কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন

This page is a translated version of the page Strategy/Wikimedia movement/2017/Frequently asked questions and the translation is 100% complete.
আন্দোলন কৌশল প্রক্রিয়া সম্পর্কে প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নসমূহের উত্তর।

মৌলিক শর্তাবলী

আন্দোলন কি?

সামাজিক আন্দোলন হল এমনিএকটি দল যারা সামাজিক পরিবর্তন সাধনে কাজ করে থাকে। অনেক সময় দল বড় হয় বা কয়েকজন সতন্ত্র ব্যক্তিকে নিয়ে সংগঠিত হয় যারা সামাজিক বা রাজনৈতিক লক্ষ নিয়ে কাজ করে।

উইকিমিডিয়া স্বেচ্ছাসেবকগণ এই শব্দটি উইকিমিডিয়া প্রকল্পে আবদান রাখা অসংখ্য সম্প্রদায়, দল ও সতন্ত্র ব্যক্তিকে বুঝাতে ব্যবহার করে থাকে। উইকিমিডিয়া আন্দোলন বলতে সামগ্রিকভাবে এর সম্পাদক, সম্প্রদায়, কার্যক্রম ও মূল্যবোধকে বুঝানো হয়।

ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা এটা নির্ণয় করছি যে, সমস্ত জ্ঞানের সংগ্রহশালা নিয়ে ইতিমধ্যে কারা কাজ করছেন ও কারা এখনো আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত নয়? এটা হতে পারে কোন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা, সহযোগী বা অন্যান্য।

কৌশল কি?

কৌশল হল এমন একটি মেথড যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছাতে পারি। এটি লক্ষ্য ও উদ্দেশ্যকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করে। এর মাধ্যমে দীর্ঘ মেয়াদী পরিকল্পনাকে বাস্তবে রুপ দেওয়া যায়।

পুরো আন্দোলন জুড়ে অনষ্ঠিত হওয়া এই কৌশল আলোচনার মাধ্যমে আমাদের প্রকল্পের সাথে যুক্ত থাকা সবার মতামতেরই প্রতিফলন ঘটবে। এটি আগামী ১৩-১৫ বছর অর্থাৎ ২০১৮ এবং ২০৩০ সাল পর্যন্ত আমাদের কৌশল নির্ধারণে সাহায্য করবে। এগুলো সময় পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হবে যাতে আমাদের চাহিদাগুলো পরিবর্তন করা যায়।

কার এবং কেন আন্দোলন কৌশর প্রয়োজন হবে?

প্রথমত, সতন্ত্র ব্যক্তি, উইকিমিডিয়া ফাউন্ডেশন ও অ্যাফিলিয়েট স্টাফদের আন্দোলন কৌশল প্রয়োজন হবে। তাদের প্রয়োজনীয় কাজগুলোকে ধাপে ধাপে সাজাতে ও সে অনুসারে কার্যক্রম পরিচালনা করতে এটি প্রয়োজন হবে। আমাদের লক্ষ্যে পৌঁছাতে সতন্ত্র ব্যক্তির কাজকে এটি সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাবে।

কারা এবং কিভাবে এই আন্দোলন কৌশল থেকে লাভবান হবে?

সাধারণভাবে যারাই উইকিমিডিয়া প্রকল্পে অংশ নিচ্ছে বা নিবে অথবা প্রকল্পটি ব্যবহার করছে তারাই লাভবান হবে। কৌশল আমাদের সতন্ত্র সম্পাদক বা একটি দল হিসেবে আরও কার্যকরী করে গড়ে তুলবে। এছঅড়াও এটি আমাদের আন্দোলনের রুলটি বিশ্বের সামনে উপস্থাপিত হবে। এর মাধ্যমে উইকিমিডিয়ার বাইরের লোকদের সাথেও যোগাযোগ ঘটবে ফলে অনেকেই অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করবে।

আমরা এখন কেনো এটি করছি?

পূর্বের কৌশল ২০০৯-১০ সালে তৈরি করা হয়েছিল যা ২০১০-১৫ কাভার করেছিল। সুতরাং আমাদের পরবর্তী কৌশল নির্ধারণের প্রয়োজন ছিল। যদিও ২০১০-১৫ বছরের পরিকল্পনা একসাথে সবাইকে নিয়ে করা হয়েছিল কিন্তু এটি এখনকার মত এতো বিস্তৃত ছিল না। যেহেতু ২০০৯ সাল থেকে আমাদের আন্দোলন অনেক ব্যাপক আকার ধারণ করেছে এবং আমাদের লক্ষ অর্জনে আমাদের একসাথে কাজ করতে হবে। ইন্টারনেট ও বিশ্ব আমাদের চারপাশে অনেক পরিবর্তন হয়েছে এবং মুক্ত জ্ঞানের প্রসারের বিষয় এখন পূর্বের চেয়ে গুরুত্ব পেয়েছে।

পূর্বের আন্দোলন কৌশল সম্পর্কে জানতে চাই?

২০০৯ সালে উইকিমিডিয়া ফাউন্ডেশন ৫ বছর দীর্ঘ মেয়াদি একটি আন্দোলন কৌশল ঠিক করেছিল। পুরো পরিকল্পনাটি ছিল উইকিমিডিয়া ফাউন্ডেশন কিভাবে এই বড় বৈচিত্র্যময় সম্প্রদায়কে সহয়তা করতে পারে। যদিও শেষ পর্যন্ত সর্বশেষ পরিকল্পনা মানুষের কাছে সমাদৃত ও প্রভাব ফেলেছিল কিন্তু সেট পুরো আন্দোলনকে প্রভাবিত করার বদলে সেটি মূল কেন্দ্রবিন্দু ছিল ফাউন্ডেশনের বিভিন্ন কাজ।

এই প্রক্রিয়াটি বেশ কয়েকভাবেই আগের প্রক্রিয়া থেকে ভিন্ন। এই প্রক্রিয়ায় আমরা শুধু আন্দোলন পরিচালনার জন্য কয়েকটি কৌশল নির্ধারণ করবো না, আমরা পুরো আন্দোলন ভবিষ্যতে কিভাবে পরিচালিত হবে সেটি নির্ণয় করবো। এটাতে থাকে ভবিষ্যৎ পরিকল্পনা -- এটি বহুদূরে ২০৩০ সাল পর্যন্তও হতে পারে -- আমরা দেখতে চাই, আমরা একসাথে কতদূর যেতে চাই।

প্রক্রিয়া

এটি কখন শুরু ও শেষ হবে?

২০১৭ সালের শুরুতে এই আলোচনা শুরু হয়। বর্তমান প্রক্রিয়াটি সেপ্টেম্বরের শেষ নাগাদ শেষ হবে বলে আমা করা যায়। বিস্তারিত তথ্যের জন্য টাইমলাইন পাতায় যান।

কে অংশগ্রহণ করতে পারবে?

উইকিমিডিয়ার সাথে যুক্ত সকলকে অংশগ্রহণের আমন্ত্রন জানানো হচ্ছে। এরমধ্যে হলো, সম্পাদক, ডেভলাপার, পাঠক, অ্যাফিলিয়েট, আন্দোলন সহযোগী ও দাতা। আপনি উইকিমিডিয়া প্রকল্পে যতসংখ্যক সম্পাদনা করে থাকুন না কেন এটি সবার জন্য উন্মুক্ত এবং অনলাইন বা অফলাইন দু স্থানেই আপনি আপনার মতামত প্রদান করতে পারবেন।

কীভাবে আমি অংশগ্রহণ করতে পারি?

দয়া অংশগ্রহণকারী পাতায় গিয়ে বিস্তারিত তথ্য দেখুন।

কিভাবে মতামতের বৈচিত্রতা প্রকাশ পাবে?

এই প্রক্রিয়াটি এই কৌশল আন্দোলনের সর্বপ্রথম একটি প্রক্রিয়া। ফাউন্ডেশন ১৬টি ভিন্ন ভিন্ন ভাষা প্রকল্প থেকে ১৮ জন অভিজ্ঞ সম্প্রদায়ের সদস্যকে নিয়োগ দিয়েছে এই আলোচনা চালিয়ে নেওয়ার জন্য যাকে এই প্রক্রিয়ায় ট্র্যাক খ হিসেবে অবহিত করা হয়। এছাড়া অ্যাফিলিয়েটদের জন্যও আলাদা দল রয়েছে যারা ট্র্যাক ক নামে পরিচিত। বাইরের স্টেকহোল্ডার ও যেসব স্থান উইকিপিডিয়া পরিচিত নয় সেখানে ট্র্যাক ঘ এবং যেসব স্থানে পরিচিত সেখানে ট্র্যাক গ এর মাধ্যমে আলোচনা পরিচালনা করা হচ্ছে। ট্র্যাক গ ও ঘ দল আন্দোলনে জরিত নয় এমন লোকদের কাছ থেকেও মতামত সংগ্রহ করেছে যাবে "নিউ ভয়েসেস" হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

প্রভাব

কিভাবে এটি আমার বা আমার সংস্থার উপর প্রভাব ফেলবে?

কিভাবে আপনি এই আলোচনার ফলাফল কাজে লাগাবেন সেটি আপনার উপর নির্ভর করছে। কোন সতন্ত্র ব্যক্তি বা সংগঠনও হয়ত এটি তাদের কৌশল নির্ধারণে ব্যবহার করতে পারে। অন্যান্যরা হয়ত এটিকে ব্যবহার করে এই আন্দোলনের সাথে আরও মানুষকে সম্পৃক্ত করতে পারেন। কেউ কেউ হয়ত একেবারেই এটি ব্যবহার করবেন না – এবং এটিতেও আমাদের আপত্তি নেই।

সাধারণভাবে এটি এমন হবে না যে, স্বেচ্ছাসেবকদের তাদের কাজে সীমাবদ্ধতা দান করবে। স্বেচ্ছাসেবকগণ আগের মতই তাদের যেমন ইচ্ছা তেমন কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

এটি কিভাবে স্থাংস্থার কৌশলের সাথে সম্পর্কিত?

আগামী ৫ থেকে ৩ বছর পর্যন্ত এই আন্দোলন কৌশল আমাদের কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। উইকিমিডিয়া ফাউন্ডেশন সম্প্রদায়ের সাথে মিলে ২০১৮ সালের বাইরেও আন্দোলন কৌশল ঠিক করবে। আন্দোলন কৌশল নির্ধারণ শেষ হলে এটি ফাউন্ডেশনের বার্ষিক পরিকল্পনায় প্রভাব ফেলবে।

এটি কি বর্তমান অনুদানে প্রভাব ফেলবে?

এই প্রক্রিয়ায় উইকিমিডিয়া ফাউন্ডেশনের বর্তমান গ্র্যান্টে কোন পরিবর্তন আসবে না। তবে যারা এই গ্র্যান্ট সমূহে অংশ নিচ্ছে তাদের আমরা এই প্রক্রিয়া থেকে লাভবান হতে ও এতে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

এই প্রক্রিয়ার সাথে যুক্ত ব্যক্তিবর্গ

উইকিমিডিয়া আন্দোলনের বাইরে কেন বিশেষজ্ঞ ভাড়া করতে হবে?

এই ধরণের আলোচনায় অংশগ্রহণ করা একটি কঠিন হয়ে যায় যখন আপনি নিজেই ফ্যাসিলেটরের ভূমিকা পালন করবেন। বাইরের সমন্বয়ক সম্প্রদায়ের সদস্যদের সক্রিয়ভাবে অংশগ্রহণে উদ্ভুত করে। একইসাথে বাইরের সমন্বয় থাকলে আলোচনার নিরপেক্ষতা বজায় থাকে।

উইকিমিডিয়া আন্দোলন সম্পর্কে বাইরের কনট্রাক্টরদের পরিচিতি বাড়াতে তারা ফাউন্ডেশন স্টাফ বা অন্যান্য এডভাইসরি দলের সাথে কাজ করে থাকেন।

যখন এই আন্দোলন কৌশল বাস্তবায়িত হবে তখন কে এটি মূল্যয়নের দায়িত্বে থাকবে?

যখন আন্দোলন কৌশল প্রক্রিয়া শেষ হবে তখন প্রতিটি সংগঠিত দল তাদের আন্দোলন কৌশল নির্ধারণ করবে। দ্বিতীয় পর্বে সংগঠিত দলসমূহ পরবর্তী ৩-৫ বছরে তাদের আন্দোলন কৌশল কেমন হবে সেটি নির্ধারণ করবে। যখন এটি সমাপ্ত হবে বর্তমান আন্দোলন কৌশল সম্পর্কে দ্বিতীয় ধাপে পর্যালোচনা অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়ার সময় আমাদের লক্ষ অর্জনে একটি প্রক্রিয়া ঠিক করা হবে।

বাজেট

এই আন্দোলন কৌশল নির্ণয় করতে কেন এই ২.৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যায় হবে?

আমাদের উইকিমিডিয়া আন্দোলনের মতে এমন বড় ও বৈচিত্র সংস্থার কৌশল নির্ধারণ করা একটি সময় সাপেক্ষ ব্যাপারে ও অনেক রিসোর্সের প্রয়োজন যেগুলো শুধুমাত্র স্বেচ্ছাসেবার মাধ্যমে সম্ভব নয়। এর মধ্যে রয়েছে কনসালনেন্ট, কন্ট্রাক্টর ও স্বেচ্ছাসেবকদের একসাথে আলোচনা ও তাদের ভ্রমণ ব্যয় সহ বিভিন্ন কিছুর উপর নির্ভর করে। তার উপর স্বেচ্ছাসেবকগণ সব সময় কিছু নির্দিষ্ট বিষয়বস্তু উন্নত করার কাজে সময় ব্যয় করেন সুতরাং এখানেও কিছু বাড়তি রিসোর্সের প্রয়োজন।

উদাহরণস্বরুপ, ২০০৯ সালের কৌশল নির্ধারণীতে ১ মিলিয়ন মার্কিন ডলার বাজেট ব্যয় করা হয়েছিল এবং এটি শুধুমাত্র অনউইকি ও ইংরেজিতে অনুষ্ঠিত হয়েছিল। এই সময় থেকে এখন পর্যন্ত সবকিছুই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কিভাবে আর ব্যাপকত মানুষের কাছে পৌঁছানো যায় এ ব্যাপারে ফাউন্ডেশনের ধারণাও পরিবর্তন ঘটেছে। এরফলে এই প্রক্রিয়াটি বিভিন্ন ভাষায় এসাথে অনুষ্ঠিত হচ্ছে।

কিভাবে এই ২.৫ মিলিয়ন মার্কিন ডলার যোগাড় করা হয়েছে?

প্রথম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ক্যাথরিন মাহ্‌র ফাউন্ডেশনের সতন্ত্র ব্যক্তি সাথে আলোচনা করে কৌশল নির্ধারণী আলোচনার জন্য প্রাথমিক পরিকল্পনা তৈরি করেন। পরবর্তীতে গত বছর সমূহের অডিটি প্রতিবেদনের উপর নির্ভর করে কোন পরিকল্পনা পূর্বে কাজ করেনি সেগুলো নির্ণয় করেছেন। মূল দল সে প্রতিবেদনগুলোর উপর পর্যবেক্ষন সাপেক্ষ একটি নীতিমালা প্রণয়ন করেছে। এরপর তারা কমিউনিটি এনগেইজমেন্ট ডিডপার্টমেন্ট কিভাবে সম্প্রদায়ের সাথে যুক্ত হওয়া যায় সে বিষয়ে প্রতিবেদন দিয়েছে।

এই আলোচনাগুলোর উপর ভিত্তি করে ফাউন্ডেশন একটি বাজেট প্রণয়ন করেছে। এই বাজের মধ্যে সব কিছু অন্তর্ভূক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বার্লিন সম্মেলনে আরও ১৫০ জন বাড়তি অংশগ্রহণকারীকে নিয়ে যাওয়া।

ক্যাথরিন বোর্ড অব ট্রাস্টির নভেম্বর মিটিং-এ এই বাজেট উত্থাপণ করেন যেখানে বোর্ড কর্তৃক এটি পাশ করা হয় যার অর্থ বছর ২০১৬-১৭ এবং ২০১৭-১৮।

কিভাবে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে?

এই টাকার একটি বড় অংশ ব্যয় হচ্ছে নন-ফাউন্ডেশন স্টাফ যেমন, কন্ট্রাক্টর, কনসালনেন্ট, মুখমুখি সাক্ষাত, বার্লিন উইকিমিডিয়া কনফারেন্স ও ভ্রমণ ব্যয় হিসেবে। এছাড়াও দ্বিতীয় ধাপের জন্য (সেপ্টেম্বর ২০১৭) কিছু অনুদান রয়েছে যা এখনো নির্ণয় করা হয়নি।