প্রযুক্তি সংবাদের সাপ্তাহিক সারাংশের মাধ্যমে আপনি সফটওয়্যারের সাম্প্রতিক পরিবর্তনগুলি সম্পর্কে জানতে পারবেন। এই পরিবর্তনগুলির ফলে আপনি ও উইকিমিডিয়ার অন্যান্য ব্যবহারকারীরা সম্ভবত প্রভাবিত হতে পারেন। গ্রাহক হোন এবং অবদান রাখুন।
পূর্ববর্তী | ২০১৩, সপ্তাহ নং ৪৯ (সোমবার ০২ ডিসেম্বর ২০১৩) | পরবর্তী |
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
এই সংবাদপত্রটি মিডিয়াউইকি বার্তা প্রদানকারী ব্যবহার করে পাঠানো হয়।
নতুন বৈশিষ্ট্য
- CommonsMetadata বৈশিষ্টটি সকল উকিতে সক্রিয় করা হয়েছে। এর ফলে মাল্টিমিডিয়া ফাইলগুলোতে লাইসেন্স সংক্রান্ত তথ্যের মত সংস্লিষ্ট মেটাডাটাগুলোও যুক্ত হয়ে যাবে। কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে এই তথ্যগুলো পড়া যাবে। কমন্স ছাড়াও অন্যান্য উইকিগুলোতে এটি ব্যবহার করা যাবে। আপনার উইকিতে মেটাডাটা বর্ণনা করার টেমপ্লেট সম্পাদনা করে এটি সংযুক্ত করা যাবে। [১]
- উইকিমিডিয়া সাইটগুলোতে ব্যবহৃত জাভাস্ক্রিপ্টগুলো এখন থেকে আপনার কম্পিউটারের লোকাল স্টোরেজে সংরক্ষিত থাকবে এরফলে সাইট লোড হতে আগের থেকে কম সময় লাগবে। [২]
- দৃশ্যমান সম্পাদকে এখন থেকে যে কোনো ধরনের ফরম্যাট করা লেখা প্রতিলেপন করা যাবে, এমন কি অন্য কোনো দৃশ্যমান সম্পাদকের তথ্য অনুলিপি/প্রতিলেপন করলেও লেখাগুলো সঠিক ফরম্যাটে থাকবে। [৩]
- আপনার পছন্দসমূহে দৃশ্যমান সম্পাদক সক্রিয় থাকুক বা নাই থাকুক আপনি ব্রাউজারের ঠিকানা দণ্ডে নির্দিষ্ট
?veaction=edit
ব্যবহার করে যে কোনো পাতা দৃশ্যমান সম্পাদকে সম্পাদনা করতে পারবেন। [৪] - অনেকগুলো বাগ সমাধান করা হয়েছে, এবং পাতা সংরক্ষণসহ অন্যান্য কাজগুলো এখন থেকে আগের তুলনায় দ্রুত সম্পন্ন করা যাবে। [৫]
ত্রুটিসমূহ
- নতুন অনুসন্ধান সরঞ্জামে ("CirrusSearch") ত্রুটির কারণে, এটি চালু রয়েছে এমন সকল উইকি থেকে এটি অপসারণ করা হয়েছিলো, এবং পরবর্তীতে পুনরায় চালু করা হয়। [৬]
ভবিষ্যৎ পরিকল্পনা
- মিডিয়াউইকি 1.23wmf6, ৫ ডিসেম্বর থেকে টেস্ট উইকিতে সক্রিয় আছে। ১০ ডিসেম্বর উইকিপিডিয়ার সহপ্রকল্পগুলোতে এটি সক্রিয় করা হবে এবং সকল ভাষার উইকিপিডিয়ায় সক্রিয় করা হবে ১২ ডিসেম্বর তারিখে (calendar)।
- ইথার প্যাডের পুরাতন সংস্করণটি (একটি নতুন সংস্করণ চালু রয়েছে) ৩০ ডিসেম্বর, ২০১৩ তারিখে অপসারণ করা হবে। এই তারিখের পূর্বেই আগে তৈরী করা প্যাডগুলো সংরক্ষন কর করতে পারবেন। পুরাতন ঠিকানায় এগুলো পাওয়া যাবে https://etherpad-old.wikimedia.org। [৭]
প্রযুক্তি দূত দ্বারা প্রস্তুতকৃত ও বৈশ্বিক বার্তা প্রদানকারী দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।