প্রযুক্তি সংবাদের সাপ্তাহিক সারাংশের মাধ্যমে আপনি সফটওয়্যারের সাম্প্রতিক পরিবর্তনগুলি সম্পর্কে জানতে পারবেন। এই পরিবর্তনগুলির ফলে আপনি ও উইকিমিডিয়ার অন্যান্য ব্যবহারকারীরা সম্ভবত প্রভাবিত হতে পারেন। গ্রাহক হোন এবং অবদান রাখুন।
পূর্ববর্তী | ২০১৩, সপ্তাহ নং ৫০ (সোমবার ০৯ ডিসেম্বর ২০১৩) | পরবর্তী |
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
নতুন বৈশিষ্ট্য
- Special:RecentChanges এবং Special:Watchlist পাতায় ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। [১]
- আপনার উইকিতে যদি ("CirrusSearch") চালু থাকে, তবে আপনি বেটা বৈশিষ্ট্যের পছন্দসমূহে "নতুন অনুসন্ধান" বিকল্পটি সক্রিয় করে ব্যবহার করতে পারবেন। [২]
- সরঞ্জামদণ্ড আগের থেকে সহজ করা হয়েছে, এখন লেখায় বিভিন্ন শৈলী (গাড়, বাঁকা, নিন্মরেখা ইত্যাদি) সংযোজন বোতামগুলো একই মেনুতে দেয়া হয়েছে, একই সাথে "সন্নিবেশ" নামের নতুন একটি মেনু সংযোজন করা হয়েছে। [৩]
- লেখার মাঝে বিশেষ বিশেষ অক্ষর ব্যবহার করার মৌলিক একটি সরঞ্জাম সংযোজন করা হয়েছে। translatewiki.net থেকে মিডিয়াউইকি ইন্টারফেস পরিবর্তন করার মাধ্যমে নির্দিষ্ট ভাষার সাথে সংগতিপূর্ণ অতিরিক্ত বিশেষ অক্ষরগুলো সংযোজন করা যাবে।
- "সূত্র" নামে গাণিতিক সূত্র লেখার একটি সরঞ্জাম সংযোজন করা হয়েছ। [৪]
ত্রুটিসমূহ
- "Create a book" সরঞ্জাম (Collection) ব্যবহার করে বই তৈরীর পর এটি দিয়ে কেবলমাত্র পিডিএফ ফরম্যাটে আমদানি করা যাচ্ছিলো। এই পরিবর্তনগুলো ফিরিয়ে নেয়া হয়েছে। [৫]
- যে সকল উইকিতে নতুন অনুসন্ধান সরঞ্জামটি ব্যবহার করা হচ্ছে সেগুলোতে সরঞ্জাম ব্যবহার করে প্রবেশ করার পদ্ধতিটি ("OAuth") অকার্যকর হয়ে গিয়েছিলো। [৬] [৭]
- একটি ত্রুটির কারণে এটি নিউজলেটারটি নতুন মিডিয়াউইকি বার্তা প্রদানকারী পদ্ধতিতে এবং সম্প্রদায়ের পাতাগুলোতে পুরাতন EdwardsBot ব্যবহার করে পাঠানো হচ্ছে। [৮]
ভবিষ্যৎ পরিকল্পনা
- মিডিয়াউইকি 1.23wmf7, ১২ ডিসেম্বর থেকে টেস্ট উইকিতে সক্রিয় আছে। ১৭ ডিসেম্বর উইকিপিডিয়ার সহপ্রকল্পগুলোতে এটি সক্রিয় করা হবে এবং সকল ভাষার উইকিপিডিয়ায় সক্রিয় করা হবে ১৯ ডিসেম্বর তারিখে (calendar)।
- যে সকল SVG ছবির অন্যান্য ভাষার অনুবাদ রয়েছে সেগুলোর জন্য খুব শিঘ্রই ছবির পাতায় ভাষা নির্বাচন করার বোতাম যোগ করা হবে, যেটি ব্যবহার করে ভাষা পরিবর্তন করা যাবে। (উদাহারণ দেখুন) [৯]
- GLAMToolset, হল একটি বিশেষ সরঞ্জাম, যর মাধ্যমে GLAM দলগুলো একই সাথে বহু ছবি উইকিমিডিয়া কমন্সে আপলোড করতে পারবে। ১৭ ডিসেম্বর থেকে এটি কমন্সে যুক্ত করা হচ্ছে। [১০]
- ইংরেজি উইকিপিডিয়াতে খসড়া নামের নতুন একটি নাম স্থান যুক্ত করা হচ্ছে। এর ফলে নতুন পাতা তৈরী করা সহজ হবে এবং দৃশ্যমান সম্পাদক সক্রিয় থাকলে সেটি এ পাতায় ব্যবহার করা যাবে। [১১] [১২]
অন্যান্য
- নভেম্বর ২০১৩ এর কারিগরি রিপোর্টের সারাংশ থেকে দৃশ্যমান সম্পাদক, মোবাইল এবং অন্যান্য বৈশিষ্ট থেকে বিস্তারিত জানা যাবে। [১৩]
প্রযুক্তি দূত দ্বারা প্রস্তুতকৃত ও বৈশ্বিক বার্তা প্রদানকারী দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।