বৈশ্বিক প্রশাসক
নিচের পাতাটি বাংলা ভাষায় বহু-প্রকল্প নীতিমালার একটি অনুবাদ। দয়া করে লক্ষ্য করুন যে এই নির্দেশিকাটির মূল ইংরেজি সংস্করণ এবং অনুবাদের মধ্যে অর্থ বা ব্যাখ্যাগত কোনও পার্থক্য হলে, মূল ইংরেজি সংস্করণটি অগ্রাধিকার পাবে। এই পাতাটি সম্প্রদায়ের দ্বারা আলোচিত ও অনুমোদিত হয়েছে এবং এর ব্যবহার সকল ব্যবহারকারীর জন্য বাধ্যতামূলক। সম্প্রদায়ের অনুমোদন ছাড়া এটি অবশ্যই সংশোধন করা উচিত নয়। |
আইনি ও নিরাপত্তাজনিত কারণে উইকিমিডিয়া ফাউন্ডেশন এই অধিকারের জন্য দুই-ধাপের প্রমাণীকরণ সরঞ্জাম সক্রিয় করা বাধ্যতামূলক বলে সিদ্ধান্ত নিয়েছে। |
বৈশ্বিক প্রশাসকগণ হচ্ছেন প্রশাসক ও ইন্টারফেস প্রশাসক অধিকার অত্যন্ত বিশ্বাসী কিছু ব্যবহারকারী যাঁরা ধারাবাহিকভাবে বিভিন্ন উইকিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ধ্বংসপ্রবণতা রোধ, এবং ধারাবাহিক ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে তাঁরা ছোট উইকিগুলোতে অবদান রেখে থাকেন। তাঁদের সকল উইকিতেই প্রশাসক অধিকার নেই, এবং কোনো উইকির বিষয়বস্তুর ব্যাপারে স্থানীয় সম্প্রদায়ের ওপর তাঁদের কোনো প্রকার সম্পাদকীয় নিয়ন্ত্রণ বা প্রভাবও নেই।
পরিধি
By default, global sysops may use this global user group's permissions on wikis that meet one or both of the following criteria:
- fewer than ten administrators exist;
- fewer than three administrators have made a logged action within the past two months.
Bots and the abuse filter pseudo-account are not counted as administrators for the above calculations.
A wiki set is used to specify a list of wikis where global sysops do not have access (list). This wiki set was originally populated in 2010. Since then, wikis that met the criteria have been removed from the wiki set, but wikis that stopped meeting the criteria have not been added.
প্রকল্পগুলো নিজেদের প্রকল্পে আলোচনার ঐকমত্য অনুসারে বৈশ্বিক প্রশাসক উইকিতে যোগ দিতে বা বেরিয়ে যেতে পারবে। এজন্য শুধুমাত্র কোনো একজন স্টুয়ার্ডকে আলোচনার সূত্রসহ এ বিষয়ে জানাতে হবে। এখানে উল্লেখিত উইকি সেটটিতে যেসকল উইকি উল্লেখিত রয়েছে, সেসকল উইকিতে বৈশ্বিক প্রশাসকদের কোনো প্রশাসক অধিকার নেই (তালিকা)।
অধিকাংশ বৈশ্বিক প্রশাসকের বৈশ্বিক রোলব্যাক অধিকার আছে। বৈশ্বিক রোলব্যাক অধিকার সত্যিকার অর্থে বৈশ্বিক, যা বৈশ্বিক প্রশাসকের মত নয়।
স্থানীয় নীতিমালা যাচাই
কোনো উইকির যদি বৈশ্বিক প্রশাসকদের সুযোগ সংক্রান্ত একটি বিদ্যমান স্থানীয় নীতি থাকে, তাহলে বৈশ্বিক প্রশাসকদের অবশ্যই কাজ করার আগে প্রাসঙ্গিক নীতি মেনে চলা নিশ্চিত করতে হবে।
বিদ্যমান অধিকার নীতির সংযোগ:
- sr-wp: :w:sr:Википедија:Корисничка права на глобалном нивоу#Глобални администратори
- একজন sr.wiki প্রশাসকের একটি নোট: sr.wiki-তে এই পাতাটি মূলত en.wiki থেকে অনূদিত হয়েছে এবং পরে সংশোধিত হয়েছে, তবে এর বর্তমান অ-ইংরেজি বিষয়বস্তু স্থানীয় সম্প্রদায় দ্বারা অনুমোদিত নাও হতে পারে এবং এটি প্রকৃতপক্ষে কিছু (সাবেক) en.wiki অনুশীলনকে উপস্থাপন করতে পারে।
- en-wn: n:en:Wikinews:Global rights usage#Global sysops
নিয়োগ
বৈশ্বিক প্রশাসক অধিকার অর্জনের জন্য স্টুয়ার্ড অনুরোধ/বৈশ্বিক অনুমতির পাতায় আবেদন করতে হবে। আবেদন সফল হিসেবে ধরা হবে যদি একটি নির্দিষ্ট সময় আলোচনা চলার পর সম্প্রদায় কর্তৃক এই অধিকার দেওয়ার পক্ষে ঐকমত্য সৃষ্টি হয়। সাধারণত এই অনুরোধের প্রচলিত সময়কাল দুই সপ্তাহ বা তার বেশি। আলোচনার পর সম্প্রদায়ের ঐকমত্য অনুযায়ী একজন স্টুয়ার্ড এই আবেদন সফল নাকি ব্যর্থ তা নির্ধারণ করবেন। এই আলোচনা কোনো ভোটগ্রহণ নয়। তাই প্রার্থীকে সমর্থন বা বিরোধিতা করার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা আবশ্যক।
অধিকার অপসারণ
বৈশ্বিক প্রশাসকদের অব্যহত কার্যকলাপ তাদের নিজস্ব অবদান এবং উইকিমিডিয়া সম্প্রদায়ের অব্যাহত সমর্থনের উপর নির্ভর করে।
নিষ্ক্রিয়তা
- বৈশ্বিক প্রশাসক স্বয়ংক্রিয়ভাবে তার অধিকার হারাবেন যদি তিনি টানা ছয় মাস বৈশ্বিক প্রশাসক সরঞ্জাম ব্যবহার করতে পারবেন এমন কোনও উইকিতে সরঞ্জামটি ব্যবহার না করেন।
আস্থার ভোট
- যদি কোনো স্টুয়ার্ড মনে করেন যে, কেউ এই অধিকারের অপব্যবহার করছেন, অথবা যদি কোনো মন্তব্যের অনুরোধে প্রমাণিত হয় যে, নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীর কাছে গুরুত্বপূর্ণ ও যথোপযুক্ত কারণবশত কোনো বৈশ্বিক প্রশাসক তাঁর আস্থা হারিয়েছেন; তবে একজন স্টুয়ার্ড যেকোনো সময়-ই এই অধিকার অপসারণ করে নিতে পারেন। যদি এমনটি হয়ে থাকে, এবং পরবর্তীতে ঐ বৈশ্বিক প্রশাসক তাঁর অধিকার ফেরত চান, তবে একটি আস্থা ভোট অনুষ্ঠিত হবে, যেখানে ঐ বৈশ্বিক প্রশাসককে তাঁর অধিকার ফিরে পাবার জন্য সম্প্রদায়ের ঐকমত্য অর্জন করতে হবে।
অধিকারসমূহ
নিচে বৈশ্বিক প্রশাসকদের অধিকারের তালিকাটি বিরবণসহ উল্লেখ করা হলো। এই অধিকারগুলো যে-কোনো উইকিমিডিয়া উইকির স্থানীয় প্রশাসকের অধিকারের সাথে সাদৃশ্যপূর্ণ। তবে এই অধিকারগুলো শুধুমাত্র সেসকল উইকিতেই প্রযোজ্য হবে, যে উইকিগুলো বৈশ্বিক প্রশাসক প্রযোজ্য নয় এমন উইকি সেটে উল্লেখ নেই। তারা কোনও স্থানীয় ব্যবহারকারীর অধিকার পরিবর্তন করতেও সক্ষম নয় (যদি না তাদের উপযুক্ত স্থানীয় অনুমতি থাকে)।
অধিকার | বর্ণনা | টীকা | |
---|---|---|---|
১ | abusefilter-log | অপব্যবহার লগ দেখা | সাধারণত স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারী দলের অংশ বা সকল ব্যবহারকারীকে প্রদান করা হয়ে থাকে |
২ | autoconfirmed | অর্ধ-সুরক্ষিত পাতা সম্পাদনা | |
৩ | editsemiprotected | পাতা সম্পাদনা সুরক্ষিত রয়েছে, "Allow only autoconfirmed users" | |
৪ | flow-edit-post | Edit Structured Discussions posts by other users | |
৫ | flow-hide | Hide Structured Discussions topics and posts | |
৬ | ipinfo | Retrieve information about IP addresses attached to revisions or log entries | |
৭ | move | পাতা সরান | |
৮ | movestable | পর্যবেক্ষণকৃত সংস্করণসহ পাতা স্থানান্তর | |
৯ | reupload | বিদ্যমান ফাইল প্রতিস্থাপন করো | |
১০ | reupload-own | নিজের দ্বারা আপলোডকৃত ফাইল যা ইতিমধ্যেই বিদ্যমান, সেটি মুছে পুনরায় নতুন করে আপলোড করা | |
১১ | skipcaptcha | ক্যাপচাতে না গিয়ে ক্যাপচা ট্রিগারিং এর কাজ করুন | |
১২ | spamblacklistlog | স্প্যাম কালোতালিকা লগ দেখুন | |
১৩ | upload | ফাইল আপলোড করুন | |
১৪ | abusefilter-log-detail | অপব্যবহার লগটি বিস্তারিতভাবে দেখাও | স্থানীয় নীতিমালা দ্বারা নিয়ন্ত্রিত যেখানে বিদ্যমান, অন্যথায় প্রশাসক ব্যবহারকারী দলের অংশ |
১৫ | abusefilter-modify | অপব্যবহার ছাঁকনি তৈরি বা পরিবর্তন করা | |
১৬ | abusefilter-modify-blocked-external-domains | Create or modify what external domains are blocked from being linked | |
১৭ | abusefilter-modify-restricted | সীমাবদ্ধ কার্য সহকারে অপব্যবহার ছাঁকনি পরিবর্তন করা | |
১৮ | autopatrol | কারো নিজের সম্পাদনা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত হিসেবে চিহ্নিত হবে | |
১৯ | autoreviewrestore | রোলব্যাকের ক্ষেত্রে স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ | |
২০ | checkuser-temporary-account | অস্থায়ী অ্যাকাউন্ট দ্বারা ব্যবহৃত আইপি ঠিকানাগুলি দেখা | |
২১ | editautopatrolprotected | Edit pages protected as "Allow only autopatrollers" | |
২২ | ipblock-exempt | আইপি বাধা, স্বয়ংক্রিয় বাধা ও পরিসীমার বাধা এড়ানো | |
২৩ | move-categorypages | বিষয়শ্রেণী পাতাসমূহ স্থানান্তর করুন | |
২৪ | move-rootuserpages | root ব্যবহারকারীর পাতাগুলো সরিয়ে ফেলুন | |
২৫ | move-subpages | পাতাগুলোকে তার উপপাতাসহ সরিয়ে নিন | |
২৬ | movefile | ফাইল স্থানান্তর | |
২৭ | oathauth-enable | দুই-ধাপের প্রমাণীকরণ সক্রিয় করে | |
২৮ | patrol | অন্যের সম্পাদনা পরীক্ষিত বলে চিহ্নিত করো | |
২৯ | review | সংশোধন "পরীক্ষিত" হিসাবে চিহ্নিত করুন | |
৩০ | rollback | একটি নির্দিষ্ট পাতার সর্বশেষ ব্যবহারকারীর সম্পদনা পূর্বাবস্থায় ফিরিয়ে আনুন | |
৩১ | templateeditor | সংরক্ষিত টেমপ্লেটসমূহ সম্পাদনা করা | |
৩২ | unreviewedpages | অপর্যালোচিত পাতাগুলির তালিকা দেখুন | |
৩৩ | apihighlimits | API কোয়েরি হিসাবে আরও উচ্চ লিমিট ব্যবহার করুন | সাধারণত প্রশাসক ব্যবহারকারী দলের অংশ |
৩৪ | block | সম্পাদনা করতে কোনো ব্যবহারকারীকে বাধা প্রদান বাধা অপসারণ করা | |
৩৫ | blockemail | ইমেইল পাঠানো থেকে কোনো ব্যবহারকারীকে বাধা দান বা বাধা অপসারণ | |
৩৬ | browsearchive | অপসারিত পাতা অনুসন্ধান করো | |
৩৭ | centralauth-createlocal | জোরপূর্বক একটি বৈশ্বিক অ্যাকাউন্টের স্থানীয় অ্যাকাউন্ট তৈরি করুন | |
৩৮ | delete | পাতা মুছে ফেলুন | |
৩৯ | deletedhistory | অপসারিত ভুক্তির ইতিহাস দেখাও, তাদের সংশ্লিষ্ট লেখা ছাড়া | |
৪০ | deletedtext | অপসারিত সংশোধনের অপসারিত লেখা এবং পরিবর্তনসমূহ দেখাও | |
৪১ | deletelogentry | নির্দিষ্ট লগের ভুক্তি অপসারণ অথবা ফিরিয়ে আনা | |
৪২ | deleterevision | পাতার নির্দিষ্ট সংশোধনসমূহ অপসারণ এবং পুনরুদ্ধার | |
৪৩ | editcontentmodel | পাতার তথ্যের ধরন সম্পাদনা করুন | |
৪৪ | editinterface | ব্যবহারকারী ইন্টারফেস সম্পাদনা | |
৪৫ | editprotected | সুরক্ষিত পাতা সম্পাদনা (ক্যাসকাডিং সুরক্ষা ছাড়া) | |
৪৬ | editsitejson | সাইটব্যাপী JSON সম্পাদনা করা | |
৪৭ | edituserjson | অন্য ব্যবহারকারীগণের JSON ফাইল সম্পাদনা | |
৪৮ | flow-delete | Delete Structured Discussions topics and posts | |
৪৯ | import | অন্য উইকি থেকে পাতা আমদানি করা | |
৫০ | ipinfo-view-full | Access a full view of the IP information attached to revisions or log entries | |
৫১ | markbotedits | ফেরত আনা সম্পাদনাসমূহকে বট সম্পাদনা হিসেবে চিহ্নিত করে | |
৫২ | mergehistory | পাতার ইতিহাস একীকরণ করুন। | |
৫৩ | noratelimit | রেট লিমিটের ভিত্তিতে পরিবর্তন হবে না | |
৫৪ | nuke | পাতাগুলির গণ অপসারণ | |
৫৫ | override-antispoof | স্পুফিং পরীক্ষা ওভাররাইড করো | |
৫৬ | protect | প্রপাতাকার-সুরক্ষাযুক্ত পাতা সম্পাদনা এবং সুরক্ষা সেটিং পরিবর্তন | |
৫৭ | reupload-shared | স্থানীয়ভাবে শেয়ারকৃত মিডিয়া ভাণ্ডারে ফাইল ওভাররাইড | |
৫৮ | sfsblock-bypass | Bypass IP restrictions issued by the StopForumSpam extension | |
৫৯ | stablesettings | Configure how the stable version is selected and displayed | |
৬০ | suppressredirect | পাতা স্থানান্তরের সময় মূল পাতা থেকে পুনর্নির্দেশ তৈরী করছে না | |
৬১ | tboverride | শিরোনাম কালোতালিকা বা ব্যবহারকারী নাম উপেক্ষা করুন | |
৬২ | titleblacklistlog | অননুমোদিত শিরোনাম তালিকার লগ দেখা | |
৬৩ | undelete | পাতাটি পুনরুদ্ধার করুন | |
৬৪ | unwatchedpages | নজরতালিকা বহির্ভূত পাতাগুলির তালিকা দেখাও | |
৬৫ | editsitecss | সাইটব্যাপী CSS সম্পাদনা করা | সাধারণত ইন্টারফেস প্রশাসক ব্যবহারকারী দলের অংশ |
৬৬ | editsitejs | সাইটব্যাপী জাভাস্ক্রিপ্ট সম্পাদনা করা | |
৬৭ | editusercss | অন্য ব্যবহারকারীগণের CSS ফাইল সম্পাদনা | |
৬৮ | edituserjs | অন্য ব্যবহারকারীগণের JS ফাইল সম্পাদনা |
যোগাযোগ
বৈশ্বিক প্রশাসকদের সকল উইকিতে ব্যবহারকারী পাতা থাকা আবশ্যক। ব্যবহারকারী পাতায় তাঁদের সাথে যোগাযোগ করার জন্য সুনির্দিষ্ট পাতার সংযোগ উল্লেখ থাকা প্রয়োজন (তৈরির জন্য বট বর্তমানে উপলব্ধ)। সাধারণত মেটাতে একটি বৈশ্বিক ব্যবহারকারী পাতা সেই প্রয়োজনীয়তাটি পূরণ করে এবং ব্যবহারকারীদের সেই পাতায় একটি ব্যবহারকারীর ভাষা ঘোষণা ("বাবেল") অন্তর্ভুক্ত করা উচিত।
একজন বৈশ্বিক প্রশাসক থেকে জরুরি সহায়তা পেতে, #wikimedia-gsসংযোগ আইআরসি চ্যানেলে যোগ দিন এবং বৈশ্বিক প্রশাসকগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য চ্যানেলে !gs
টাইপ করুন।
যদি কোনও ব্যবহারকারী বৈশ্বিক প্রশাসকের সাথে কথা বলে কোনো মতানৈক্য সমাধান করতে ব্যর্থ হন, তবে তিনি সমস্যাটি বৈশ্বিক প্রশাসকের আলোচনা পাতায় তুলে ধরতে পারেন, বা একজন স্টুয়ার্ডকে জানাতে পারেন।
গোপনীয় মেইল তালিকার মাধ্যমে বৈশ্বিক প্রশাসকগণ একে অপরের সাথে যোগাযোগ করতে পারেন।
বৈশ্বিক প্রশাসকগণের তালিকা
- সর্বশেষ হালনাগাদ: 2024-12-20 [edit]
নাম | আইআরসি নাম | ভাষা | সক্রিয়তার কাল |
---|---|---|---|
1234qwer1234qwer4 | ru, de-4, en-3, la-1 | 2022-05-28 | |
A09 | A09 | sl, en-3, de-1 | 2024-11-16 |
Ameisenigel | Ameisenigel | de, en-4, nds-2, fr-1, tlh-1 | 2024-02-18 |
Amire80 | ru, he-5, en-4, ca-3, eo-2, es-2, it-2, fr-1, am-1, ar-1, la-1, lt-1 | 2017-02-02 | |
AramilFeraxa | AramilFeraxa | pl, en-3, de-1 | 2024-05-29 |
Billinghurst | sDrewth | en, fr-1 | 2017-03-01 |
Biplab Anand | Biplab | ne, mai, hi-4, en-2, bh-2, awa-2, dty-2, sa-2 | 2016-10-06 |
CptViraj | CptViraj | gu, hi-4, en-3 | 2021-02-02 |
Daniuu | Daniuu / Westvleteren | nl, en-4, fr-2, de-2, la-2, vls-2, li-1 | 2021-11-27 |
DARIO SEVERI | it, pt-4, en-4, es-2, fr-2, gl-2, th-1 | 2017-07-25 | |
Fehufanga | Fehufanga | id, en-4, ms-2, zh-2, la-1, su-0 | 2024-02-01 |
Iluvatar | Iluvatar_ | ru, en-1, be-1 | 2019-11-02 |
Infinite0694 | Infinite0694 | ja, en-3, de-3, fr-2, it-1 | 2016-01-21 |
LR0725 | ko, en-3, ja-1 | 2023-11-22 | |
M7 | M7 | it, en-3, es-2, fr-2, de-1, pt-1 | 2024-10-26 |
MdsShakil | MdsShakil | bn, en-3, as-1 | 2023-07-28 |
MF-Warburg | MF-W | de, en-3, fr-1, tet-1, la-1, es-1 | 2019-03-07 |
Minorax | Minorax | en, zh, nan-2, ko-1, ms-1, fr-1, yue-1 | 2020-12-09 |
Mtarch11 | Mtarch11 | it, lij-2, en-1, fr-1 | 2021-09-01 |
Praxidicae | Praxidicae | en | 2018-11-11 |
Renvoy | uk, ru-4, en-3, pl-3, lt-1 | 2023-07-21 | |
SHB2000 | SHB2000 | en, fr-1 | 2024-11-16 |
Syunsyunminmin | SyunSyunMinMin | ja, en-3 | 2023-06-28 |
Tanbiruzzaman | Tanbiruzzaman | bn, en-4, hi-1, ur-1 | 2024-10-22 |
Teles | Teles | pt, en-3, es-2 | 2011-05-20 |
TenWhile6 | TenWhile6 | de, en-3 | 2024-11-27 |
TheresNoTime | TheresNoTime | en, de-3 | 2024-03-26 |
Turkmen | Turkmen | az, tr-4, en-2 | 2019-09-18 |
Uncitoyen | Uncitoyen | tr, en-2, fr-2 | 2021-01-29 |
WhitePhosphorus | WhitePhosphorus / P4-mobile | zh, en-3, ja-1, lzh-1, wuu-1, yue-1 | 2019-12-12 |
WikiBayer | bar, de, en-1 | 2019-08-18 |
তালিকা
আরও দেখুন
- বৈশ্বিক প্রশাসক: বৈশ্বিক অনুমতি · বৈশ্বিক দল (টুলফোর্জ) · সদস্য তালিকা · গ্রুপ পরিবর্তনলগ
- বৈশ্বিক দল
- পূর্ববর্তী প্রস্তাব
- স্থানীয় আলোচনা