Wikimedia Blog/Drafts/Preparing for VisualEditor on all Wikipedias
bn
editসকল উইকিপিডিয়ার জন্য ভিজুয়াল এডিটর বাস্তবায়নের প্রস্তুতি
editগত কয়েক বছর যাবত পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়ন ও পরীক্ষা-নিরীক্ষার পর ভিজুয়ালএডিটর খুব শীঘ্রই প্রাথমিকভাবে সকল উইকিপিডিয়া ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ভিজুয়ালএডিটর হচ্ছে উইকিপিডিয়ায় সম্পাদনা করার জন্য একটি নতুন সম্পাদনা ইন্টারফেস যেখানে উইকিপিডিয়ায় সম্পাদনা করার জন্য সম্পাদকগণ ঠিক তেমন ভাবেই লেখাগুলো দেখবেন যেভাবে তাঁরা মূল নিবন্ধে লেখাগুলো দেখে থাকেন। সম্পূর্ণ নতুন প্রক্রিয়া ব্যবহার করে তৈরি এই সম্পাদনা ইন্টারফেসে সম্পাদনার সময় লেখার পরিবর্তনগুলো তাঁরা যেভাবে করবেন সঙ্গে সঙ্গে সেভাবেই দেখা যাবে, যা অনেকটা ওপেনঅফিস রাইটার বা মাইক্রোসফট ওয়ার্ডের মতো ওয়ার্ড প্রসেসরে কাজ করার মতো।
ভিজুয়ালএডিটরে জটিল উইকিমার্কআপ সম্পর্কে জানার প্রয়োজনীয়তা থাকে না, সুতরাং এর ফলে নতুন ও অভিজ্ঞ উভয়প্রকার ব্যবহারকারীর জন্যই উইকিপিডিয়ায় সম্পাদনা করাটি খুব সহজ হয়ে যায়। আমরা আশা করছি এর ফলে আরও অনেক নতুন ব্যবহারকারীর জন্য সম্পাদনার কাজটি উন্মুক্ত হবে এবং এই প্রচেষ্টা আরও অনেক ব্যবহারকারীকে নতুন করে শুরু করতে এবং তাঁদের সম্পাদনা চালিয়ে যেতে উৎসাহিত করবে।
জুলাই মাসের শুরুর দিকে আমরা ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধিত ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করি, পরে ঐ মাসেই আমরা এটি অনিবন্ধিত ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করে দিই, এবং কালক্রমে আরও কিছু উইকিপিডিয়ার জন্যও এটি উন্মুক্ত করা হয়। জুলাইয়ে ভিজুয়ালএডিটর উন্মুক্ত করার পর, আমরা ইংরেজি উইকিপিডিয়ার কিছু স্বয়ংক্রিয়ভাবে বাছাই করা করা নতুন ব্যবহারকারীর ওপর ভিজুয়ালএডিটর বিষয়ক একটি পরীক্ষা পরিচালনা করবো। পরীক্ষাটি শুরু হবে ১৭ জুন এবং এই পরীক্ষাকালীন সময়ে আমরা এই নতুন এডিটরটির ওপর ব্যবহারকারীদের প্রভাব পর্যবেক্ষণ করবো, তাঁদের মতামত শুনবো, এবং সমস্যাগুলো সমাধানে কাজ করবো।
পূর্বে ভিজ্যুয়ালএডিটরের ‘আলফা’ প্রোটোটাইপ শুধু তাঁরাই ব্যবহার করতে পারতেন যাঁরা নিবন্ধিত ছিলেন এবং ভিজুয়ালএডিটর সুবিধাটি ব্যবহারের অপশনটি চালু করেছিলেন। ২০১২ সালের ডিসেম্বর মাসে এটি প্রথম চালু হয়। তার পর থেকে এ বছরের এপ্রিল মাসের মধ্যে আরও ১৬টি ভাষার উইকিপিডিয়ায় এই পরীক্ষা কার্যক্রম বিস্তৃত হয়। আমরা আশা করছি এই সপ্তাহের শেষভাগ নাগাদ এটি বাকি উইকিপিডিয়াগুলোতেও চালু করে দেওয়া সম্ভব হবে। আলফা সংস্করণের সময় আমরা এই এডিটরটি সম্পর্কে অনেক মতামত পেয়েছি এবং আমরা তাঁদের সাহায্যের জন্য তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ইন্টারনেটে ভিজুয়াল এইচটিএমএল এডিটর আজকাল খুবই সহজলভ্য একটি বিষয় হলেও উইকিপিডিয়া ও এর সহযোগী প্রকল্পগুলোর জন্য এধরনের একটি সুবিধা চালু করার কতোগুলো সুনির্দিষ্ট চ্যালেঞ্জ ছিলো, কারণ আমাদের কিছু বিশেষ চাহিদা ছিলো যেগুলো মেটাতে হয়েছিলো এবং সেই সাথে সুবিধাটি আমাদের বর্তমান সফটওয়্যার মিডিয়াউইকির সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়াও বাঞ্ছনীয় ছিলো। পেছনের কাজ হিসেবে চিন্তা করলে ভিজুয়ালএডিটর বিশেষভাবে নির্ভর করে প্যারসয়েড-এর ওপর, যা মিডিয়াউইকির একটি জটিল সহযোগী সফটওয়্যার। প্যারসয়েডের মূল কাজ উইকিমার্কআপ ও এইচটিএমএল+আরডিএফএর মধ্যে একটি থেকে অন্যটায় অনুবাদ করা।
আপনার সাহায্য আমাদের প্রয়োজন!
editসাহায্য করার জন্য আপনি যা করতে পারেন: গত কয়েক মাসে আমরা আপনাকে ভিজুয়ালএডিটরের আলফা সংস্করণ পরীক্ষা করার আহবান জানিয়েছিলাম, এবং অনেকেই সেটা করেছেন। তারপর থেকে এটি তাৎপর্যপূর্ণভাবে পরিবর্তিত হয়েছে এবং সেজন্য আমরা আপনাকে এটি আবার পরীক্ষা করে দেখার অনুরোধ করছি। এটি খুবই জরুরী যে সামনে আর কয়েক সপ্তাহ সময়ের মধ্যে সবার জন্য এটি উন্মুক্ত করে দেওয়ার আগে আমরা যতোটা সম্ভব সমস্যা সমাধান করতে পারি ততোটা ভালো হয়। এটা ঠিক যে আমরা চেষ্টা করলেও হয়তো সব সমস্যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে সমাধান করা সম্ভব হবে না। তাই অনুগ্রহ করে ভিজুয়ালএডিটর চালু করুন (এটি আপনার পছন্দেই আছে, সম্পাদনা ট্যাবের মধ্যে। সেখানে গিয়ে ‘ভিজুয়ালএডিটর চালু করুন’ অপশনে ক্লিক করলেই হবে) এবং আপনার খুঁজে পাওয়া যে-কোনো প্রকার বাগ জমা দিন। আপনার আগে আগে পরীক্ষা করার অর্থই হচ্ছে আমরা আপনার জন্য আরও কার্যকর একটি ভিজুয়ালএডিটর এবং বাকি সবার জন্য একটি সুন্দর ও সাবলীল ডিপ্লয়মেন্ট নিশ্চিত করতে পারবো।
ফিলিপ ব্যুডেট, ডিরেক্টর, কমিউনিটি অ্যাডভোকেসি
জেমস ফরেস্টার, প্রোডাক্ট ম্যানেজার, ভিজ্যুয়ালএডিটর ও প্যারসয়েড
- কপিরাইট টীকা: ‘ভিজ্যুয়ালএডিটর লোগো’ উইকিমিডিয়া ফাউন্ডেশনের কপিরাইটকৃত এবং উইকিমিডিয়া কমন্স থেকে ব্যবহৃত। এই ফাইলটি উইকিমিডিয়া ফাউন্ডেশন বা এর যে-কোনো প্রকল্পের অফিসিয়াল লোগো বা প্রকল্প কর্তৃক ডিজাইনকৃত। উইকিমিডিয়ার লোগো ও ট্রেডমার্কসমূহ উইকিমিডিয়া ট্রেডমার্ক নীতি ও ভিজ্যুয়াল আইডেন্টিটি নির্দেশনার অন্তর্গত, তাই এটি ব্যবহারের জন্য অনুমতির প্রয়োজন হতে পারে।
de
editVorbereitungen für die Einführung des VisualEditors für alle Wikipedias
editNach jahrelanger Entwicklungsarbeit und Tests wird der VisualEditor, das neue Interface zur Bearbeitung von Wikipediaseiten, demnächst als “Beta” allen Benutzern zur Verfügung gestellt. Die erlaubt Wikipediaautoren Artikeln visuell zu schreiben und zu bearbeiten. Dabei wird der Bearbeitungsmodus dem Lesemodus gleichen und die Veränderungen direkt anzeigen - ähnlich dem Schreiben in einem Textverarbeitungsprogramm.
Der VisualEditor vereinfacht die Mitarbeit für neue und regelmäßige Autoren, denn das Erlernen komplexer Wiki-Syntax entfällt. Wir hoffen, dass dies mehr Leuten die Möglichkeit zur Mitarbeit eröffnet und zusammen mit anderen Maßnahmen zu hörerer und langfristiger Beteiligung an den Projekten führt.
Gegenwärtig planen wir das Interface für alle eingeloggten Benutzer der englischsprachigen Wikipedia Anfang Juli freizuschalten, dies später im selben Monat auch allen anderen Benutzern des Projekts zu ermöglichen und dann auf die anderen Wikipediaversionen zu übertragen. Bereits vorab werden wir vom 17. Juni an auf der englischsprachigen Wikipedia einen Test mit zufällig ausgewählten neuen Benutzern, denen der VisualEditor zur Verfügung gestellt wird, durchführen. Dieses frühe Feedback soll uns ermöglichen den Einfluss des Interface auf neue Autoren besser zu verstehen und Probleme zu beheben.
Der “Alpha”-Prototyp, der auf der englischsprachigen Wikipedia im Dezember 2012 und im April 2013 für 16 weitere Sprachversionen freigegeben wurde, stand nur eingeloggten Benutzern zur Verfügung und wird Ende dieser Woche auf allen Wikipedien verfügbar sein. Die bisheringen Tester der Alphaversion haben uns zahlreiche wertvolle Hinweise und Verbesserungsvorschläge geliefert und dafür sind wir sehr dankbar.
Visuelle HTML-Textverarbeitungsprogramme sind mittlerweile der Standard im Internet, aber ein solches Programm für Wikipedia (und die Schwesterprojekte) zu schreiben ist dank der speziellen Ansprüche unserer Projekte und der Notwendigkeit, das Interface in Mediawiki zu integrieren, eine besondere Herausforderung. Der VisualEditor hängt hierbei von Parsoid ab, einem neuen und komplexen Stück Software für Mediaiwki, das zwischen Wikisyntax und HTML+RDFa übersetzt.
Wir brauchen deine Hilfe!
editWie du mithelfen kannst: In den letzten Monaten haben wir darum gebeten die Alphaversion des VisualEditors auszuprobieren und viele sind dieser Bitte gefolgt. Seitdem hat sich die Software deutlich verändert und deshalb bitten wir darum diese Tests fortzuführen. Es ist sehr wichtig, dass wir möglichst viele kritische Probleme am besten noch vor der Freischaltung für alle Interessierten beheben. Natürlich würden wir gern alle Probleme vorher lösen aber das ist vermutlich nicht machbar. Daher die Bitte, den VisualEditor auszuprobieren (er kann in den Einstellungen aktiviert werden) und Probleme auf der Feedbackseite zu melden. Eure frühzeitige Mithilfe ermöglicht es uns einen besseren VisualEditor für alle Benutzer zu entwickeln und freizugeben.
Philippe Beaudette, Director, Community Advocacy James Forrester, Product Manager, VisualEditor und Parsoid
- Copyrighthinweis: VisualEditor-logo der The Wikimedia Foundation, von Wikimedia Commons. Die Datei ist (oder enthält) eines der offiziellen Logos oder Designs, das von der Wikimedia Foundation oder eines ihrer Projekte genutzt wird. Die Nutzung von Wikimedialogos und Marken wird in der Wikimedia Markenrichtlinie sowie der Richtlinie zur visuellen Identität geregelt und kann unter Umständen eine Genehmigung erfordern.
es
editPreparativos para la implementación de VisualEditor en todas las Wikipedias
editLuego de varios años de desarrollo y pruebas, VisualEditor, la nueva interfaz visual para editar las páginas de Wikipedia, pronto estará disponible en su versión "beta" para todos los usuarios.
Esto permitirá a los editores de Wikipedia crear y modificar artículos visualmente, utilizando un nuevo sistema en el que los artículos que editan se verán igual que los artículos que se muestran para su lectura y los cambios aparecen al mismo tiempo que se los va realizando -como escribir un documento en un procesador de textos.
El editor visual elimina la necesidad de aprender la compleja sintaxis wiki, simplificando la edición tanto para editores nuevos y experimentados. Esperamos que esto abrirá la edición de artículos a más personas y junto a otros esfuerzos animará a más editores a empezar y continuar contribuyendo.
Planeamos habilitar VisualEditor para todos los usuarios registrados de Wikipedia en Inglés a principios de julio, para después extenderlo también a usuarios no registrados, así como a Wikipedias en otros idiomas. Antes del lanzamiento de VisualEditor en julio, a partir del 17 de junio, se realizarán pruebas en cuentas nuevas en Wikipedia en inglés seleccionadas aleatoriamente. Durante este periodo de pruebas, estaremos monitoreando el impacto en los usuarios, a través de retroalimentación y solucionado algunos problemas.
El prototipo “alfa” estuvo previamente disponible sólo para usuarios registrados que optaron por probar VisualEditor. Primero en Wikipedia en inglés en diciembre de 2012, extendiéndose a 16 lenguajes en abril de 2013, y estará disponible en todas las demás Wikipedias al final de ésta semana. Muchos comentarios valiosos fueron proporcionados por los usuarios que probaron la versión alfa, a quienes agradecemos por su ayuda.
Los editores visuales HTML son comunes actualmente en la Web, pero desarrollar uno para Wikipedia (y sus proyectos hermanos) ha sido todo un desafío en sí mismo, debido a nuestros requerimientos especializados y a la necesidad de integrarlo con nuestro software existente, MediaWiki. Detrás de escenas, VisualEditor depende en gran medida de Parsoid, un nuevo componente de software complejo para MediaWiki que realiza traducciones entre el formato wiki y HTML+RDFa.
Necesitamos ayuda!
editQué puedes hacer para ayudar: En los últimos meses, les hemos pedido probar la versión alfa de VisualEditor, y muchos lo hicieron. Desde entonces, se han realizado cambios importantes, por lo que les pedimos que lo prueben nuevamente. Es muy importante que corrijamos tantos aspectos críticos como sea posible antes de su implementación que estará disponible para todo el mundo en unas pocas semanas — desde luego nos gustaría poder solucionarlos todos, pero tal vez no sea posible. Por favor, habilita la opción VisualEditor (se encuentra en la página de preferencias, en la sección edición — selecciona la casilla “Activar el editor visual”) y reporta cualquier falla que encuentres. Las pruebas tempranas que se realicen nos permitirán asegurar un mejor VisualEditor y una implementación más suave para todos.
Philippe Beaudette, Director, Defensa de la Comunidad James Forrester, Productor en Jefe, VisualEditor y Parsoid
- Notas sobre Copyright: "VisualEditor-logo" por The Wikimedia Foundation, en Wikimedia Commons. Este archivo es (o incluye) uno de los logotipos oficiales o diseños utilizados por la Fundación Wikimediao por alguno de sus proyectos. El uso de los logotipos de Wikimedia y sus marcas registradas está sujeto a las políticas sobre marcas registradas y a la guía de identidad visual de Wikimedia y puede requerir autorización.