উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন/২০২২/সম্প্রদায়ের ভোট/নির্বাচনী কম্পাস

This page is a translated version of the page Wikimedia Foundation elections/2022/Community Voting/Election Compass and the translation is 97% complete.


ট্রাস্টি বোর্ড নির্বাচনে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। ট্রাস্টি বোর্ডের নির্বাচনে এবার মোট ৬ জন প্রার্থী রয়েছেন এবং মাত্র দুটো খালি আসন রয়েছে।

সম্প্রদায়ের সদস্যদের নির্বাচনী প্রক্রিয়ায় সাহায্য করার জন্য একটি নির্বাচন কম্পাস তৈরি করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশেই যোগ্য প্রার্থী (অথবা দল) নির্বাচন প্রক্রিয়ার সময় ভোটারদের সহায়তার জন্য "ভোটিং অ্যাডভাইস অ্যাপ্লিকেশন" (বা "নির্বাচনী কম্পাস") এর ব্যবহার খুবই সাধারণ একটি বিষয়। এই নির্বাচন কম্পাস সম্ভব হয়েছে "ওপেন ইলেকশন কম্পাস" নামের একটি স্বেচ্ছাসেবী প্রকল্পের কারণে, তাঁদের ধন্যবাদ।

নির্বাচন কম্পাস সম্পর্কিত কিছু সাধারণ প্রশ্ন

নির্বাচন কম্পাসটি কীভাবে তৈরি করা হলো?

ট্রাস্টি বোর্ডের বৃহত্তর পরিসীমায় মন্তব্যের প্রস্তাব রাখার জন্য সম্প্রদায়ের প্রত্যেক সদস্যকেই আমন্ত্রণ জানানো হয়। মন্তব্য প্রস্তাবের সময়সীমা শেষ হবার পর সম্প্রদায়ের সদস্যরা যেসকল মন্তব্য প্রার্থীদের আলাদা করবার জন্য এবং একইসাথে প্রার্থীদের দৃষ্টিভঙ্গি জানবার জন্য সবথেকে সহায়ক বলে মনে হয়, সেগুলোকে আপভোট করেন। নির্বাচন কমিটি এর ভেতর থেকে চূড়ান্ত ১৫টি মন্তব্য বাছাই করে। এই পাতায় প্রক্রিয়াটি সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে

৬ জন প্রার্থীর সকলকেই এই মন্তব্যগুলোর ভিত্তিতে তাঁদের অবস্থান জানাতে বলা হয়। তাঁদের জবাবগুলো পরবর্তীতে নির্বাচন কম্পাসে অন্তর্ভুক্ত করা হয়। সরঞ্জামটির প্রত্যেক ব্যবহারকারীই এই নির্বাচনে সম্প্রদায় যেসকল মন্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছে, সেগুলোর সাপেক্ষে প্রার্থীদের অবস্থান সহজেই দেখতে পারবে।

আমি কি এই সরঞ্জামটির ওপর আস্থা রাখতে পারি?

নির্বাচন কম্পাসটি "ওপেন ইলেকশন কম্পাস" নামের একটি মুক্ত উৎসের প্রকল্পের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যার উৎস কোড গণপ্রকাশিত। এই উৎসকোডে কোনো পরিবর্তন করা হয়নি। ২০২২ সালের জার্মান সংসদ নির্বাচনের মিডিয়া পাতার মতো স্থানগুলোতেও এই সরঞ্জাম ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে।

প্রাথীদের প্রতিক্রিয়া দেখবার অন্য কোনো উপায় আছে কি?

অবশ্যই, ৬ প্রার্থীর সমস্ত প্রতিক্রিয়াই সাধারণ ধারণা প্রাপ্তির উপযোগী ছক হিসেবে এবং মন্তব্যের ক্রমানুযায়ী বিন্যাসকৃত পূর্ণাঙ্গ আকারে মেটাতেও রয়েছে।

আমি সরঞ্জামটি আমার নিজের ভাষায় অনুবাদ করতে চাইǃ

আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটি চমৎকার ব্যাপার! সরঞ্জামটি এবার প্রথমবারের মতো ইংরেজির পাশাপাশি আরো ১৮টি ভাষায় উপলব্ধ থাকবে। যদি আপনার ভাষা এই ১৮টির ভেতর না থাকে, এবং আপনি আপনার নিজের ভাষায় সরঞ্জামটি নিয়ে আসতে চান, তাহলে ৩০ আগস্ট, ২০২২-এর ভেতর msg wikimedia.org মেইল ঠিকানায় যোগাযোগ করুন।

ইংরেজির পাশাপাশি যেসব ভাষা সরঞ্জামটি সমর্থন করে, সেগুলো হলোː আরবি (ar), বাংলা (bn), জার্মান (de), স্পেনীয় (es), ফরাসি (fr), হিন্দি (hi), ক্রোয়েশিয়ান (hr), ইন্দোনেশীয় (id), জাপানি (ja), কোরীয় (ko), পোলিশ (pl), পর্তুগীজ (pt-br), রুশ (ru), সার্বিয়ান (sr), সোয়াহিলি (sw), তুর্কী (tr), ইউক্রেনীয় (uk), এবং ম্যান্ডারিন চীনা (zh-han)।

Languages added since the start of the tool (that do not include translations of the answers of the candidates, but just interface + statements): Hungarian (hu), Malayalam (ml), Thai (th)

আমি কোথায় আমার প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারি?

আমরা এই সরঞ্জাম সম্পর্কে আপনার প্রতিক্রিয়া শুনতে প্রচণ্ড আগ্রহী। অনুগ্রহ করে এই আলোচনা পাতায় (যেকোনো ভাষায়) আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন অথবা msg wikimedia.org ঠিকানায় মেইল করুন।

প্রক্রিয়া এবং সময়রেখা

জুলাই ৮ - ২০: স্বেচ্ছাসেবকরা নির্বাচন কম্পাসের জন্য বিবৃতির প্রস্তাব রাখবে।
জুলাই ২১ - ২২: নির্বাচন কমিটি স্পষ্টতার জন্য বিবৃতিগুলির পর্যালোচনা করে এবং বিষয়বস্তুর বাইরের বিবৃতিগুলি সরিয়ে দেবে।
জুলাই ২৩ - আগস্ট ১: সম্প্রদায়ের সদস্যদের বিবৃতিতে ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে
আগস্ট ৪: নির্বাচন কমিটি শীর্ষ ১৫ বিবৃতি বেছে নেবে।
আগস্ট ৫ - ১২: প্রার্থীরা বিবৃতির সঙ্গে নিজেদের সারিবদ্ধ করবে।
আগস্ট ২৩: ভোটারদের জন্য নির্বাচনী কম্পাস খোলা হবে।