Wikimedia chapters/Reports/Wikimedia Bangladesh/2015/bn

কার্যক্রম প্রতিবেদন: ২০১৫

edit

মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে উইকিপিডিয়া স্কুল প্রোগ্রাম

edit

১লা আগস্ট, ২০১৫-এ ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে উইকিপিডিয়ার স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এই স্কুল প্রোগ্রামের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা উইকিপিডিয়া ও উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্প ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি এসব সঠিকভাবে ব্যবহারের উপায় সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ৬০-৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রদান করেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন স্যার। এই আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছে বিদ্যালয়ের সাংস্কিৃতিক ক্লাব ‘সংশপ্তক’। অনুষ্ঠানে উইকিমিডিয়ার পক্ষ থেকে আমি, তানভির মোর্শেদ, অঙ্কন ঘোষ, ইব্রাহিম মেরাজ ও আফিফা আফরিন উপস্থিত ছিলেন। এ ধরণের অনুষ্ঠান আরো নিয়মিত আয়োজন করা হবে যাতে উইকিপিডিয়া সম্পাদকদের পাশাপাশি এর পাঠক/ব্যবহারকারীও বৃদ্ধি পায়। এই আয়োজনের অন্যতম মূখ্য উদ্দেশ্য হলো ছোটদের মধ্যে উইকিপিডিয়া ব্যবহার জনপ্রিয়করণ :)

উইকিপিডিয়ার কর্মশালা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উইকি ক্লাবের অভিষেক

edit
কর্মশালায় অংশগ্রহণকারীগণ

শহীদ পুলিশ স্মৃতি বিদ্যালয়ে উইকিপিডিয়ার স্কুল প্রোগ্রাম

edit
উইকিপিডিয়ার স্কুল প্রোগ্রামে শিক্ষার্থীরা

উইকিপিডিয়া স্কুল প্রোগ্রামের উদ্দেশ্য ছিল স্কুলগামী ছাত্র-ছাত্রীদের উইকিপিডিয়া ব্যবহারে উৎসাহিত করা। ১০ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রথম স্কুল প্রোগ্রামটি ঢাকার শহীদ পুলিশ স্মৃতি স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়। এতে ৯ম-১২শ শ্রেণীর প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের উইকিপিডিয়াতে অবদান রাখার ব্যাপারেও সংক্ষিপ্ত ধারণা প্রদান করা হয়।

কারমাইকেল কলেজ, রংপুরে বিভাগীয় কর্মশালা

edit
কারমাইকেল কলেজে বাংলা উইকিপিডিয়া কর্মশালা।
২১শে ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থমেলার সামনে বার্ষিক উইকি সমাবেশ।

উইকিসম্মিলন চট্টগ্রাম

edit

অমর একুশে গ্রন্থমেলায় উইকি সমাবেশ

edit

বাংলাদেশে জিমি ওয়েলসের সাথে সংবাদ-সম্মেলন

edit

বাংলা উইকিপিডিয়ার ১০ম বার্ষিকী উদযাপনে গালা ইভেন্ট বা উত্সবের সন্ধ্যা

edit

২০১৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হয় গালা ইভেন্ট। এতে অংশগ্রহণ করেন জিমি ওয়েলস। অনুষ্ঠানে প্রায় ৩০০ জন নিমন্ত্রিত অতিথি অংশ নেয়। অতিথিদের মধ্যে ছিলেন উইকিমিডিয়ান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তা। অনুষ্ঠানের প্যানেল আলোচনায় অংশ নেন জিমি ওয়েলস, মুনির হাসান (উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি), উইকিপিডিয়া জিরো সেবাপ্রদানকারী টেলিকম প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ এবং একাধিক শিক্ষা কর্মী। তারা উইকিমিডিয়া প্রকল্পসমূহের মাধ্যমে বাংলাদেশে মুক্ত জ্ঞান ও তথ্য প্রসারের লক্ষ্যে আলোচনা করেন।

পহেলা বৈশাখে উইকি সমাবেশ

edit
২০১৫ পহেলা বৈশাখে উইকি সমাবেশ।

বাংলা উইকিপিডিয়া ১০ম বার্ষিকী সম্মেলন ২০১৫

edit
সম্মেলনে অংশগ্রহণকারীগণ
সম্মেলনে অথিতির সাথে WMBD আয়োজক কমিটির সদস্যগণ

বাংলা উইকিপিডিয়া ১০ম বার্ষিকী সম্মেলন ২০১৫, যা ২০১৫ সালের মে মাসে ঢাকার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এটি ছিল বাংলা উইকিপিডিয়ার অবদানকারীদের সর্ববৃহৎ সমাবেশ যেখানে বাংলাদেশের বিভিন্ন স্থান ছাড়াও ভারত থেকে উইকিপিডিয়ানরা অংশগ্রহণ করেন। সম্মেলনে বিভিন্ন সেশন, আলোচনা অনুষ্ঠান ও কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও ভারতে উইকিপিডিয়ানদের মধ্যে সহযোগিতামূলক কার্যক্রম বৃদ্ধি এবং বাংলা উইকিপিডিয়ার প্রসারে নারীদের অবদান বৃদ্ধি শীর্ষক দুইটি সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া উইকিপিডিয়াতে মানসম্পন্ন নিবন্ধ তৈরি করা এবং উইকিমিডিয়া কমন্সে অবদান রাখা সম্পর্কেও কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৩২০-এরও বেশি উইকিপিডিয়ান ও উইকিমিডিয়ান অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে সেরা উইকিপিডিয়ান এবং আলোকচিত্র প্রতিযোগিতার সেরা তিন আলোকচিত্রগ্রাহককে পুরস্কৃত করা হয়। প্রখ্যাত লেখক ও সাংবাদিক আনিসুল হক পুরস্কার প্রদান পর্বে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির খবর দেশের শীর্ষ সংবাদমাধ্যমগুলোতে প্রচারিত হয়।