উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০১৩/ভোটার ই-মেইল
উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০১৩
প্রিয় $USERNAME,
আপনি ২০১৩ সালের উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচনগুলোতে ভোট দিতে পারবেন, উইকিমিডিয়া ফাউন্ডেশন উইকিপিডিয়ার মতো প্রকল্প সমূহ পরিচালনা করে থাকে। আপনি নিম্নোক্ত পদসমূহের জন্য প্রার্থীদের ভোট প্রদান করতে পারবেন:
ট্রাস্টি বোর্ড
ট্রাস্টি বোর্ড হলো নীতি নির্ধারণী সেই কমিটি যার উপর দীর্ঘমেয়াদে ফাউন্ডেশনকে টিকিয়ে রাখার দায়িত্ব বর্তায়, তাই এর নির্বাচনে আমরা সবার বেশি বেশি অংশগ্রহন প্রত্যাশা করি। এবার তিনটি শূণ্য পদের জন্য নির্বাচন হচ্ছে।
অনুদান বিতরণ কমিটি (এফডিসি)
অনুদান বিতরণ কমিটি (এফডিসি) উইকিমিডিয়া আন্দোলনের তহবিল কীভাবে বিভিন্ন যোগ্য সহযোগী সংগঠনের মধ্যে বন্টন করা হবে সে ব্যাপারে সুপারিশ করে থাকে। এবারে দুটি পদের জন্য নির্বাচন হবে।
অনুদান বিতরণ কমিটি (এফডিসি) ওমবাড
এফডিসি ওমবাড এফডিসি প্রক্রিয়া সম্পর্কে অভিযোগ বা প্রতিক্রিয়া সংগ্রহ করে, ট্রাস্টি বোর্ডের অনুরোধক্রমে এসব অভিযোগের তদন্ত করে, এবং ট্রাস্টি বোর্ডের জন্য বাৎসরিক ভিত্তিতে এসব তদন্ত ও প্রতিক্রিয়া সমূহের সারসংক্ষেপ তৈরি করে। এবারে একটি শূন্যপদে নির্বাচন হবে।
ভোটিং প্রক্রিয়া ০০:০০ ইউটিসি জুন 8 থেকে ২৩:৫৯ ইউটিসি জুন ২২ পর্যন্ত চলবে। এ সংক্রান্ত আরো তথ্য পাওয়া যাবে এখানে: <https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Wikimedia_Foundation_elections_2013>। ভবিষ্যতে যদি আপনি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আর না পেতে চান তবে আপনার ব্যবহাকারী নাম যুক্ত করুন এখানে: <https://meta.wikimedia.org/wiki/Wikimedia_nomail_list>।