্যান্য
- সরাসরি ক্যাম্পেইনের ওপর কিছু পরামর্শ:
- স্কুলগুলোতে প্রচারণা চালানো এবং ছোটদের বিভিন্ন বিষয়ে জানতে উইকিপিডিয়ার প্রতি আগ্রহী করে তোলা।
- বাংলাদেশে জনপ্রিয় ব্যক্তিবর্গকে উইকিপিডিয়া ও উইকিমিডিয়া বাংলাদেশের প্রচারে সাহায্যকারী হিসেবে ব্যবহার করা।
- ব্লগে ও অন্যান্য সাইটে নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনার সৃষ্টি করে মানুষকে উইকিপিডিয়ার সম্মন্ধে জানানো ও আগ্রহী করে তোলা।
- সরাসরি ক্যাম্পেইনের ওপর কিছু পরামর্শ:
Meeting log
edit[22:54] <Wikitanvir> LKabir: kemon asen?
[22:55] <LKabir> gi valo
[22:55] <LKabir> apni kemon acen?
[22:55] == bellayet [n=chatzill@202.134.14.6] has quit [Read error: 145 (Connection timed out)]
[22:55] <Wikitanvir> LKabir: amio valo, kakhon aschen?
[22:56] <LKabir> 10:30 pm theke wait korci
[22:56] <Wikitanvir> LKabir: amar electricity nai, tai chaileo thakte pari ni
[22:56] <LKabir> acca
[22:57] <Wikitanvir> LKabir: উইকিতে আপনার অ্যাকাউন্টের নাম কী?
[22:58] <LKabir> আমি উইকিতে এখনো ইউজার তৈরী করিনি
[22:59] <Wikitanvir> LKabir: ও আচ্ছা। একটা করে ফেলেন, সম্পাদনা করার তো ইচ্ছে আছে, তাই না?
[22:59] <LKabir> ইনসাআল্লাহ
[22:59] == ami_ [i=3a93a81a@gateway/web/freenode/x-rbuuwoeibipknhek] has joined #wikimedia-bd
[23:00] == abul [i=3a93a81a@gateway/web/freenode/x-sdrouvyvfniswmfl] has joined #wikimedia-bd
[23:00] <Wikitanvir> ami_: স্বাগতম আমি? তো আপনি কে? পরিচয় বলতে কোনো অসুবিধা না থাকলে বলেন।
[23:00] <Wikitanvir> abul: স্বাগতম আবুল।
[23:00] <ami_> ami bhabuk
[23:00] <Wikitanvir> ami_: আচ্ছা। আশা করি আপনার সুন্দর ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন।
[23:01] <Wikitanvir> বেলায়েত ভাই গেলেন কোথায়?....
[23:01] <abul> My name is ABUL hossain LITON,CSE graduate BUET
[23:01] <Wikitanvir> আচ্ছা। আপনার কী উইকিতে অ্যাকাউন্ট আছে?
[23:03] <Wikitanvir> আচ্ছা আপনার আজকের আলোচনার বিষয়গুলো (এজেন্ডা) জানেন?
[23:04] <abul> NO
[23:04] <Wikitanvir> যাঁরা জানেন না অনুগ্রহপূর্বক আপনার http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh/Online_Meeting_2009-10-01 এই লিঙ্কে গিয়ে জেনে নিন।
[23:04] <Wikitanvir> সেখানে ল্যাঙ্গুয়েজ বারে bn লিখে এন্টার চাপলেই বাংলা শো করবে।
[23:05] <Wikitanvir> LKabir: আচ্ছা বেলায়েত ভাই কী আপনাকে কিছু বলে গেছে?
[23:06] <LKabir> Wikitanvir : না ভাই
[23:06] <Wikitanvir> LKabir: সমস্যা হলো। কাউকে দেখছি না, ১১টা বেজে গেছে আলোচনা তো শুরু করতে হবে....
[23:07] <Wikitanvir> আচ্ছা আমরা একটা নিয়ে কথা চালাই, কী বলেন আপনারা?
[23:07] == tarunno [i=710b27ba@gateway/web/freenode/x-ziarbafcatdpjfrb] has joined #wikimedia-bd
[23:07] <LKabir> হ্যা শুরু করা যায়
[23:07] <Wikitanvir> tarunno: স্বাগতম তারুণ্য।
[23:08] <tarunno> ধন্যবাদ তানভীর ভাই
[23:08] == bellayet [n=chatzill@202.134.14.6] has joined #wikimedia-bd
[23:08] <Wikitanvir> bellayet: আজকের মিটিং শুরু করবেন এখন?
[23:09] <bellayet> Wikitanvir: ami ajke dorsok
[23:10] <bellayet> Wikitanvir: ami ekhon garite bose achi
[23:10] <bellayet> Wikitanvir: apnara meeting koren
[23:10] <bellayet> Wikitanvir: ami dekhchi
[23:10] <Wikitanvir> bellayet: আচ্ছা তবে আরো কয়জন আসুক। তারপর শুরু করি।
[23:10] <bellayet> Wikitanvir: ami Bagerhat jacchi
[23:10] <Wikitanvir> bellayet: জানি।
[23:11] <bellayet> Wikitanvir: Apnara suru koren
[23:11] <bellayet> Wikitanvir: maktrix amar sathe Bagerhat jacche
[23:11] <Wikitanvir> আচ্ছা....
[23:11] <bellayet> Wikitanvir: apnara suru kore den
[23:12] <Wikitanvir> আলোচনার প্রথম বিষয়: উইকিমিডিয়া বাংলাদেশের সরাসরি কার্যক্রম। আপনার কেউ এটার সম্পর্কে জানেন?
[23:12] <Wikitanvir> bellayet: খুবই সুসংবাদ। দুজনকেই অভিনন্দন।
[23:12] <bellayet> Wikitanvir: Link ta diye den
[23:13] <Wikitanvir> সরাসরি কার্যক্রম পাতার লিঙ্ক: http://bn.wikipedia.org/wiki/উইকিপিডিয়া:উইকিপ্রকল্প_সরাসরি_পরামর্শ
[23:13] <Wikitanvir> bellayet: এই পাতার একটা শর্টকাট করতে হবে।
[23:14] <Wikitanvir> Wikitanvir: আচ্ছা এই পরামর্শ কার্যক্রম সম্পর্কে আপনারা বলুন, কোনো প্রশ্ন বা পরামর্শ। চাইলে লিঙ্ক থেকে পড়েও আসতে পারেন। খুব বেশি লেখা নেই।
[23:14] <bellayet> Wikitanvir: eTa somporrke alpo kothay brief koren
[23:14] == rushafi [i=ca380775@gateway/web/freenode/x-bwvssofsuopnfraf] has joined #wikimedia-bd
[23:15] <Wikitanvir> এটা হচ্ছে, উইকিপিডিয়াতে যারা নতুন, এবং অবদান রাখতে চান তাঁদেরকে সাহায্য করার একটা প্রক্রিয়া।
[23:16] <Wikitanvir> এখানে সরাসরি তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ দেওয়া হবে।
[23:16] <Wikitanvir> এবং এখানে সেই উত্তর দেবার জন্য যাঁরা থাকবেন, তাঁরা উইকিপিডিয়ারই বিভিন্ন অবদানকারী; তাঁরা নিজেদের সময়-সুবিধা মতো এই IRC চ্যানেলেই উপস্থিত থাকবেন।
[23:17] <Wikitanvir> নতুন অবদানকারী ও উইকিপিডিয়ায় অবদান রাখতে আগ্রহী সবাইকে সাহায্য করার জন্য তাঁরা থাকবেন।
[23:17] <Wikitanvir> আপনাদের কারো কোনো প্রশ্ন আছে, প্রক্রিয়াটি সম্পর্কে? থাকলে করুন।
[23:18] <bellayet> Sudhu notunder jonno na, ek wikipedian anno wikipedianer sathe sorasori jogajog korar jonneo e channel ti use korte paren
[23:19] <rushafi> এটাকে প্রচার করার জন্য আপাতত কি উদ্যোগ নেয়া যায়?
[23:19] <Wikitanvir> আমার দুটো উদ্যোগ আছে।
[23:19] <Wikitanvir> ১. ওয়েলকাম টেমপ্লেটে এটাকে ফোকাস করে লিখে দেওয়া।
[23:20] <bellayet> apatoto amira jara regular wikipeidate asi tara etate somoy deowa suru korbi
[23:20] <bellayet> korbo
[23:20] <Wikitanvir> ২. দৈনিক পত্রিকায় প্রেস রিলিজ দেওয়া; কয়েকদিন আমরা কয়জন ট্রায়াল দিলাম।
[23:20] <tarunno> চিটশীটের ব্যাপারটা আমি ঠিকমত বুঝতে পারি নি
[23:21] <tarunno> এটা কেমন হবে?
[23:21] <bellayet> কোনো ট্রায়াল না সব ফাইনাল করতে হবে
[23:21] <rushafi> দৈনিক পত্রিকার ব্যাপারে একটা অসুবিধা আছে
[23:21] <bellayet> আমাদের আগে এখানে সময় দেওয়া শুরু করতে হবে
[23:21] <rushafi> এটার মাধ্যমে জানানো যাবে একটা নতুন সার্ভিস শুরু হয়েছে
[23:21] <bellayet> চ্যানেলে লগ ইন করার অনুশীলন করতে হবে
[23:21] <Wikitanvir> tarunno: আসলে উইকিতে তো বিভিন্ন মার্কআপের মাধ্যমে (কোডিং) লিখতে হয়। তাই লেখার ক্ষেত্রে ব্যবহৃত সবচেয়ে কমন কোড গুলোই চীটশিটে থাকবে।
[23:21] <bellayet> মানে অভ্যেস করতে হবে
[23:22] <Wikitanvir> bellayet: তা ঠিক, আমি একমত। খুব একটা যথেষ্ট সময় আমরা এখনো থাকতে পারি না।
[23:22] <Wikitanvir> tarunno: আর কোনো প্রশ্ন?
[23:22] <rushafi> কিন্তু সমস্যা হচ্ছে খুব কম মানুষই সেখান থেকে দেখে URL টাইপ করবে
[23:22] <Wikitanvir> rushafi: কোন ইউআরএল এর কথা বলছেন?
[23:23] <rushafi> IRC channel এর
[23:23] <tarunno> Wikitanvir: আপাতত আর নাই
[23:23] <Wikitanvir> rushafi: যাঁদের নূন্যতম আগ্রহ আছে, আমার মনে হয় তাঁরা করবেই।
[23:23] <Wikitanvir> rushafi: কারণ জানতে চাইলেই তো শুধু চ্যানেলে আসা। জানলে আর আসবে কেনো? জানার আগ্রহ না থাকলেই বা আসবে কেনো?
[23:24] <rushafi> টাইপ করার রেট টাকে আমরা বাড়াতে পারি
[23:24] <Wikitanvir> rushafi: আমি আমার সাধ্যমত চেষ্টা করছি।
[23:24] <rushafi> মানুষ একটা লিঙ্কে ক্লিক করে আসার সুযোগ পেলে সেটাকে বেশি ব্যবহার করবে
[23:25] <abul> apnader development progress rate amar kachee slow bole mone hochee, may be I am wrong
[23:25] <rushafi> সুতরাং ব্লগ আর ফোরাম গুলোতে প্রচারনা চালানোর ব্যাপারে বেশি জোর দিতে হবে
[23:25] <Wikitanvir> rushafi: এটা তো সমস্যা না। সম্প্রদায়ের প্রবেশদ্বার পাতায় আপডেট থাকবে। সাইট নোটিশেও দেওয়া থাকবে।
[23:25] <Wikitanvir> abul: কারণ আমাদের লোকবল কম।
[23:25] <Wikitanvir> rushafi: হ্যাঁ, ব্লগে তো জানাতেই হবে। সেটা খুব কাজের।
[23:25] <rushafi> আমরা একটা কাজ করি
[23:26] <Wikitanvir> rushafi: সঙ্গে ফেসবুক।
[23:26] <Wikitanvir> rushafi: জ্বি বলুন।
[23:26] <rushafi> পাবলিক ব্লগিং সাইট + বাংলা ফোরাম এসবের একটা লিস্ট তৈরি করি
[23:26] == bellayet [n=chatzill@202.134.14.6] has quit [bear.freenode.net irc.freenode.net]
[23:26] <rushafi> যখনই কিছু জানানোর দরকার হবে তখন লিস্ট ধরে সবখানে পোস্ট দিয়ে দিবো
[23:27] <Wikitanvir> rushafi: হু। বেলায়েত ভাইকে জিজ্ঞেস করতে হবে, তিনি জানতে পারেন। লিস্টও তাঁর কাছে থাকতে পারে।
[23:27] <rushafi> হুম
[23:27] <Wikitanvir> আচ্ছা, নতুন যাঁরা তাঁরা আপনাদের প্রশ্ন চালিয়ে যেতে পারেন।
[23:28] <rushafi> সবচেয়ে বড় কথা লোকবল বাড়াতে হবে
[23:28] <Wikitanvir> rushafi: সেটা খুব প্রয়োজন।
[23:28] <rushafi> এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি
[23:28] <Wikitanvir> rushafi: তা তো বটেই, কিন্তু এটাই চাইলে আসে না। আসলে বিশ্বকোষ লিখতে আগ্রহ খুব কম মানুষেরই আছে।
[23:29] <Wikitanvir> rushafi: এটাতে যে মনে মতো করে লেখা যায় না, অনেক বাইন্ডিং-এর মধ্যে লিখতে হয়।
[23:29] <rushafi> আমরা কিন্তু এখন লেখার মানুষ খুঁজছি না
[23:29] <abul> what will be first writing theme i.e writing topics
[23:29] <rushafi> আমরা organize করার জন্য মানুষ খুঁজছি
[23:29] <Wikitanvir> rushafi: কিন্তু নতুনদের দিয়ে তো লেখাতেই পারবেন। প্রচারণা করানো তো সমস্যা। এটা পুরোনোদেরই করতে হবে।
[23:30] <Wikitanvir> abul: আপনি উইকিপিডিয়ায় আপনার পছন্দমতো বিষয় নিয়েই লিখতে পারেন।
[23:30] <abul> there must be good coordination as well
[23:30] <rushafi> abul: হ্যাঁ, কিন্তু ভাল কো অরডিনেশেন এর জন্য বেশি মানুষ দরকার
[23:31] <rushafi> সেটার অভাব এখন সবচেয়ে বেশি
[23:31] <Wikitanvir> abul: আর সেই সাথে রেগুলার থাকাও দরকার্।
[23:31] <abul> but everyone's data must be authorized,cordinated,synchronized and reliable
[23:31] <rushafi> আচ্ছা আমরা কি দ্বিতীয় এজেন্ডায় যাবো?
[23:31] <Wikitanvir> rushafi: আবুল ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়ে নিই।
[23:32] <Wikitanvir> abul: হ্যাঁ, সকল তথ্যই যাচাই করা হয়। এটা উইকিপিডিয়ার একটি নীতি।
[23:33] <Wikitanvir> abul: আপনি বরং http://bn.wikipedia.org/wiki/WP:SOURCE
[23:33] <Wikitanvir> abul: এই লিঙ্কটি দেখুন।
[23:33] <Wikitanvir> rushafi: হ্যাঁ, পরবর্তী বিষয় চিট শীট তৈরি (২ পাতার)
[23:33] <rushafi> abul: আসলে উইকিপিডিয়ায় যত বেশি মানুষ কাজ করবে এর নিবন্ধগুলোর অথেনটিসিটি তত বাড়বে
[23:34] <Wikitanvir> abul: কারণ নজরদারির লোক বাড়বে।
[23:34] <rushafi> abul: হ্যাঁ
[23:34] <Wikitanvir> rushafi: সিনিয়র কেউ নাই; মিটিং-এ সিদ্ধান্ত আনা কষ্ট হবে।
[23:34] <Wikitanvir> rushafi: আজকের টপিক আবার সবগুলো ইম্পরটেন্ট।
[23:35] <rushafi> হুম
[23:35] <rushafi> আচ্ছা আমরা আলোচনা চালিয়ে যাই যতটা পারি
[23:35] <rushafi> চিটশীট
[23:35] <Wikitanvir> rushafi: ভালো ঝামেলায় পড়া গেলো। লাস্টের টপিক তো পুরো বেলায়েত ভাইয়ের ওপর।
[23:35] <Wikitanvir> rushafi: হু চীটশিট।
[23:36] <rushafi> Wikitanvir: উনি না আসলে পরে কথা বলা যাবে
[23:36] <rushafi> Wikitanvir: আজকে হবে না
[23:36] <Wikitanvir> rushafi: আচ্ছা। চীট শিটের ব্যাপারে বেলায়েত ভাইয়ের থীম হলো, যেনো আমাদের আর্থিক সাধ্যের মধ্যে কিছু করা।
[23:36] <Wikitanvir> rushafi: তাই পাতা সংখ্যা দুই।
[23:37] <rushafi> আচ্ছা প্রথমে মনে হয় চীটশীট সম্পর্কে একটা সাধারন ধারনা দেয়া উচিত সবাইকে?
[23:37] <Wikitanvir> rushafi: আপনি উইকিপিডিয়ার ত্বরিত সহায়িকা পাতাটা দেখেছেন? অনেকটা ওরকম।
[23:37] <Wikitanvir> rushafi: দেওয়া হয়েছে আগেই। তারুন্য প্রশ্ন করেছিলেন।
[23:37] <rushafi> ওকে
[23:38] <rushafi> হ্যাঁ দুই পাতার মধ্যে করা যেতে পারে
[23:38] <Wikitanvir> চীটশিটে উইকিপিডিয়ার অবদান রাখা ক্ষেত্রে একেবারে প্রাথমিক কোডিং গুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে।
[23:38] <rushafi> ডিজিটাল কপিটা বিভিন্ন কমিউনিটিতে ছড়িয়ে দিতে হবে
[23:39] <Wikitanvir> আর আমার মত হচ্ছে, সেখানে এমন একটা পাতার লিঙ্ক দিয়ে দেওয়া যেখানে সকল প্রয়োজনীয় ব্যাপারে জানার জন্য পাতাগুলোর লিঙ্ক থাকবে।
[23:39] <Wikitanvir> এতে পেজের স্থান সেভ হবে।
[23:39] <Wikitanvir> rushafi: পাতা অল্প থাকলে কোনো অনুষ্ঠানে অর্গানাইজরাই তৈরি করতে পারবেন ফটোকপি করে।
[23:39] <rushafi> হ্যাঁ
[23:40] <rushafi> হ্যাঁ
[23:40] <Wikitanvir> rushafi: তাই বেলায়েত ভাই। দুই পাতার কথা বলেছেন।
[23:40] <Wikitanvir> আচ্ছা দুজন কথা বলছি; আপনাদের কারো মন্তব্য থাকলে বলুন।
[23:40] == Moshfeqa [i=7512e71e@gateway/web/freenode/x-pdlnvzzsrxesmrgk] has joined #wikimedia-bd
[23:40] <Wikitanvir> স্বাগতম মোশফেকা।
[23:41] <tarunno> চিটশীট দুইপাতা ঠিক আছে
[23:41] <Wikitanvir> আরেকটা ব্যাপার আছে; ডিজিটাল ম্যানুয়াল কিন্তু নেটেই রেখে দেওয়া যায়। যে কেউ চাইলে ডাউনলোড করে নিলো।
[23:42] <tarunno> আর বিভিন্ন ব্লগ ও ফোরামে প্রচারণা এবং সংবাদ পৌঁছানোর জন্য কার্যকরী ব্যবস্থা দরকার
[23:42] <tarunno> আবার অনেক সময় একটা সমস্যা হয়
[23:42] <Moshfeqa> ধন্যবাদ
[23:42] <Wikitanvir> tarunno: কিছু উইকিপিডিয়ান, ব্লগে প্রচারণা চালাচ্ছেন। জ্বি আপনার সমস্যাটা বলুন।
[23:43] <tarunno> মনে করুন কোন একটা বিষয় জানাবার জন্য কোথাও একটা থ্রেড খোলা হল
[23:43] <tarunno> তারপর সেটা আর ফলো করা হয় না
[23:43] <Wikitanvir> tarunno: এটা আছে।
[23:43] <tarunno> দেখা যায় ওই থ্রেডে কেউ একজন কোন একটা প্রশ্ন করল
[23:43] <tarunno> সেটার আর উত্তর দেয়া হয় না
[23:44] <tarunno> এতে সাধারণ নবাগতদের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে
[23:44] <Wikitanvir> tarunno: জ্বি, ওই থ্রেডটাই এই আইআরসি চ্যানেল।
[23:44] <Wikitanvir> tarunno: এটা এখন চলছেও।
[23:44] <Wikitanvir> tarunno: উপরে একটা লিঙ্ক দেখছেন প্রশ্ন করার?
[23:45] <tarunno> Wikitanvir: সেটা অবশ্যই আশার কথা
[23:45] <tarunno> জ্বি দেখছি
[23:45] <rushafi> Wikitanvir: আমার মনে হয় তারুন্য ভাই মেইলিং লিস্টের কথা বলছে
[23:45] <rushafi> IRC তে কি থ্রেড খোলা যায়?
[23:46] <tarunno> সমস্যা-সমাধানগুলোর আর্কাইভ করা থাকলে অনেক সুবিধা হবে
[23:46] <tarunno> সার্চ করেই অনেক কিছু খুঁজে পাওয়া যাবে
[23:46] <rushafi> tarunno: FAQ
[23:47] <Wikitanvir> tarunno: কিন্তু সমস্যা হলো, FAQ এর অনেকগুলো বাংলা করা নাই।
[23:47] <rushafi> Wikitanvir: তাহলে FAQ গুলো অনুবাদ করাও এখন একটা গুরুত্বপূর্ণ কাজ
[23:47] <Wikitanvir> tarunno: কিন্তু সমস্যা হলো। এগুলোতে কন্টিনিউ করতে আমাদের প্রত্যেকের একটু সময় দেওয়া দরকার।
[23:48] <Wikitanvir> rushafi: আমি অনেকগুলো ফ্যাক অনুবাদ করেছি। অনেকুগুলো এখনো বাকি।
[23:48] <tarunno> সেইটাই হচ্ছে কথা
[23:48] <tarunno> আমাদের অল্প অল্প করপ হলপও নিয়মিত সময় দেয়া
[23:48] <tarunno> দরকার
[23:48] <Wikitanvir> আসলে আমরা একটু আইআরসি তে সময় দিলেই অনেককিছু হয়।
[23:48] <tarunno> হলেও*
[23:49] <Wikitanvir> উইকিতে অবদান রাখার সময় যদি আমরা আইআরসিতেও লগইন করে থাকি....
[23:49] <rushafi> এর সাথে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো অনুবাদ করতে হবে
[23:49] <Wikitanvir> অনেক পাতা আছে যেগুলো ৭০%-এর ওপর ইংরেজি।
[23:49] <rushafi> যাতে সবাই ব্যাপারটা বুঝতে পারে সহজে
[23:50] <Wikitanvir> rushafi: দরকার। এ কাজে বর্তমানে সময় দিচ্ছে বর্তমানে দুজন। দুজনে আর কতোই বা পারে? এতো প্রকল্প পাতা....
[23:51] <rushafi> আমি আগামি এক সপ্তাহ মোটামুটি সময় দিতে পারব
[23:51] <Wikitanvir> খুবই ভালো হয়। এগুলোই আমাদের আশাবাদী করছে।
[23:51] <Wikitanvir> আচ্ছা চীটশিটের ব্যাপারে তবে আপনাদের আর কোনো মতামত বা প্রশ্ন আছে?
[23:51] <rushafi> Wikitanvir: মেইলিং লিস্টে একটা প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর একটা লিস্ট দিতে পারলে ভালো হয়
[23:51] <rushafi> লিঙ্ক সহ
[23:52] <rushafi> তাহলে দেখা যাবে আরও কিছু মানুষ স্বউদ্যোগে সাহায্য করবে
[23:52] <Wikitanvir> rushafi: মেইলিং লিস্টের সাবস্ক্রাইবার কিন্তু খুব কম। তবে দেওয়া যাবে....
[23:52] <rushafi> Wikitanvir: চীটশীট অনুবাদ করলেই চলবে না?
[23:53] <Wikitanvir> rushafi: চীট শিট অনুবাদ করাই আছে।
[23:53] <rushafi> Wikitanvir: তাহলে শুধু প্রকাশনার কাজ বাকি?
[23:53] <Wikitanvir> চীট শিট ও কীভাবে একটা পৃষ্ঠা সম্পাদনা করবেন, পুরোটাই বাংলায় লেখা আছে।
[23:53] <Wikitanvir> rushafi: অনেকটা সেরকমই।
[23:54] <rushafi> Wikitanvir: লিঙ্ক দিতে পারবা এখন?
[23:54] <Wikitanvir> rushafi: চিটশীট শুধু দিলেই হবে না; ব্রিফ করতে হবে ভালোমতো। সঙ্গে মোটিভেশনমূলক আলোচনা।
[23:55] <Wikitanvir> rushafi: এই হলো চীটশিটের লিঙ্ক: http://bn.wikipedia.org/wiki/উইকিপিডিয়া:ত্বরিত_সহায়িকা
[23:56] <rushafi> Wikitanvir: ধন্যবাদ
[23:56] <Wikitanvir> rushafi: ওখানে শেষে একটা ছবি লিঙ্ক আছে; দিবো সম্ভবত ঐভাবেই।
[23:56] <Wikitanvir> rushafi: শুধু বাংলায়।
[23:59] <Wikitanvir> আচ্ছা আমাদের সামনে যাওয়া উচিত। এবার আলোচনার বিষয়: উইকিপিডিয়ার আগামী ৬ মাস বা ১ বছরের জন্য লক্ষ্য কী হওয়া উচিত?
[00:01] <rushafi> একটা ব্যাপার
[00:01] <rushafi> বাগেরহাটে একটা কর্মসূচী হচ্ছে না?
[00:01] <rushafi> সেখানে চ্যাপ্টারের ব্যাপারে কিছু বলা হবে?
[00:01] <Wikitanvir> rushafi: হু। বেলায়েত ভাই আর ম্যাক ভাই অ্যাটেন্ড করছেন।
[00:01] <rushafi> চীটশীট টাও দেওয়া যেতে পারে?
[00:02] <rushafi> এখন যা আছে সেটাই প্রিন্ট করে?
[00:02] <Wikitanvir> rushafi: বলা হতে পারে, তবে চিটশীট হয়তো দেওয়া হবে না; কালই তো। প্রিপারেশন বোধহয় নেই। আমিও জিজ্ঞেস করি নি, বলিও নি।
[00:02] <rushafi> একটা ফিডব্যাক অন্তত পাওয়া যাবে
[00:02] <Wikitanvir> rushafi: তবে আইআরসি র ব্যাপারটা আসবে হয়তো।
[00:02] <Wikitanvir> rushafi: হ্যা, আইডিয়া হয়তো আয়োজকদের সাথে শেয়ার করা যাবে।
[00:02] <rushafi> Wikitanvir: বেশি প্রস্তুতির কিন্তু দরকার নেই
[00:03] <rushafi> Wikitanvir: আমরা একটা pdf ভার্সন বানিয়ে ফেলতে পারি আজ রাতেই
[00:03] <rushafi> Wikitanvir: সেটা মেইল করে দিব
[00:03] <Wikitanvir> rushafi: কিন্তু ওনাদের প্ল্যান আছে কী না সেটাই প্রশ্ন। বেলায়েত ভাইয়ের সাথে ল্যাপটপ আছে। আপনি দিয়ে দেখতে পারেন।
[00:04] <rushafi> Wikitanvir: ভাইকে একটা মেইল করে দেখি তাহলে?
[00:04] <Wikitanvir> rushafi: খুব ভালো হয়। এ ফোর সাইজ রাইখেন। ফটোকপি করতে সুবিধা। ফন্ট ছোট করে দিয়েন। ছবি রাইখেন না। আর উইকির লোগোটা দিয়েনে।
[00:04] <rushafi> Wikitanvir: আচ্ছা
[00:05] <Wikitanvir> এ পেজেই আটাইয়েন। সঙ্গে আইআরসির লিঙ্কটা দিতে পারেন। এবং ঐ লিঙ্ক ছাড়াও একটা কপি মেইলে পাঠাইয়েন।
[00:05] <Wikitanvir> যদি লিঙ্ক ছাড়াই ছাপাতে চান তাহলে যেনো তা পারেন।
[00:05] <Wikitanvir> আর এই চ্যানেলের উপরে প্রশ্ন করার যে লিঙ্কটা আছে, সেটা দিয়ে দিতে পারলে বোধ হয় ভালো হয়।
[00:07] <rushafi> Wikitanvir: ফোন করেছিলাম বেলায়েত ভাইকে
[00:07] <rushafi> Wikitanvir: উনি পাঠাতে বললেন
[00:07] <Wikitanvir> আচ্ছা। খুব ভালো। দিয়ে দেন।
[00:08] <Wikitanvir> আপনার করা হলে, পিডিএফটা আমায় পাঠালে কৃতজ্ঞ থাকবো।
[00:08] <rushafi> অবশ্যি
[00:08] <Wikitanvir> rushafi: আমরা পরের আলোচনায় যাই, কী বলেন?
[00:08] <rushafi> হ্যাঁ
[00:09] <Wikitanvir> বাংলা উইকিপিডিয়ার আগামী ছয়মাস বা ১ বছরের জন্য আলোচনার লক্ষ্য ঠিক করা।
[00:09] <Wikitanvir> আপনাদের মতামত দিন।
[00:09] <abul> how r u motivating the participants in your seminars?
[00:10] <Wikitanvir> abul: আমরা তাদেরকে জানানোর জন্য ব্লগ লিখি, এবং ব্যক্তিগতভাবে বলি।
[00:11] <Wikitanvir> abul: নতুন ব্যবহারকারীদের সাথেও আমরা সহযোগিতামূলক আচরণ করি যেনো তাঁরা কাজ করে আন্দন্দ পান ও কমফোর্ট ফিল করেন্
[00:11] <rushafi> abul: আমদের স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলোতে কিছু ওয়ার্কশপ আয়োজনের চেষ্টা করা উচিত
[00:12] <rushafi> কারন তাদের উৎসাহ বেশি থাকে
[00:12] <rushafi> তাছাড়া তারা তাদের নিজেদের পড়াশুনার বিষয় নিয়ে সহজে লিখতে পারবে
[00:12] <abul> i thought give them a sort of inspirational awards like "best bn wikipedia editor of the month"
[00:13] <Wikitanvir> abul: হু পরামর্শটা কাজের।
[00:13] <Wikitanvir> rushafi: বেলায়েত ভাইয়ের সাথে সে ব্যাপারে কথা হয়েছে। আমার ইউনিভার্সিটিতে একটা ওয়ার্কশপ করার চিন্তা আছে। তবে একটু সময় লাগবে।
[00:13] <Wikitanvir> rushafi: নতুন ব্যাচ আসুক, তারপর সময় বুঝে।
[00:14] <abul> or some motivational honors from prominent personalities like Dr Md Zafar Iqbal Dr Kaykobad
[00:15] <Moshfeqa> kono controversial article niye discuss korlei shobai edit korar interest pabe
[00:15] <Wikitanvir> abul: সেটা ভালো। কিন্তু সংগঠন যেমন: উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে করলে সেটা কার্যকর বেশি হতে পারে।
[00:15] <abul> may be in a rush or quick time you will get a lot of response from the people of bangladesh that they jump to the idea of editing in wikipedias
[00:15] <Wikitanvir> Moshfeqa: ব্যাপারটা খুব নৈতিক হবে না। কান কেটে যাত্রা ভঙ্গের মতো হবে।
[00:16] <Moshfeqa> na bolchilum noitik issue te
[00:16] <Wikitanvir> abul: আপনার আইডিয়া অ্যাপ্রিশিয়েট করছি। আমার নিজেরও এরকম ইচ্ছা আছে।
[00:16] <Wikitanvir> Moshfeqa: একটু ব্যাখ্যা করুন তো।
[00:17] <Wikitanvir> rushafi: আপনি কী চীটশিট করতে চলে গেলেন?
[00:17] <Moshfeqa> jemon golam azom er baparta niye blog e lekhar por onek response pawoa geslo
[00:17] <Wikitanvir> Moshfeqa: ধরতে পারছি আপনার কথাটা। তবে সেটা উইকিতে না করে ব্লগে করাটাই বেটার। তাই না?
[00:17] <rushafi> Wikitanvir: নাহ এখনো যাইনি
[00:18] <Wikitanvir> rushafi: চালান, একা তো হিমশিম খাচ্ছি।
[00:18] <Moshfeqa> mane jokhon amra university level e promote korbe tokhon ekta motivating factor to lagbe
[00:18] <Wikitanvir> Moshfeqa: আমার মনে হয় দেশাত্ববোধ ও ভাষার প্রতি মমত্বটা কাজে লাগাতে হবে।
[00:19] <rushafi> Moshfeqa: কন্ট্রোভার্সিয়াল ব্যাপার দিয়ে শুরু করাটা একটু কেমন যেন
[00:19] <Wikitanvir> Moshfeqa: নইলে যে এডিটিং আসবে তাতে ভ্যান্ডালিজম হতে পারে বেশি।
[00:19] <rushafi> Moshfeqa: মোটিভেশন বাড়ানোর কিন্তু আরও উপায় আছে
[00:20] <Wikitanvir> Moshfeqa: কারণ আসলাম, একটা কিছু এডিট করে যাই, কিন্তু সেটা কেমন হচ্ছে, তা দেখার দিকে লোক থাকবে না।
[00:20] <rushafi> Moshfeqa: ধরা যাক আমরা একটা কলেজে ওয়ার্কশপ করছি
[00:20] <Wikitanvir> Moshfeqa: আপনি থামবেন না। বলতে থাকুন। আমরা বিরোধিতা করছি না। সবাই মত দিচ্ছি।
[00:20] <Moshfeqa> na university level er manushjonke ektu boost korar jonno,thats it.noile manush workshop seshe bashay jeye vule jay
[00:21] <Wikitanvir> Moshfeqa: তা ঠিক। ধরে রাখতে ভালো মোটিভেশনের দরকার।
[00:21] <Moshfeqa> tobe apnara ja bolchen sheta asholei wikipedian der adorshogoto obosthan
[00:21] <Moshfeqa> ke chinta kore
[00:22] <Wikitanvir> rushafi: আমার মনে হয়; ওয়ার্কশপ মোটিভেশনের মধ্যে সেভাবে আসে না। মোটিভেশনের জন্য সুন্দর করে বেলার ও মোটিভেট করার ক্ষমতা থাকতে হয়।
[00:22] <Wikitanvir> rushafi: আর সেটা থাকলে ব্যক্তিগতভাবেও মোটিভেট করা যায়।
[00:22] <rushafi> Wikitanvir: হ্যাঁ
[00:22] <Moshfeqa> ji
[00:22] <Wikitanvir> Moshfeqa: আপনি বুঝতে পারছেন, সে জন্য ধন্যবাদ।
[00:23] <rushafi> Wikitanvir: এর সাথে ভালো কন্টেন্ট নির্বাচন করাও জরুরি
[00:23] <Wikitanvir> আচ্ছা আমাদের আলোচনার বিষয় ছিলো কিন্তু বাংলা উইকিপিডিয়ার আগামী ছয়মাস /১ বছরের জন্য লক্ষ্য।
[00:23] <Wikitanvir> সেটা নিয়ে মত দিন।
[00:23] <Wikitanvir> rushafi: একমত।
[00:24] <Moshfeqa> chotoder jiggasha kora jay tumi emon ekta jinish bolo ja tomar khub jante iccha koreche kintu tumi khuje paoni tarpor direct wiki te dekhano jay
[00:24] <Wikitanvir> Moshfeqa: উইকির সংগ্রহ কিন্তু অতোটা রিচ নয়।
[00:24] <Moshfeqa> englishta
[00:24] <Wikitanvir> Moshfeqa: হ্যাঁ, তা আপনি পাবেন ইনশাল্লাহ।
[00:25] <rushafi> Wikitanvir: তখন তাকে দেখানো যেতে পারে যে সে ইচ্ছা করলে এখনই সেই বিষয়ের উপর একটা নিবন্ধ খুলতে পারে
[00:25] <Wikitanvir> rushafi: yes
[00:25] <rushafi> বাংলা উইকিতে
[00:25] <rushafi> তাহলে মজা পাবে
[00:25] <Moshfeqa> ashole ground level shobcheye beshi agroho pabe
[00:25] <Wikitanvir> rushafi: specific subject please.
[00:26] <rushafi> আচ্ছা
[00:26] <Wikitanvir> Moshfeqa: তা ঠিক। এটা সবসময়ই অ্যাপ্রিশিয়েটেড।
[00:26] <rushafi> আমাদের লক্ষ্য নিয়ে কথা হচ্ছিল
[00:26] <Moshfeqa> tahole ekta valo pipeline create hobe
[00:26] <Wikitanvir> Moshfeqa: বাংলা উইকির আগামী ৬ মাস বা ১ বছরের লক্ষ্য কী হতে পারে বলে আপনি মনে করেন?
[00:26] <Moshfeqa> kichu schoole workshop kora jay easily
[00:27] <rushafi> current agenda: Discussion on fix a certain goal for Wikipedia for next six months or a year.
[00:27] <rushafi> আমরা সবাই একটা করে বলতে পারি
[00:27] <rushafi> আমি শুরু করি
[00:28] <Wikitanvir> আমার রাগিব ভাইয়ের একটা টার্গেট মাথায় আসছে- ১০০০ ভালো নিবন্ধ তৈরি। তবে সেটা একবছরের মধ্যে ছিলো না।
[00:28] <rushafi> ১। আমরা কিছু নিবন্ধ, যেসব আমাদের দেশকে জানার জন্য দরকার, সেগুলোর একটা তালিকা করে সেগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করতে পারি
[00:28] <Wikitanvir> আমার লক্ষ্য প্রকল্প পাতাগুলো শেষ করা। প্রয়োজনীয় টেমপ্লেট তৈরি করা।
[00:28] <rushafi> ফিচারড বা এর কাছাকাছি মানে নেয়ার চেষ্টা
[00:28] <rushafi> *ফিচার্ড
[00:29] <Wikitanvir> এবং সাহায্য পাতাগুলি ও টিউটোরিয়াল সম্পূর্ণ শেষ করা।
[00:29] <rushafi> Wikitanvir: এটা আসলে ১/২ মাসের মধ্যে করতে হবে
[00:29] <Wikitanvir> rushafi: ফিচার্ড আর্টিকল লিখতে অনেককে দরকার। এবং ধৈর্য ধরে কাজ করা দরকার। লোক আমাদের কম।
[00:29] <rushafi> Wikitanvir: লোক বাড়বে ধীরে ধীরে
[00:29] <Wikitanvir> rushafi: ভালো নিবন্ধগুলোকে চেষ্টা করলে ফিচার্ড সহজেই বানানো যায়। যেমন: ভারত
[00:30] <rushafi> ভারত পরের কথা
[00:30] <Wikitanvir> rushafi: আরেকটা আছে: চর্যাপদ।
[00:30] <rushafi> আমাদের ইতিহাস বিষয়ক অনেক নিবন্ধের অবস্থা এখনো ভালো না
[00:30] <Wikitanvir> rushafi: না আমি বলছিলাম মাত্র। এটা এখন মনোনয়নে আছে তো, তাই।
[00:30] <rushafi> Wikitanvir: বুঝেছি
[00:31] <Wikitanvir> rushafi: এ নিবন্ধগুলো ভালো হলে, উইকিপিডিয়ার গ্রহণযোগ্যতা বাড়তো।
[00:31] <Moshfeqa> jodi related subject er lokjoner help nea jay
[00:31] <Wikitanvir> rushafi: মানুষের আস্থাও বাড়তো।
[00:31] <rushafi> Wikitanvir: একটা Sticky Thread রাখতে পারলে ভালো হত
[00:31] == tarunno [i=710b27ba@gateway/web/freenode/x-ziarbafcatdpjfrb] has quit [Ping timeout: 180 seconds]
[00:31] <Wikitanvir> Moshfeqa: লোক থাকলেই না হতো। সমস্যা যে সব ঐ জায়গায়।
[00:31] <rushafi> যেখানে বেশি গুরুত্বপূর্ন কাজগুলোর তালিকা থাকবে
[00:32] <Wikitanvir> rushafi: আবশ্যকীয় নিবন্ধের তালিকা থাকবে?
[00:32] <Moshfeqa> ekta proper channel er through te help chaile
[00:32] <Wikitanvir> Moshfeqa: কোন হেল্পের কথা বলছেন?
[00:33] <Wikitanvir> rushafi: আপনি কোন তালিকার কথা বলছেন? আবশ্যকীয় নিবন্ধ?
[00:33] <Moshfeqa> specialized knowledge dorkar jekhane
[00:33] <rushafi> Wikitanvir: সেটা একটা
[00:33] <rushafi> এছাড়া কাজগুলোর তালিকা রাখা দরকার
[00:33] <Wikitanvir> rushafi: সেটা কিন্তু এখন আছেই। সবাই অনুরোধ যোগ করে অনেক বড়ো করেছেন। শেষ হয় নি।
[00:34] == tarunno [i=710b27ba@gateway/web/freenode/x-ittruwkkoczkfogl] has joined #wikimedia-bd
[00:34] <rushafi> Wikitanvir: হ্যাঁ আছে সেটা জানি
[00:34] <Wikitanvir> Moshfeqa: এরকম অনেক ব্যাপারেই জানা লোক দরকার কিন্তু পাওয়া যাচ্ছে না।
[00:35] <Wikitanvir> তবে ফিচার্ড আর্টিকেলের ব্যাপারে আমার মনে হয় ইংরেজি নিবন্ধ থেকে অনুবাদ শুরু করলেই হয়।
[00:35] <rushafi> হুম
[00:35] <Wikitanvir> বাংলাদেশ সম্পর্কিত বেশ কিছু আর্টিকল সেখানে ফিচার্ড কিন্তু বাংলায় না।
[00:35] <rushafi> Wikitanvir: আমরা কিন্তু আবারও মূল আলোচনা থেকে সরে গিয়েছি
[00:35] <Wikitanvir> rushafi: তা ঠিক, সরি।
[00:35] <rushafi> Wikitanvir: কথা হচ্ছিল কি কি লক্ষ্য হতে পারে
[00:36] <Moshfeqa> na jodi personally wikimediar pokkho theke,related educational institutegulake approach kora jay
[00:36] <Wikitanvir> আচ্ছা আমরা তো মতামত দিলাম; কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য মনে হচ্ছে কোনগুলো?
[00:36] <Moshfeqa> formal
[00:36] <Moshfeqa> jegulo asholey bastobayonjoggo
[00:37] <Wikitanvir> Moshfeqa: সেগুলো প্রচারণার মধ্যে পড়ে আর সেগুলোর জন্য সরাসরি খাটার মতো লোক দরকার। আমাদের লোকের অভাব রয়েছে। আপাতত তাই মেইনলি ভার্চুয়ালি দেখতে হচ্ছে।
[00:38] <rushafi> Moshfeqa: উইকিপিডিয়া কিন্তু কোন ইন্সটিটিউশনকে এভাবে অ্যাপ্রোচ করেনা
[00:38] <rushafi> যতদূর জানি
[00:38] <Wikitanvir> Moshfeqa: হু। উইকিপিডিয়া মানুষকে করে। ইন্সটিটিউশনে অনেক কে পাওয়া যায়, তাই ক্যাম্পেইন করা হয়।
[00:39] <rushafi> বিশেষজ্ঞদের দিয়ে লেখানো উইকির নীতি না
[00:39] <Wikitanvir> rushafi: তবে প্রয়োজন হলে, উইকিপ্রকল্প কোনো বিশেষজ্ঞকে হায়ার করতে পারে।
[00:39] <Wikitanvir> rushafi: ইংরেজি উইকিতে এটা আছে।
[00:40] <Wikitanvir> rushafi: লাস্টের দুটো নিয়ে মনে হয় আজকে আলোচনা করা নিষ্ফল; অভিজ্ঞ কেউ নেই।
[00:40] <rushafi> Wikitanvir: উইকিপ্রকল্প যেনো কোনটা?
[00:41] <Wikitanvir> rushafi: বিষয়ভিত্তিক। সম্প্রদায়ের প্রবেশদ্বার পাতার শেষে লিঙ্ক আছে। দেখলেই বলার থেকে ভালো বুঝবেন।
[00:42] <Wikitanvir> rushafi: সহায়তামূলক কর্মকাণ্ড অংশে দেখুন।
[00:42] <rushafi> Wikitanvir: আচ্ছা
[00:43] <rushafi> Wikitanvir: বাইলস নিয়ে আজকে আলোচনা করে লাভ নেই
[00:43] <rushafi> বাকি থাকে উইকিআড্ডা
[00:43] <Wikitanvir> rushafi: সেটা তো বেলায়েত ভাইয়ের ওপর, উনি যখন নেই।
[00:43] <Wikitanvir> rushafi: আজকে ও দুটো তাই বাদ থাক।
[00:44] <rushafi> আমরা দেখতে পারি এখানে যারা আছেন তাদের কতজন আগ্রহী
[00:44] <tarunno> ইয়ে, ব্রাউজার ক্রাশ করায় কিছুটা মিস করেছি মনে হয়
[00:44] <rushafi> tarunno: তারুন্য ভাই কি আসবেন?
[00:44] == Moshfeqa [i=7512e71e@gateway/web/freenode/x-pdlnvzzsrxesmrgk] has quit ["Page closed"]
[00:44] <tarunno> লক্ষ্যের ব্যাপারে কি সিদ্ধানত্ হল?
[00:44] <Wikitanvir> tarunno: সমস্যা নেই। মিটিং লগ দেখে নিয়েন।
[00:44] <tarunno> ওকে
[00:45] <tarunno> সুযোগ হলে অবশ্যই আসব
[00:45] <rushafi> লক্ষ্যের ব্যাপারে আসলে তেমন কোন সিদ্বান্ত হয়নি
[00:45] <Wikitanvir> আপনারা উইকি আড্ডায় আসার ব্যাপারে কতোজন আগ্রহী রেসপন্স করুন।
[00:45] <Wikitanvir> আমি আগ্রহী। তবে পরীক্ষা আছে সামনে। সেমিস্টার ফাইনাল। তুবও পারবো আশা রাখি।
[00:45] <tarunno> হাত তুলেছি।
[00:46] <Wikitanvir> rushafi: আপনিও তো আছেন, তাই না?
[00:49] <rushafi> আচ্ছা আজকের মিটিং তাহলে এপর্যন্তই
[00:49] <abul> good luck
[00:50] <rushafi> এটার সারসংক্ষেপ এবং আপলোড করে দেওয়া হবে এখানে
[00:50] <rushafi> http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh/Online_Meeting_2009-10-01
[00:50] <rushafi> যারা অংশগ্রহন করেছেন সবাইকে ধন্যবাদ
[00:50] <LKabir> ধন্যবাদ
[00:50] <rushafi> *এবং লগ