উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২২/প্রাজিপ্র ও নিয়মাবলী

This page is a translated version of the page Wikipedia Pages Wanting Photos 2022/FAQ and Contest Rules and the translation is 90% complete.

উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২২

প্রধান পাতা অংশগ্রহণকারী সম্প্রদায় আয়োজক দল অংশগ্রহণ ফলাফল সংস্থান প্রাজিপ্র ও নিয়মাবলি

প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন

১. নিবন্ধন কি বাধ্যতামূলক, নাকি সম্প্রদায়ের সদস্যদের জন্য ঐচ্ছিক?

নিবন্ধন বাধ্যতামূলক নয়। এটি ঐচ্ছিক। অংশগ্রহণকারীদের কেবল চিত্র যোগ করার পর নিবন্ধের সম্পাদনা সারাংশে #WPWP হ্যাশট্যাগটি যুক্ত করতে হবে। তবে উইকিমিডিয়া অনুমোদিত কিছু সম্প্রদায়, যারা স্থানীয়ভাবে #WPWP আয়োজন করছে তারা নিবন্ধন বাধ্যতামূলক রাখতে পারে। যেসব অংশগ্রহণকারী এসব সম্প্রদায়ের আয়োজনে নিবন্ধন করতে ব্যর্থ হবেন তারা স্থানীয় পুরস্কারের জন্য যোগ্য না হলেও আন্তর্জাতিক পুরস্কারের জন্য যোগ্য হবেন।

২. FIST সরঞ্জাম ব্যবহারের সময়, আমি প্রায়শই কিছু চিত্র খুঁজে পাই যা একটি নির্দিষ্ট ভাষার উইকিপিডিয়ায় সীমাবদ্ধ। এসব চিত্র কি উইকিমিডিয়া কমন্সে স্থানান্তর করার উপায় আছে, যাতে চিত্রটি সকল প্রকল্পে ব্যবহারযোগ্য হয়?

You may only transfer them to Wikimedia Commons if their license is compatible with the Wikimedia Commons licenses without any other restrictions. For more information, see Commons:Licensing. Some Wikipedia languages accept images under fair use terms, and fair use is not compatible with the Wikimedia Commons licenses.

৩. স্থানীয় ভাষার উইকিপিডিয়ায় যথার্থ ব্যবহার শর্তাবলীর অধীনে চিত্র আপলোড কি অনুমোদিত?

Some local Wikipedia (e.g English Wikipedia) allows fair-use images. They are only allowed for use on local Wikipedia languages where they are allowed and they would still qualify for prizes.

৪. চিত্র যোগকৃত সকল নিবন্ধের সম্পাদনা সারাংশে #WPWP হ্যাশট্যাগ যুক্ত করা কি অংশগ্রহণকারীদের জন্য বাধ্যতামূলক?

হ্যাঁ, অংশগ্রহণকারীদের অবশ্যই চিত্র যোগ করে নিবন্ধের সম্পাদনা সারাংশে #WPWP হ্যাশট্যাগটি যোগ করতে হবে।

প্রতিযোগিতার নিয়মাবলি


চিত্র অবশ্যই ১ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২২ তারিখের মধ্যে উইকিপিডিয়ার নিবন্ধে যোগ করতে হবে।

চিত্র ব্যবহারের ক্ষেত্রে কোনো সীমা নেই। তবে, এখানে বিভিন্ন ধরনের পুরস্কার আছে (নিচে দেখুন)। দয়া করে চিত্রের মাধ্যমে উইকিপিডিয়ার নিবন্ধসমূহ বিকৃত করবেন না। যেসব নিবন্ধে কোনো চিত্র নেই শুধুমাত্র সেসব নিবন্ধে চিত্র যোগ করুন।

ব্যবহৃত ছবি অবশ্যই মুক্ত লাইসেন্সের অধীন অথবা পাবলিক ডোমেইনের আওতায় প্রকাশিত হতে হবে।

কমপক্ষে এক বছর ধরে উইকিতে আছেন এমন নিবন্ধিত অ্যাকাউন্টধারীরা এতে অংশ নিতে পারবে। অংশ নেওয়ার যোগ্য হতে, একজন অংশগ্রহণকারীর অবশ্যই যে কোনো উইকিমিডিয়া প্রকল্পে ১ জুলাই ২০২১ সালের আগের নিবন্ধিত অ্যাকাউন্ট থাকতে হবে।

খারাপ বা খুব নিম্ন মানের চিত্র সাধারণত গ্রহণযোগ্য নয়।
  1. চিত্রের ক্যাপশন এবং বিবরণ অবশ্যই স্পষ্ট এবং নিবন্ধের জন্য উপযুক্ত হতে হবে।
  2. সকল সংযোজিত চিত্রে অবশ্যই একটি ক্যাপশন যোগ করতে হবে যা চিত্রটি কী তা বর্ণনা করে।
  3. নিবন্ধের প্রাসঙ্গিক স্থানে চিত্রসমূহ যোগ করতে হবে।
  4. আপনি যেসব ভাষায় অনর্গল কথা বলতে পারেন না সেসব ভাষার নিবন্ধে চিত্র যোগ করবেন না। যে ব্যবহারকারীরা বারংবার ক্যাপশনবিহীন চিত্র, অপ্রাসঙ্গিক চিত্র ইত্যাদি যোগ করবেন তাদের প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণা করা হতে পারে।

অংশগ্রহণকারীদের অবশ্যই সকল নিবন্ধে চিত্র যোগ করার পর, হ্যাশট্যাগ #WPWP অন্তর্ভুক্ত করতে হবে ও সম্পাদনা সারাংশের ঘরে একটি বর্ণনামূলক সম্পাদনা সারাংশ দিতে হবে, যেমন: "তথ্যছকে চিত্র যোগ করে নিবন্ধ উন্নয়ন করা হল" #WPWP। কোনো নিবন্ধের পাঠ্যে হ্যাশট্যাগ (#WPWP) যোগ করবেন না। অনুগ্রহ করে WPWP হ্যাশট্যাগসমূহ ব্যবহারের নির্দেশিকা দেখুন।