Wikimedia Bangladesh/Online Meeting 2010-01-07
This is the log for the meeting at #wikimedia-bd at 16:00 GMT/UTC and 23:00 BDT on January 7, 2010.
Participants
editবর্তমান সভার সিদ্ধান্তসমূহ
editআলোচ্য বিষয়
edit- উইকিমিডিয়া বাংলাদেশের প্রাতিষ্ঠানিক রূপ লাভ বিষয়ক আলোচনা।
- অনলাইন আইআরসি মিটিং এক বা দুই মাস অন্তর করার সিদ্ধান্ত নিতে আলোচনা।
- উইকিপিডিয়া সরাসরি আড্ডা।
- আসন্ন (ফেব্রুয়ারিতে) বেসিস সফট এক্সপোতে, উইকিপিডিয়ার অফলাইন ভার্সন শুভেচ্ছামূল্যের বিনিময়ে, সিডি/ডিভিডি/পেনড্রাইভ-এর মাধ্যমে বিতরণ এর কোন ব্যবস্থা করা যায় কিনা।
- উপর্যুক্ত ইভেন্ট এ কারো মাধ্যমে উইকিরিডার এনে ডেমো দেখানো যেতে পারে।
- উইকিযুদ্ধে উইকিমিডিয়া বাংলাদেশ কিভাবে সাহায্য করতে পারে?
Meeting log
edit[23:14] <wikitanvir> bellayet: Ragib maktrix|stalled goutam এখন মনে হয় শুরু করা যায়.....
[23:14] <Ragib> "১) উইকিমিডিয়া বাংলাদেশের প্রাতিষ্ঠানিক রূপ লাভ বিষয়ক আলোচনা।"
[23:14] <Ragib> এটার জন্য কী কী কাজ বাকি তার তালিকা কি বেলায়েত একটু বলতে পারবে?
[23:15] <@bellayet> আমি রাগিব ভাইকে একটু কুইক উত্তর দিয়ে নেই
[23:16] <wikitanvir> bellayet: এটা আমাদের এজেন্ডারই অংশ ধীরে সুস্থে উত্তর দেন.... :)
[23:16] <@bellayet> আমরা বেশ কয়েকজন এগ্রি করেছি এটা করা দরকার
[23:16] <@bellayet> কিন্তু এর জন্য আমাদেরকে রেজিষ্ট্রেশন করতে হবে
[23:17] <@bellayet> আর তার জন্য দরকার হবে গঠণতন্ত্র এবং টাকা
[23:17] <@bellayet> গঠণতন্ত্রের একটি খসড়া যা আপনিসহ সবাই দেখেছেন
[23:17] <@bellayet> তবে
[23:17] <@bellayet> প্রাথমিক ভাবে টাকা যোগাড় করার জন্য প্রস্তাব ছিক্ল
[23:17] <@bellayet> ছিল
[23:18] <@bellayet> আমরা সদস্য নেওয়া শুরু করবো
[23:18] <@bellayet> এবং আমার এবং ম্যাকের প্রস্তাব ছিল বছরে ৩০০০ টাকা দিয়ে আমরা সদস্য হবো
[23:19] <@bellayet> এর মধ্যে ১০০০ টাকা হল সাবস্ক্রিপশন ফি
[23:19] <@bellayet> এবং ২০০০ হল বছরের চাঁদা
[23:19] <@bellayet> যিনি এককালীন দিতে পারবেন না তার জন্য এই টাকার অংকটি হবে ২৪০০
[23:19] <@bellayet> কিন্তু এ প্রস্তাব করার পর অনেকেই সদস্য হওয়ার পথ থেকে সরে দাড়িয়েছেন
[23:20] <@bellayet> ফলে পুরো জিনিসটাই ঝুলে গেছে
[23:20] <@bellayet> টাকা হয়ে গেলে গঠনতন্ত্র রেডিমেড পাওয়া যায়...
[23:20] <@bellayet> maktrix|stalled: এ বিষয়ে আরও বলতে পারবেন
[23:21] <@bellayet> কারণ ওনার রেজিষ্ট্রেশনের অভিজ্ঞতা আছে
[23:21] <@bellayet> আর আমরা কিছু টাকা উত্তলন করেছি
[23:21] <@bellayet> ডোমেইনের জন্য
[23:21] <Ragib> !
[23:21] <@bellayet> এর মধ্যে অঙ্কুরের জামিল ভাই দিয়েছেন ১৫০০ টাকা
[23:21] <@bellayet> আর বাকি টা আমরা সবাই মিলে দিয়েছি
[23:21] <@bellayet> এই হল আপডেট
[23:22] <wikitanvir> Ragib: বলেন
[23:22] <@bellayet> #
[23:22] <Ragib> আমার মনে হয় বাংলা উইকির কর্মীদের অনেকেই ছাত্র, কাজেই
[23:22] <Ragib> টাকার অংক বেশি রাখলে সেখানে উৎসাহ কমে যাবে
[23:22] == nasirkhan_ [n=chatzill@114.130.27.37] has joined #wikimedia-bd
[23:22] <Ragib> তাই হাজারের ঘরে টাকার অংক না রাখাই ভালো।
[23:23] <Ragib> তবে টাকা লাগবে সেটা তো বটেই।
[23:23] <Ragib> আচ্ছা, এবার আমি চট করে অ্যাজেন্ডার সব অংশে কিছু মন্তব্য করে দিচ্ছি, আমাকে আর ৫ মিনিটের মধ্যেই বেরুতে হচ্ছে।
[23:23] <Ragib> ১) "# উইকিমিডিয়া বাংলাদেশের প্রাতিষ্ঠানিক রূপ লাভ বিষয়ক আলোচনা।"
[23:24] <Ragib> এটার জন্য exactly যা যা করা দরকার, একটা তালিকা করে রেখে দেয়া, যাতে সেটা দেখে প্রজেক্টের অগ্রগতি দেখা চলে। মেটাতে একটা পাতায় খুটিনাটি তালিকা করে ফেলা দরকার।
[23:24] <Ragib> "২) # অনলাইন আইআরসি মিটিং এক বা দুই মাস অন্তর করার সিদ্ধান্ত নিতে আলোচনা।"
[23:24] <Ragib> ২ মাস অনেক বেশি দীর্ঘ সময়, তার বদলে ১ মাস করা ভালো।
[23:24] <Ragib> ৩) "# উইকিপিডিয়া সরাসরি আড্ডা।"
[23:25] <Ragib> সরাসরি আড্ডার জন্য উপযুক্ত সময় ও স্থান বের করা ও মিডিয়া কনট্যাক্ট রাখা দরকার। কারণ আড্ডার সাথে সাথে সেটার পাবলিসিটি হওয়া ভালো। আড্ডাতে সবাই আমন্ত্রিত হলে (মানে উà¦
[23:26] <Ragib> "৪ # আসন্ন (ফেব্রুয়ারিতে) বেসিস সফট এক্সপোতে, উইকিপিডিয়ার অফলাইন ভার্সন শুভেচ্ছামূল্যের বিনিময়ে, সিডি/ডিভিডি/পেনড্রাইভ-এর মাধ্যমে বিতরণ এর কোন ব্যবস্থা করা যাà¦
[23:26] <wikitanvir> Ragib: আগের কমেন্ট পুরোটা আসেনি রাগিব ভাই।
[23:27] <Ragib> (৩ এর কমেন্ট) রাসরি আড্ডার জন্য উপযুক্ত সময় ও স্থান বের করা ও মিডিয়া কনট্যাক্ট রাখা দরকার। কারণ আড্ডার সাথে সাথে সেটার পাবলিসিটি হওয়া ভালো।
[23:27] <Ragib> (৩ এর কমেন্ট) আড্ডাতে সবাই আমন্ত্রিত হলে (মানে উইকিপিডিয়া সম্পর্কে যারা আগ্রহী) আড্ডার জনসংখ্যা বাড়বে।
[23:27] <Ragib> "৪ # আসন্ন (ফেব্রুয়ারিতে) বেসিস সফট এক্সপোতে, উইকিপিডিয়ার অফলাইন ভার্সন শুভেচ্ছামূল্যের বিনিময়ে, সিডি/ডিভিডি/পেনড্রাইভ-এর মাধ্যমে বিতরণ এর কোন ব্যবস্থা করা যাà¦
[23:27] <Ragib> এটার জন্য বিডিওএসনের সাংগঠনিক সুবিধা নেয়া যেতে পারে, আগের সব বারে তো বিডিওএসএনই কাজটা করেছে, তাই না?
[23:28] <Ragib> ৫ # উপর্যুক্ত ইভেন্ট এ কারো মাধ্যমে উইকিরিডার এনে ডেমো দেখানো যেতে পারে। - আমার প্রস্তাব হলো, বাংলা উইকিপিডিয়াতে সম্পাদনার ব্যাপারে স্ক্রিন ক্যাপচার সহ একটা ভিডিও বà
[23:28] <Ragib> তার পরে সেটা ইউটিউবে দেয়া এবং ডেমো হিসাবে লাইভ না দেখিয়ে ভিডিওটা দেখানো
[23:29] <Ragib> ৬) # উইকিযুদ্ধে উইকিমিডিয়া বাংলাদেশ কিভাবে সাহায্য করতে পারে?
[23:29] == maktrix|stalled has changed nick to maktrix
[23:29] <Ragib> উইকিতে সম্পাদনা সম্পর্কে ওয়ার্কশপ চালানো, মুক্তিযুদ্ধ যাদুঘরকে তাদের ছবি কমন্সে দিতে উদ্বুদ্ধ ও সাহায্য করা, ইত্যাদি।
[23:29] <Ragib> আমার কথা শেষ, আলোচনা করুন।
[23:29] <Ragib> ##
[23:30] <wikitanvir> কারো কোনো প্রশ্ন?
[23:30] <goutam> চার নম্বরটা করতে পারলে খুব ভালো হয়। এতে বিষয়টা প্রচার পাবে যেমন, তেমনি অনেককে আগ্রহী করা যাবে
[23:31] <Ragib> !
[23:31] <wikitanvir> Ragib: বলেন
[23:31] <Ragib> @গৌতম, ৪ নম্বরে সম্ভবত ইংরেজি উইকির সিডির কথাই বলা হচ্ছিলো, ওখানে কিন্তু বাংলা উইকির সিডি বিতরন করা হয়নি
[23:31] <Ragib> কখনোই।
[23:31] <Ragib> কারণ বাংলা উইকির সিডি সংস্করণ আমরা এখনো বানাইনি
[23:32] <Ragib> ইংরেজি উইকির টা ডাউনলোড করা যায়, তাই ওটাই দেয়া চলে, ওটা ফিনিশড প্রডাক্ট।
[23:32] <Ragib> ##
[23:32] <wikitanvir> maktrix: কোনো প্রশ্ন?
[23:33] <wikitanvir> বেলায়েত ভাইয়ের নেটে সমস্যা তাই উনি বর্তমানে মিটিং-এ নেই।
[23:33] <wikitanvir> maktrix: আপনি আছেন ম্যাক ভাই?
[23:33] <wikitanvir> nasirkhan_: আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন....
[23:33] <maktrix> আমার কোন প্রশ্ন নেই
[23:34] <nasirkhan_> আমার ও প্রশ্ন নেই
[23:34] <wikitanvir> maktrix: চ্যাপ্টার গঠনের জন্য কি কি করা দরকার তার একটি তালিকা তৈরির কথা বললেন রাগিব ভাই....
[23:34] <wikitanvir> সেই তালিকাটা তৈরির ক্ষেত্রে পয়েন্ট আশা করছি সবার কাছ থেকে
[23:35] <wikitanvir> Ragib: রাগিবভাই কয়েকটা পয়েন্ট দিতে পারেন?
[23:35] <goutam> আমি এসব বিষয়ে কিছুই জানি না। সো, শুনেই যাই।
[23:35] <Ragib> এই তালিকাটা আসলে বেলায়েতই সবচেয়ে ভালো করতে পারবে, কারণ শুরু থেকেই এই বিষয়ের লজিস্টিক্স ও দেখছে
[23:36] <Ragib> যাহোক, আমি অফলাইন হচ্ছি, মিটিং এর আলোচনার ট্রান্সক্রিপ্ট পরে দেখে নেবো। শুভরাত্রি।
[23:36] == Ragib [i=458f21df@gateway/web/freenode/x-nzboodptwhcpqhge] has quit ["Page closed"]
[23:36] <wikitanvir> maktrix: ম্যাকভাই কোনো পরামর্শ?
[23:38] <wikitanvir> আচ্ছা এ ব্যাপারটা তাহলে পোস্টপোন্ড থাক
[23:38] <maktrix> wikitanvir: শুনুন
[23:38] <wikitanvir> maktrix: বলুন।
[23:39] <maktrix> রেজিষ্ট্রেশন করতে কি লাগে আমি তা অফলাইন মিটিং (ও সম্ভবত অনলাইন মিটিং এও) বলেছিলমা
[23:39] <maktrix> কিন্তু সে অনুযায়ী কাজ করা হয় নাই
[23:39] <maktrix> অতএব বলে লাভ নাই
[23:39] <maktrix> আসল যা দরকার তা হলো টাকা ও একজন লোক
[23:40] <maktrix> চেকলিষ্ট তো জয়েন্ট স্টক রেজিস্টার এর সাইটেই রয়েছে
[23:40] <maktrix> আম দুঃখিত এভাবে কথা বলার জন্য
[23:40] <maktrix> আমার কথা শেষ
[23:40] <maktrix> ##
[23:40] <wikitanvir> maktrix: না ঠিক আছে। আসলে তালিকা তৈরি করে রাখার কথা বলা হয়েছিলো। পরবর্তীতে সুযোগমতো সে অনুযায়ী কাজ করার জন্য।
[23:41] <wikitanvir> টাকা এবং জনবলের সমস্যা সম্পর্কে আমিও অবগত।
[23:41] == bellayet [n=chatzill@115.127.9.146] has quit [Read error: 110 (Connection timed out)]
[23:41] <wikitanvir> বেলায়েত ভাই যেহেতু নেই, তাই ব্যাপারটা আপাতত মুলতবি থাক।
[23:41] <wikitanvir> পরের বিষয় উইকিপিডিয়া মিটআপ। এ বিষয়ে মন্তব্য আসা করছি।
[23:42] <wikitanvir> কারো কি এ বিষয়ে কিছু বলার নেই? থাকলে ফ্লোর নিন...
[23:43] <maktrix> !
[23:43] <wikitanvir> maktrix: বলুন
[23:43] <maktrix> আগামী ফেব্রুয়ারী মাসে বই মেলায় একটি মিটআপ করার প্রস্তাবনা করছি
[23:43] <maktrix> ##
[23:43] <wikitanvir> +১
[23:43] <wikitanvir> অন্যরা মত দিন।
[23:44] <wikitanvir> goutam: nasirkhan_ আছেন?
[23:44] <goutam> ফেব্রুয়ারি মাসে মিটআপ করা যেতে পারে
[23:45] <wikitanvir> আচ্ছা প্রাথমিকভাবে তবে ফেব্রুয়ারিকে তবে টার্গেট রাখা হলো।
[23:46] <wikitanvir> এই মিটআপে কি কি বিষয় থাকতে পারে?
[23:46] <wikitanvir> সে বিষয়ে মত দিন। অর্থাৎ মিটআপের আলোচ্য বিষয়, কর্মসূচি ইত্যাদি....
[23:46] <maktrix> সেটা পরে মেইলিং লিস্টে করা যেতে পারে
[23:47] <wikitanvir> আমার একটা আইডিয়া আমি এখানে বলতে পারি?
[23:47] <goutam> আচ্ছা, এতো কিছু ঠিকঠাক না করে আমরা এমনিতেই মিটআপ করি না কেন?
[23:47] <goutam> বিষয়টাকে অনানুষ্ঠানিক রূপ দেয়া যায় না?
[23:47] <goutam> স্যরি, আমি অনেক কিছু জানি না। তাই এ কথাটা বললাম।
[23:47] <goutam> কিন্তু আমার মনে হয়
[23:47] <goutam> অনানুষ্ঠানিক মিটআপগুলো বেশি কার্যকর
[23:48] <wikitanvir> goutam: তাতে মিটআপটা আনুষ্ঠানিকতা পাবে না; সিরিয়াসনেস কমে যাবে। মিটআপ যতো না আমাদের জন্য তার থেকে এটা একটা প্রচারও বটে
[23:48] <goutam> তাই কি?
[23:48] <wikitanvir> goutam: আমরা একত্রিত হয়ে কথা বলার সাথে সাথে উইকিপিডিয়ার ব্যাপারটা আশেপাশে সংক্রমিত করি।
[23:49] <wikitanvir> তাই ব্যাপারটায় কিছু আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে।
[23:49] <wikitanvir> আচ্ছা আমার মতটা বলি।
[23:49] <wikitanvir> উইকিপিডিয়ার প্রচার ও চিটশিটের বিতরণের একটা ছোট প্রকল্প কি নেওয়া যায়? বিডিওএসএন এই কাজটা করে...
[23:49] <goutam> বলেন
[23:50] <wikitanvir> ওদের সাথে আমরাও কি ব্যাপারট করতে পারি? অর্থাৎ উইকিমিডিয়া বাংলাদেশ সামিল হতে পারে?
[23:50] <wikitanvir> ##
[23:50] <goutam> করলে তো ভালোই হয়
[23:50] <wikitanvir> maktrix: মতামত?
[23:50] == bellayet [n=chatzill@115.127.9.146] has joined #wikimedia-bd
[23:51] <bellayet> I am back
[23:51] <maktrix> wikitanvir: রাগিব ভাই যে পয়েন্ট গুলা বলে গেছেন সেগুলো নিয়ে আলোচনা করুন
[23:52] <maktrix> অনলাইন মিটিং কতদিন অন্তর করবেন
[23:52] <wikitanvir> এটা সম্ভবত এক মাস অন্তর
[23:53] <wikitanvir> আপনাদের কী মত?
[23:53] == mode/#wikimedia-bd [+o bellayet] by ChanServ
[23:53] <nasirkhan_> !
[23:53] <wikitanvir> nasirkhan_:
[23:53] <wikitanvir> nasirkhan_: বলুন।
[23:54] <nasirkhan_> ১ মাস অন্তর করা যেতে পারে। প্রয়োজন হলে মেইলিং লিস্টে আলোচনা করা যেতে পারে
[23:54] <nasirkhan_> বা নতুন তারিখ ঠিক করা যেতে পারে
[23:54] <maktrix> আমার মত এক মাস অন্তর, আর নাসির যেমন বললেন, প্রয়োজন হলে জরুরী মিটিং করা যেতে পারে
[23:54] <wikitanvir> +১ (এক মাস-এর পক্ষে)
[23:55] <nasirkhan_> আর সরাসরি স্বাক্ষাতের তারইক হিসাবে ফেব্রুয়ারীর প্রথম শুক্রবার করা যেতে পারে
[23:55] <@bellayet> +১
[23:55] <nasirkhan_> ##
[23:55] <maktrix> +১
[23:55] <wikitanvir> আমার মত আড্ডাটা বইমেলা যখন জমজমাট হবে তখন করি।
[23:55] <wikitanvir> সেটা ফেব্রুয়ারির মাঝামাঝি
[23:55] <wikitanvir> ##
[23:55] <nasirkhan_> !
[23:56] <wikitanvir> nasirkhan_: বলুন
[23:56] <nasirkhan_> আগে করার পক্ষে
[23:56] <nasirkhan_> বই মেলার ভেতরে আবার স্বাক্ষাত আয়েজন করা যেতে পারে
[23:56] <nasirkhan_> বই মেলা বিশেষ উপলক্ষ
[23:57] <nasirkhan_> আর প্রথমটি আমাদের নিয়মিত স্বাক্ষাত
[23:57] <nasirkhan_> ##
[23:57] <wikitanvir> মতামত?
[23:57] <wikitanvir> অন্যদের মতামত আশা করছি....
[23:57] <maktrix> নাসির সঠিক বলেছেন
[23:58] <wikitanvir> maktrix: nasirkhan_ তাহলে মিটআপ কী দুটো হবে?
[23:58] <nasirkhan_> আর প্রথম স্বাক্ষতে মেলাতে কি কি করা যেতে পারে সেটি নিয়েও আলোচনা করা যেতে পারে
[23:58] <@bellayet> !
[23:58] <maktrix> সঠিক
[23:58] <wikitanvir> bellayet: বলুন
[23:58] <@bellayet> ফেব্রুয়ারিতে অনেক গুলো ইভেন্ট রয়েছে
[23:59] <@bellayet> বেসিস সফটএক্সপো এবং বইমেলা
[23:59] <@bellayet> প্রথম সাক্ষাত কবে হলে
[00:00] <@bellayet> এ সব মিলিয়ে কিভাবে করা যায়
[00:00] <@bellayet> তা বিবেচনা করার অনুরোধ করছি
[00:00] <@bellayet> ##
[00:00] <wikitanvir> maktrix: nasirkhan_ পরামর্শ?
[00:01] <nasirkhan_> বই মেলা ১ থেকে শুরু , সফটএক্সপো ১০ থেকে পরবর্তী ৫-৭ দিন হবে
[00:01] <nasirkhan_> তাই আগে করা যেতে পারে
[00:01] <nasirkhan_> প্রথম শুক্রবার ৫ তারিখ
[00:01] <@bellayet> আমরা কি করবো তা যদি এখনই ঠিক করে ফেলা না যায় তাহলে অল্প দিনের মধ্যে সব গোছানো যাবে না বলে আমার মনে হয়
[00:02] <wikitanvir> ঠিক।
[00:02] <wikitanvir> তাছাড়া মিটআপে কি নিয়ে আলোচনা হবে, তা ঠিক এবং যে করবে তার গোছানোর ব্যাপার আছে।
[00:02] <maktrix> !
[00:02] <wikitanvir> maktrix: বলুন
[00:03] <maktrix> জানুয়ারীর শেষ বৃহস্পতিবার অনলাইন মিটিং করা যেতে পারে
[00:03] <maktrix> আর এর মধ্যে মেইলিং লিস্টি পজিটিভ আলোচনা করা যেতে পারে করণীয় নিয়ে
[00:03] <wikitanvir> +১
[00:03] <nasirkhan_> +১
[00:03] <maktrix> অতীব প্রয়োজন হলে ২০ তারিখ নাগাদ অনলাইন মিটিং টি করা যেতে পারে
[00:04] <wikitanvir> maktrix: আমার মনে হয় ৫ তারিখ মিটআপ হলে আট দিন্ আগে ২৯ তারিখে মিটিংটি যথেষ্ট
[00:05] <wikitanvir> যাহোক bellayet ভাই কোনো মতামত?
[00:05] <maktrix> সেটাই , তবে আমরা একদিন যে লিস্টে আলোচনার করবো তাতে প্রয়োজন দেখা দিলো
[00:05] <maktrix> এগিয়ে নেয়া যাবে, তাই বললাম
[00:05] <@bellayet> আমি আসলে আগের কমেন্টসগুলো পড়াতে ব্যস্ত ছিলাম
[00:05] <maktrix> তারপর বইমেলার প্রথম শুক্রবার ৫ তারিখ বইমেলার কোথাও মিটিং করা যাবে, বেসিস সফটএক্সপো নিয়ে
[00:06] <@bellayet> হ্যা অবশ্যই
[00:06] <maktrix> তারপর বেসিস সফটএক্সপো তে ১২ তারিখ শুক্রবার বইমেলায় কি করবো সেটির জন্য মিটাপ করা যাবে
[00:06] <@bellayet> তাহলে ফেব্রুয়ারি ৫ এ বইমেলা মিটআপ ঘোষণা করা হোক
[00:06] <wikitanvir> +১
[00:06] <maktrix> +১
[00:06] <@bellayet> +১
[00:07] <wikitanvir> আচ্ছা তাহলে বইমেলা মিটআপ ফেব্রুয়ারি ৫, ২০১০।
[00:07] <wikitanvir> এবার বেসিসের মিটআপটা কবে? মত দিন
[00:07] <@bellayet> maktrix: আসলে ১২ তারিখে টা হবে ২১শে ফেব্রুয়ারিতে কি করবো তা...তাই না?
[00:07] <@bellayet> :D
[00:08] <maktrix> হ্যাঁ
[00:08] <maktrix> বই মেলায় কি করবো তা এমাসে মেইলিং লিস্টে আলোচনা করে এমাসের শেষ শুক্রবারের অনলাইন মিটিং এ উপসংহার টানবো
[00:08] <@bellayet> আচ্ছা তাহলে বেসিস সফটএক্সপো মিট আপ হল ১২ তারিখ
[00:09] <wikitanvir> মত দিন সবাই। সমর্থন বা মতামত
[00:09] <@bellayet> কিন্তু এ দিন কি এক্সপোতে অনেক ভীর হবে না?
[00:09] <wikitanvir> +NC
[00:09] <@bellayet> বেশী ভীড় হলে সবাই ব্যস্ত থাকবে, মিটিং করবো কিভাবে??
[00:10] <wikitanvir> আমার মনে হয় ভীড় হলেও মানুষজনকে সেই সাথে ব্যাপারটা জানানো যাবে
[00:10] <wikitanvir> এটা একটা পজিটিভ সাইড
[00:10] <@bellayet> maktrix: কি বলেন, শুক্রবার শুরুর দিন, অনেক লোক আসবে...সামলানো যাবে কিভাবে?
[00:10] <nasirkhan_> এত ভাগ না করে এক দিনই আলোচনা করতে পারি
[00:10] <nasirkhan_> পরের দিন বেড়াতে যেতে পারি
[00:10] <@bellayet> nasirkhan_: এক দিনে আবার আলোচনা শেষ করা যাবে না
[00:11] <wikitanvir> bellayet: লম্বা মিটআপ করলে সম্ভব।
[00:11] <maktrix> হ্যাঁ
[00:11] <nasirkhan_> মেইলে আলোচনা শুরু করি
[00:11] <nasirkhan_> সীদ্ধান্ত হবে মিটআপে
[00:11] <maktrix> আমাদের মেইলে আরো একটু বেশী পজিটিভ হওয়া উচিত
[00:11] <@bellayet> wikitanvir: লম্বা মিটিং এ আবার বেশিক্ষণ মনোযোগ থাকে না
[00:11] <wikitanvir> আচ্ছা মিটআপ ও মিটআপের বিষয়সূচি মেইলিং লিস্টের জন্য তোলা থাকলো
[00:12] <@bellayet> maktrix: +1
[00:12] == goutam [i=771e2356@gateway/web/freenode/x-cqenmwxusyrxdwhr] has quit ["Page closed"]
[00:12] <wikitanvir> bellayet: রাখতে হবে। আমাদের যা হয় না তাই করতে হবে।
[00:12] <wikitanvir> +১
[00:13] <maktrix> রাগিভ ভাই এর পয়েন্ট গুলো নিয়ে আলোচনা সীমাবদ্ধ রাখুন
[00:13] <maktrix> সেটি আজকের মিটিং এর গাইডলািন
[00:13] <wikitanvir> মিটআপের বিস্তারিত মেইলং লিস্টের জন্য থাকলো।
[00:13] <@bellayet> আচ্ছা ঠিক আছে
[00:14] <maktrix> আচ্ছা
[00:14] <@bellayet> পড়ের টপিক?
[00:14] <wikitanvir> এখন যেটা বলবো, রাগিব ভাই বলেছিলেন ভি্ডিওর কথা। সেটার ব্যাপারে মত দিন।
[00:14] <wikitanvir> সরি ভিডিও টিউটোরিয়াল প্রেজেন্টেশন। সেটা তৈরি হবে কীভাবে....
[00:14] <maktrix> আমি এটাতে সাহায়্য করতে পারবো না, আসলে পারিনা
[00:15] <wikitanvir> অন্যদের মতামত?
[00:15] <@bellayet> আমি একটু পড়ে নেই...
[00:16] <@bellayet> ভিডিও টিউটোরিয়াল...
[00:16] <nasirkhan_> আমি কখনো করি নাই তবে চেষ্টা করলে পারবো
[00:16] <@bellayet> আমি একটা করেছিলাম, তাতে কাজ হলে ব্যবহার করা যেতে পারে
[00:17] <wikitanvir> বেলায়েত ভাইয়েরটা আমি দেখেছি। আমার মনে হয় ঐটা সাজিয়ে গুছিয়ে আরেকটু রিচ করা যেতে পারে।
[00:17] <@bellayet> এর চেয়ে ভাল কিছু আমাকে দিয়ে হবে না
[00:18] <@bellayet> আর এ টিউটোরিয়াল আসলে দেখানো হবে কোথায়??
[00:18] <wikitanvir> না আমি বলছিলাম প্রথমত আমরা ঠিক করবো ভিডিও টিউটোরিয়ালটিতে কি কি বিষয় থাকবে
[00:18] <wikitanvir> bellayet: তারপর সেগুলো ঢুকিয়ে বেলায়েতভাই পূর্ণাঙ্গ রূপ দেবেন।
[00:18] <@bellayet> দুঃখিত আমি ডিসকানেক্ট হয়ে যাওয়াতে বেশ অনেক কিছুই মিস করেছি
[00:18] == maktrix1 [n=mak@119.30.34.21] has joined #wikimedia-bd
[00:19] <wikitanvir> ভিডিওটি দেখানো হবে বেসিসের সফটএক্সপোতে
[00:19] <@bellayet> আমাকে দিয়ে এর চেয়ে বেশি কিছু হবে না...
[00:19] == maktrix1 [n=mak@119.30.34.21] has quit [Client Quit]
[00:19] <wikitanvir> রাগিবভাই বিডিওএসএনের সাংগঠনিক সুবিধা কাজে লাগিয়ে এটা করার চেষ্টা করতে বলেছিলেন
[00:19] <@bellayet> আর আমি জানুয়ারি এবং ফেব্রুয়ারি পুরোটাই বেশ ব্যস্ত
[00:20] == maktrix1 [n=mak@202.56.7.153] has joined #wikimedia-bd
[00:20] <wikitanvir> বিডিওএসএনের সাংগঠনিক সুবিধা কাজে লাগিয়ে এটা করার ব্যাপারে আপনাদের কারো কোনো মতামত আছে?
[00:21] <wikitanvir> মানে এটা কীভাবে করা যেতে পারে সেটা.... পরামর্শ থাকলে শেয়ার করুন
[00:21] <maktrix1> NC
[00:21] <wikitanvir> nasirkhan_: আপনার কোনো মতামত?
[00:21] <@bellayet> "বিডিওএসএনের সাংগঠনিক সুবিধা কাজে লাগিয়ে এটা করার" বিস্তারিত বলুন অনুগ্রহ করে
[00:21] <wikitanvir> bellayet: প্রথমত রাগিবভাই এটা বলেছিলেন, দ্বিতীয়ত...
[00:22] <wikitanvir> bellayet: বেসিস সফটএক্সপোতে বিডিওএসএন অংশ নিলে তাদের সাথে থেকে ব্যাপারটা প্রচারের সম্ভাবনা কতোটুকু?
[00:22] <wikitanvir> এবং করলে তা কীভাবে করা যায়.... ইত্যাদি।
[00:22] <@bellayet> বিডিওএসএন এটার প্রচার এমনিতেই করবে বলে আমার বিশ্বাস...
[00:22] <@bellayet> এটার বলতে উইকিপিডিয়ার
[00:22] <maktrix1> wikitanvir: কিসের প্রচারণা? বিডিওএসএন এমনিতে উইকিপিডিয়ার প্রচারণা করে থাকে,
[00:23] <@bellayet> maktrix আমিও একমত
[00:23] <nasirkhan_> বিডিওএসএন এর একটি স্টল থাকবে মেলাতে। সেখানে ইংরেজী উইকিপিডিয়ার ডিভিডি পাওয়া যাওয়ার কথা আর
[00:23] <wikitanvir> maktrix1: প্রচারণা আমাদের ভিডিও টিউটোরিয়ালটার। ওটা উপস্থাপন করার কথা বলছিলাম।
[00:23] <@bellayet> তারা এমনিতেই উইকিপিডিয়ার প্রচার করে থাকে
[00:23] <nasirkhan_> পোস্টারতো একনিতেই থাকে
[00:23] <maktrix1> এখন তাদের যদি আপনি আপনার সংগঠনের প্রচারণা করতে বলেন, সেটা অন্যায়। তারা সেটা কেন করবেন।
[00:24] <nasirkhan_> টিউটেরিয়ালটা কিভাবে সেখানে দেখানো যাবে সেটি মূল বিষয়
[00:24] <@bellayet> maktrix1: একমত
[00:24] <wikitanvir> maktrix1: আমি উইকিমিডিয়া বাংলাদেশের প্রচারণার কথা বলি নি।
[00:24] <maktrix1> wikitanvir: ভিডিও বানাতে পারলে, তাদের অনুরোধ করা যেতে পারে, চালানোর জন্য
[00:24] == maktrix [n=mak@119.30.34.30] has quit [Read error: 60 (Operation timed out)]
[00:24] <wikitanvir> maktrix1: সেটাই। আমার পয়েন্টও সেটাই।
[00:24] == maktrix1 has changed nick to maktrix
[00:25] <wikitanvir> ভিডিওটা বিডিওএসএন-এর মাধ্যমে উপস্থাপন করা।
[00:25] <maktrix> সেটা নিয়ে চিন্তার কিছু নাই
[00:25] <wikitanvir> এবং এজন্য একটা সুন্দর মানসম্মত ভিডিও তৈরি করা।
[00:25] <@bellayet> wikitanvir: ভিডিও তৈরি হলে প্রচারের জন্য চিন্তা করা লাগবে না বলেই আমার বিশ্বাস
[00:25] <maktrix> ভিডিও বানানো হোক, বানানো হলে তারা চালাবে আমার বিশ্বাস
[00:25] <maktrix> এত চিন্তার কিছু নাই
[00:25] <maktrix> আমি বিডিওএসএন প্রতিষ্ঠাতাদের একজন
[00:26] <wikitanvir> তাহলে এ বিষয়টি আপাতত ভিডিও তৈরি কেন্দ্রিক থাকলো। তাহলে ভিডিও তৈরি কীভাবে হবে তা নিয়ে বলুন
[00:26] <nasirkhan_> !
[00:26] <wikitanvir> nasirkhan_: বলুন
[00:27] <@bellayet> ভিডিও এর কন্টেন্ট ভাগ করে নেওয়া যেতে পারে, আমার যা করা আছে এর সাথে আর কি কি লাগবে তা যুক্ত করে দেওয়া যেতে পারে।
[00:27] <nasirkhan_> ১. বাংলা উইকিপিডিয়ায় তথ্য খোজা
[00:27] <nasirkhan_> ২. ফায়ারফক্সে অ্যাড করা
[00:27] <nasirkhan_> ৩. বাংলা ফন্ট ঠিক করা
[00:28] <nasirkhan_> ৪ নতুন নিবন্ধ তৈরী
[00:28] <nasirkhan_> ৫ সম্পাদানা করা
[00:28] <nasirkhan_> ৬ ব্যবহারকরী হিসাবে নিবন্ধন করা
[00:29] <nasirkhan_> ৭ সামম্প্রতিক পরিবর্তন সমুহ দেখা
[00:29] <@bellayet> আরে এগুলো দেখাবেন কিভাবে আর মেলায় এসে মানুষ দেখবে কিভাবে??
[00:29] <nasirkhan_> ৮ দরকারী কিছু লিংক ওপেন করে দেখা
[00:30] <@bellayet> মানুষের জন্য কি মুভি শো এর ব্যবস্থা থাকবে নাকি!!
[00:30] <nasirkhan_> চালানো থাকবো পরপর
[00:30] == maktrix has changed nick to maktrix|soothing
[00:30] <nasirkhan_> একটি পোস্টারে লিংক দেয়া থাকবে
[00:30] <@bellayet> অনুগ্রহ করে বাস্তবিক কোনো পয়েন্টে আসুন
[00:31] <wikitanvir> bellayet: আমার মনে হয় কয়েকটি বাদে প্রায় সবগুলোই বাস্তব।
[00:31] <@bellayet> মুভি একটার পর একটা চলতে থাকবে। সব মুভি উইকিপিডিয়ার চললে ওপেন সোর্সের মুভি চলবে কখন?
[00:31] <wikitanvir> ফায়ারফক্সে অ্যাড আর সাম্প্রতিক পরিবর্তন বাদে
[00:32] <@bellayet> আরে এতো সময় একজন দর্শক এক জায়গায় দাঁড়িয়ে থাকবে নাকি?
[00:32] == maktrix|soothing [n=mak@202.56.7.153] has quit ["ভাইসকল, আমার ছেলে ঘুম হতে উঠে গেছে আমি গেলাম। privile]
[00:32] <@bellayet> বিডিওএসএনই বা উইকিপিডিয়ার জন্য এতো সময় কিভাবে দেবে?
[00:33] <@bellayet> তাদের তো অন্যান্য কর্মকান্ডও আছে
[00:33] <@bellayet> ভিডিও দেখানো পুরো ব্যাপারটাই তো আমার কাছে অবাস্তবিক মনে হচ্ছে
[00:33] <@bellayet> জানি না আপনাদের কি মত
[00:33] <wikitanvir> তবে আপনি কী শুধু আপলোড করে দিতে বলছেন ইউটিউবে?
[00:33] <wikitanvir> আমরা শুধু লিংক প্রচার করবো?
[00:34] <wikitanvir> অন্তত লগ-ইন, সম্পাদনা করা আর কীভাবে সাহায্য পেতে হবে, তার উল্লেখ তো করতেই হবে
[00:35] <wikitanvir> মতামত দিন সবাই।
[00:35] <wikitanvir> কেউ কী আছেন?
[00:35] <wikitanvir> bellayet: nasirkhan_ ping
[00:36] <nasirkhan_> আর ইউটিউবে দেয়া থাকবে
[00:36] <nasirkhan_> বাংলা উইকির কোন পাতায় সবগুলির পরপর লিংক দেয়া থাকবে
[00:36] <wikitanvir> হ্যাঁ, সেটা দেওয়া যাবে।
[00:37] <nasirkhan_> আমরা সেই লিংটি প্রচার করবো
[00:37] <wikitanvir> তাছাড়া ভিডিওর একটা সিডি করে তা কী বিলি করা যায়, টোকেন মূলে?
[00:37] <nasirkhan_> আর মেলার আগে বলে দেয়া হবে ভিডিও টিউটোরিয়াল পাওয়া যাবে বিডিওএসএন এর স্টলে
[00:38] <wikitanvir> অবশ্য কেউ চাইলে সরাসরি পেনড্রাইভে দিয়ে দেওয়া যাবে
[00:38] <nasirkhan_> হ্যা এমন করা যেতে পরে
[00:38] <wikitanvir> bellayet: আছেন বেলায়েত ভাই?
[00:39] <wikitanvir> nasirkhan_: বেলায়েত ভাইয়ের আবার হয়তো নেট প্রবলেম...
[00:39] <wikitanvir> nasirkhan_সো আমরা দুইজন।
[00:40] <nasirkhan_> তবে কিছু ক্ষন অপেক্ষা করি
[00:41] <wikitanvir> nasirkhan_: হু।
[00:42] == bellayet_ [n=chatzill@115.127.9.146] has joined #wikimedia-bd
[00:42] <wikitanvir> bellayet: আসছেন তাহলে....
[00:43] <wikitanvir> nasirkhan_: আছেন?
[00:43] <wikitanvir> bellayet_: আছেন?
[00:44] <wikitanvir> bellayet_: nasirkhan_ কেউ কী নাই নাকি!
[00:47] <nasirkhan_> আমি আছি
[00:47] <wikitanvir> nasirkhan_: বেলায়েত ভাই আসছিলেন, আবার নাই।
[00:47] <nasirkhan_> wikitanvir: আমি আছি
[00:48] <wikitanvir> nasirkhan_: একটা পর্যন্ত দেখি। না হলে ইতি টানবো, কী বলেন?
[00:48] <nasirkhan_> আমরা ১টা পর্যন্ত অপেক্ষা করতে পারি
[00:48] <wikitanvir> nasirkhan_: ঠিক।
[00:48] <nasirkhan_> wikitanvir: ঠিক আছে
[00:49] <bellayet_> না না এখনই ইতি টানেন
[00:50] <bellayet_> আগামী ৫ আর ১২ ফেব্রুয়ারি এর মিট আপের ব্যাপারে বিস্তারিত মেইলিং লিস্টে আলোচনা করুন
[00:50] <bellayet_> বাকি বিষয়গুলো মেইলিং লিস্টেই আলোচনা করতে হবে কারণ আর কেউ আসবে বলে মনে হয় না
[00:50] <bellayet_> ফলে আর বসে থেকে লাভ নাই
[00:50] <wikitanvir> nasirkhan_: আপনার কী মত।
[00:51] <wikitanvir> আমি এখন ইতি টানার পক্ষে।
[00:51] <bellayet_> মেইলিং লিস্টেই আলোচনা করা যাবে কি কি করা যাবে কি করা যাবে না
[00:51] <nasirkhan_> শেষ করে দেয়া যায় আগকের মত
[00:51] <wikitanvir> তাহলে মিটিং-এ ইতি টানছি।
[00:51] <wikitanvir> বাদ বাকি মেইলিং লিস্টে হবে।
[00:52] <wikitanvir> সবাইকে শুভেচ্ছা, ও শুভ রাত্রি।