কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/চক্র ১
Cycle 1 of the discussion is now closed. Please discuss the draft strategic direction. |
কৌশলগত আলোচনায় স্বাগতম
গত ১৬ বছর যাবত উইকিপিডিয়ানরা একসাথে ইতিহাসের সবচেয়ে বড় মুক্ত জ্ঞান ভান্ডার তৈরির চেষ্ঠা করেছে। আজকে, আমরা একটি কয়েকটি ওয়েবসাইটের সমষ্ঠিগত একটি দলের চেয়েও বেশি কিছু। আমরা মূল্যবোধ ও শক্তিশালী উদ্দেশ্য নিয়ে চলা একটি আন্দোলন: এমন এক পৃথিবী যেখানে মুক্ত জ্ঞানে সব মানুষের থাকবে সমান অধিকার।
একটি আন্দোলন হিসেবে আমরা পৃথিবীতে ভবিষ্যতে উইকিমিডিয়াি কি ভূমিকা পালন করবে সেটি নিয়ে আলোচনা শুরু করেছি।
কথোপকথনে যোগ দিতে আপনাকে উষ্ণ আমন্ত্রণ।
১ম ধাপ: শুরু করার আগে আরও জানুন
দ্বিতীয় ধাপ: ভবিষ্যতের ভাবনা
একটি বড় প্রশ্নআন্দোলনের অংশ হিসেবে আমাদের উদ্দেশ্য ২০৩০ সালের দিকে যেতে হলে আমাদের কোন পথে চলতে হবে ও কিভাবে নিজেদেরকে আরো উৎসাহ দিয়ে এগিয়ে নিতে পারি এটা ঠিক করা। এটা আমাদের আন্দোলনকে আরও সংগঠিত করতে ও মূল বিষয়গুলো প্রাধান্য দিতে সাহায্য করবে। আমরা যে বড় প্রশ্নের উত্তর দিতে চাই সেটা হল: | |
আগামী ১৫ বছরে আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং একসাথে কি অর্জন করতে চাই? | |
আরও দেখুন:
|
পরবর্তী ধাপ: আলোচনা সংশ্লেষ ও আলোচনাচক্র
- Icon credits: Copyright © 2011–2017 OOjs UI Team and other contributors, Expat license