সর্বজনীন আচরণবিধি/সংশোধিত প্রয়োগ নির্দেশিকা/ভোটার তথ্য
The recent community-wide vote on the Universal Code of Conduct revised Enforcement Guidelines has been tallied and scrutinized. After 3097 voters from 146 Wikimedia communities voted, the results are 76% in support of the Enforcement Guidelines, and 24% in opposition. Statistics and detailed summary of comments submitted during the vote are available. Thank you to everyone who participated. |
সিকিওরপোল এর মাধ্যমে ২০২৩ সালের ১৭ জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি ২৩:৫৯:৫৯ (ইউটিসি) পর্যন্ত সর্বজনীন আচরণবিধি (ইউসিওসি)-এর সংশোধিত প্রয়োগ নির্দেশিকা অনুসমর্থন ভোট অনুষ্ঠিত হবে। উইকিমিডিয়া সম্প্রদায়ের সকল যোগ্য ভোটার প্রয়োগ নির্দেশিকা বাস্তবায়নের পক্ষে অথবা বিপক্ষে ভোট দিতে পারবেন ও তাঁদের ভোটের কারণ ও মতামত জানাতে পারবেন। ইউসিওসির প্রয়োগ রূপরেখা ও পদ্ধতি প্রস্তুত করার জন্য প্রয়োগ নির্দেশিকার অনুসমর্থন জরুরী। ভোটার হবার যোগ্যতাসহ ভোট দেবার আরো বিস্তারিত নির্দেশনা নিচে পাওয়া যাবে।
এছাড়াও ভোট দেওয়ার তথ্যের জন্য ভোটদান প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী দেখুন।
ভোটদান নির্দেশিকা
যদি আপনি ভোট দেয়ার যোগ্য হোন:
- সর্বজনীন আচরণবিধির সংশোধিত প্রয়োগ নির্দেশিকা পর্যালোচনা করুন।
- প্রয়োগ নির্দেশিকা বাস্তবায়নে সমর্থন না বিরোধিতা করবেন, তা সিদ্ধান্ত নিন। যদি নির্দেশিকার বিরোধিতা করেন, তাহলে আপনার ভোটের সাথে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশিকাতে আপনার প্রস্তাবিত পরিবর্তন লিখুন।
- সিকিওরপোল এর মাধ্যমে আপনার ভোট কিভাবে রেকর্ড করবেন তা জানুন
- সিকিওরপোল ভোটিং পাতায় যান এবং নির্দেশাবলী অনুসরণ করুন।
- সম্প্রদায়ের সদস্যদের অন্যান্য ভোট দিতে স্মরণ করিয়ে দিন!
কীসের ওপর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে?
মধ্য জানুয়ারিতে সর্বজনীন আচরণবিধির প্রয়োগ নির্দেশিকা (ইজিএস) তার দ্বিতীয় সম্প্রদায়ব্যাপী অনুসমর্থন নির্বাচনের ভেতর দিয়ে যাবে। মার্চ ২০২২ নির্বাচনে অধিকাংশই সমর্থন জানিয়েছেন, তবে সম্প্রদায়ের কিছু গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে, যেগুলো বোর্ডের সম্প্রদায় বিষয়ক কমিটি (সিএসি) সংশোধনের অনুরোধ জানায়। সংশোধন কমিটি সম্প্রদায়ের ইনপুট পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন করে। পরবর্তীতে ব্যক্তিগত গোপনীয়তা ও স্বচ্ছতা, প্রশিক্ষণ ও নিশ্চিতকরণের মতো গুরুত্বপূর্ণ স্থানে হালনাগাদ করা হয়।
উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টিজ ইউসিওসি অনুমোদন দেবার পর ইউসিওসি প্রয়োগ নির্দেশিকা প্রস্তাবের উপর সাম্প্রদায়িক নির্বাচনের প্রতি সমর্থন জানায়। ট্রাস্টিরা মধ্যস্থতা কমিটির যৌথ চিঠি ও স্বেচ্ছাসেসেবী কার্যনির্বাহক, অ্যাফিলিয়েট সদস্য এবং খসড়া কমিটির একটি জরিপে উঠে আসা এই নির্বাচনকেও স্বীকৃতি জানায়।
২০৩০ এর কৌশলগত লক্ষ্যের একটি অন্যতম প্রস্তাবনা হলো হয়রানির প্রতি ছাড়বিহীনভাবে সামগ্রিক আন্দোলনের গ্রহণযোগ্য আচরণের একটি বৈশ্বিক ভিত্তি তৈরি করার উদ্দেশ্যে সহযোগিতামূলক প্রক্রিয়ায় ইউসিওসি প্রস্তুত করা।
সর্বজনীন আচরণবিধি প্রয়োগ নির্দেশিকা
সর্বজনীন আচরণবিধি প্রয়োগের জন্য এই নির্দেশিকাগুলি তৈরি করা হয়েছে। বোর্ড অব ট্রাস্টিজ এর আগে ইউসিওসি অনুমোদন দিয়েছিল, তবে সম্প্রদায়ের ভেতর তখন কোনো আলাদা ভোট হয়নি। প্রতিরোধমূলক, অনুসন্ধানী, তদন্তমূলক ও সর্বজনীন আচরণবিধি লঙ্ঘন নিয়ে কাজ করবার জন্য অন্যান্য কার্যক্রম এর ভেতর অন্তর্ভুক্ত। ইউসিওসি প্রয়োগ মূলত সকল অনলাইন ও অফলাইন উইকিমিডিয়া প্রকল্প, আয়োজন এবং তৃতীয় পক্ষীয় প্লাটফর্মে হোস্টকৃত প্রাসঙ্গিক স্থানে নিয়োজিত কার্যনির্বাহকদের দ্বারা নির্বাহ হবে, তবে এতে সীমাবদ্ধ নয়। এটি সংগঠিত, নিমতান্ত্রিক ও ধারাবাহিকভাবে সমগ্র উইকিমিডিয়া আন্দোলনে প্রয়োগ করা হবে।
সংশোধিত ইউসিওসি প্রয়োগ নির্দেশিকা দুটি অংশ নিয়ে গঠিত:
- প্রতিরোধমূলক কার্যক্রম
- এর মধ্যে রয়েছে ইউসিওসি সচেতনতা প্রচার, ইউসিওসি প্রশিক্ষণের প্রস্তাবনা প্রভৃতি।
- প্রতিক্রিয়ামূলক কার্যক্রম
- ফাইলিং এর বিস্তারিত প্রক্রিয়া, অভিযোগকৃত লঙ্ঘন প্রক্রিয়াকরণ, অভিযোগকৃত লঙ্ঘন প্রক্রিয়াকরণের জন্য সম্পদ সরবরাহ, লঙ্ঘনের ক্ষেত্রে প্রয়োগ পদ্ধতির নকশা প্রস্তুতকরণ।
কেন আপনার ভোট দেয়া জরুরী?
ইউসিওসি প্রয়োগ রূপরেখা, পদ্ধতি ও কার্যক্রম চূড়ান্তকরণের জন্য প্রয়োগ নির্দেশিকার অনুসমর্থন খুব জরুরী। ইউসিওসির প্রতি সম্প্রদায়ের সমর্থন মূল্যায়ন এবং ভোটারদের বর্তমান প্রস্তাব সম্পর্কে কোনো উদ্বেগ থাকলে তার প্রতিক্রিয়া সংগ্রহকে মাথায় রেখে প্রয়োগ নির্দেশিকার অনুসমর্থন নির্বাচন সাজানো হয়েছে। তাই এই নির্বাচনে আপনার কণ্ঠস্বর সবার শুনতে পাওয়া খুব জরুরী এবং যদি আপনি "না" ভোট প্রদান করে থাকেন, তাহলে নির্দেশিকার ঠিক কোন অংশে আপনার মতামত রয়েছে, এবং কেন আপনি তার সাথে একমত নন, সেটি স্পষ্ট করা জরুরী।
সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই নির্বাচন:
- আপনার উইকিমিডিয়া প্রকল্পসমূহের দৃষ্টিভঙ্গি বৈশ্বিক নির্বাচনে প্রতিনিধিত্ব করবে।
কীভাবে ভোট দিবেন
অনুগ্রহ করে আপনার ভোটদানের অভিজ্ঞতা নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় তথ্য পেতে সিকিওরপোলে যাবার পূর্বে এই অনুচ্ছেদটি পড়ে নিন
- ব্যালট আপনাকে ভোটের প্রশ্ন প্রদান করবে এবং দুটো দুটো বিকল্প প্রদান করবে। অনুগ্রহ করে "না" অথবা "হ্যাঁ" বাছাই করুন। "হ্যাঁ" বা "না" ব্যতীত কোন ভোট চূড়ান্ত গণনায় অন্তর্ভুক্ত করা হবেনা।
- একটি "মন্তব্য" বাক্স আপনাকে প্রস্তাবিত নির্দেশিকা বিষয়ক আপনার যেকোনো মন্তব্য প্রদানের জন্য স্থান তৈরি করে দেবে।
- এরপর আপনার ভোট রেকর্ড করা হয়েছে মর্মে সিকিওরপোল আপনাকে বিজ্ঞপ্তি প্রদান করবে।
- এই নির্বাচনে পুনর্ভোটদান করা যাবে। একবার ভোট দেওয়ার পর পুনরায় ভোট দিলে পূর্ববর্তী ভোটদান বাতিল গণ্য হবে। যতবার ইচ্ছা পুনর্ভোটদান করা যাবে।
কিভাবে ভোটের ফলাফল নির্ধারণ করা হবে?
বোর্ড অব ট্রাস্টিজের অনুসমর্থনের জন্য অংশগ্রহণকারী ব্যবহারকারীদের ভেতর থেকে ন্যূনতম ৫০% সমর্থন থাকতে হবে। বর্তমানে আন্দোলনে পাশ/ফেল ভোটিং প্রক্রিয়ার একক কোনো অনুশীলন নেই। (কিছু প্রক্রিয়ায় অতিসংখ্যাগরিষ্ঠতা (দুই তৃতীয়াংশ), কিছু প্রক্রিয়ায় সাধারণ সংখ্যাগরিষ্ঠটা (৫০% + ১) অনুসরণ করা হয়, আবার কিছু প্রক্রিয়ায় সংখ্যাগত ভোট গণনাকে একেবারেই এড়িয়ে চলা হয়।) বাস্তব জীবনের অধিকাংশ নির্বাচনের সাথে মিল রেখে এই প্রক্রিয়ার জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নীতি বাছাই করে নেয়া হয়েছে।
স্বাধীন একদল স্বেচ্ছাসেবক কর্তৃক বিবেচনার পর ফলাফল প্রকাশিত হবে। প্রথম ভোটের ক্ষেত্রে ভোটদানকারীরা একইসাথে ভোট প্রদান করতে এবং নির্দেশিকা সম্পর্কে তাঁদের মন্তব্য প্রদান করতে পারবেন। বোর্ড অব ট্রাস্টিজ সমর্থনের পরিমাণ ও উঠে আসা মতামত বিবেচনাপূর্বক প্রয়োগ নির্দেশিকায় অনুসমর্থন বা উন্নয়নের প্রয়োজনীয়তা যাচাই করবেন।
উইকিমিডিয়া ফাউন্ডেশনের বাইরের কোনো ব্যক্তি কি সত্যতা যাচাই করার জন্য নির্বাচন পর্যবেক্ষণের সাথে জড়িত হবেন?
আন্দোলনের নির্বাচন ও সত্যতা যাচাই প্রক্রিয়ায় অভিজ্ঞতাসম্পন্ন স্বেচ্ছাসেবী উইকিমিডিয়ানরা নির্বাচনের ফলাফল যাচাই করবেন। নির্বাচন পর্যালোচকরা হলেন:
- HakanIST
- Operator873
- AmandaNP (reserve)
- DerHexer (reserve)
ভোটদানের যোগ্যতা
সাধারণ নিয়ম
ভোটদানে যোগ্য বিবেচিত হবার জন্য আপনি কোনোভাবেই একটির বেশি প্রকল্পে বাধাপ্রাপ্ত হতে পারবেন না।
সম্পাদকমণ্ডলী
আপনার যতগুলো অ্যাকাউন্টই থাকুক, যেকোনো উইকিমিডিয়া উইকির যেকোনো একটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকেই আপনি ভোটদান করতে পারবেন। যোগ্য বিবেচিত হবার জন্য, এই নির্দিষ্ট অ্যাকাউন্ট অবশ্যই:
- একের বেশি প্রকল্পে বাধাপ্রাপ্ত হতে পারবেনা;
- এবং বট হতে পারবেনা;
- এবং উইকিমিডিয়া উইকিগুলোতে ২০২৩ সালের ৩রা জানুয়ারি পর্যন্ত ন্যূনতম ৩০০ টি সম্পাদনা থাকতে হবে;
- এবং ২০২২ সালের ৩রা জুলাই থেকে ২০২৩ সালের ৩রা জানুয়ারি পর্যন্ত ন্যূনতম ২০ টি সম্পাদনা থাকতে হবে।
দ্রুততম সময়ের ভেতর ভোটার হবার যোগ্যতার সাধারণ যাচাইয়ের জন্য অ্যাকাউন্টের যোগ্যতা যাচাইকরণ সরঞ্জাম ব্যবহার করা যেতে পারে।
কারিগরি অবদানকারী বা ডেভেলাপার
ডেভেলাপাররা ভোট দেবার উপযুক্ত বিবেচিত হবেন যদি:
- শেলে প্রবেশাধিকারপ্রাপ্ত উইকিমিডিয়া সার্ভারের প্রশাসক হয়ে থাকেন
- ২০২২ সালের ৩রা জুলাই থেকে ২০২৩ সালের ৩রা জানুয়ারি পর্যন্ত যেকোনো গেরিট উইকিমিডিয়া রিপোজ এ অন্তত একটি মার্জড কমিট ধারী হয়ে থাকেন।
বাড়তি মানদণ্ড
- অথবা ২০২২ সালের ৩রা জুলাই থেকে ২০২৩ সালের ৩রা জানুয়ারি পর্যন্ত যেকোনো রিপোতে নন-ডাব্লুএমএফ এক্সটেনশন অথবা যেকোনো নন-ডাব্লুএমএফ স্কিন এ অন্তত একটি মার্জড কমিটধারী হয়ে থাকেন।
- অথবা ২০২২ সালের ৩রা জুলাই থেকে ২০২৩ সালের ৩রা জানুয়ারি পর্যন্ত যেকোনো উইকিমিডিয়া টুল রিপোতে (উদাহরণস্বরূপ ম্যাগনাসটুল) অন্তত একটি মার্জড কমিটধারী হয়ে থাকেন;
- অথবা ২০২৩ সালের ৩রা জানুয়ারির পূর্বে translatewiki.net এ অন্তত ৩০০ সম্পাদনা এবং ২০২২ সালের ৩রা জুলাই থেকে ২০২৩ সালের ৩রা জানুয়ারি পর্যন্ত অন্তত ২০ টি সম্পাদনা ধারী হয়ে থাকেন;
- অথবা যেকোনো উইকিমিডিয়া উইকিতে যে কোন সরঞ্জাম, বট, ব্যবহারকারীর স্ক্রিপ্ট, গ্যাজেট এবং লুয়া মডিউলের রক্ষণাবেক্ষণকারী/অবদানকারী হয়ে থাকেন;
- অথবা উইকিমিডিয়া সম্পর্কিত প্রযুক্তিগত উন্নয়নের নকশা এবং/অথবা পর্যালোচনা প্রক্রিয়ায় সন্তোষজনকভাবে নিয়োজিত থেকে থাকেন।
দ্রষ্টব্য: যদি মূল মানদণ্ডে বিবেচিত হন, তাহলে আপনি সাথে সাথেই ভোটদান করতে পারবেন। সিকিওরপোলের কারিগরি সীমাবদ্ধতার কারণে অন্যান্য মানদণ্ড পূরণ করবার আগ পর্যন্ত বাড়তি মানদণ্ডে বিবেচিত ব্যক্তিরা সরাসরি ভোটদান করতে বিবেচিত নাও হতে পারেন। আপনি যদি মনে করেন আপনি বাড়তি মানদণ্ড পূরণ করছেন, অনুগ্রহ করে নির্বাচন শেষ হবার অন্তত চার দিন আগে অর্থাৎ, ২০২৩ সালের ২৭ জানুয়ারিতে বা তার আগে আমাদের কারণসহ ucocproject@wikimedia.org এ মেইল করুন।
উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা এবং চুক্তিভিত্তিক কর্মী
উইকিমিডিয়া ফাউন্ডেশনের বর্তমান কর্মকর্তা ও চুক্তিভিত্তিক কর্মীরা যদি ২০২২ সালের ১৭ই জানুয়ারির ভেতর ফাউন্ডেশনের কাজে নিয়োজিত থাকেন, তবে তিনি ভোটদানের যোগ্য বলে বিবেচিত হবেন।
উইকিমিডিয়া মুভমেন্ট অ্যাফিলিয়েটসমূহের কর্মকর্তা এবং চুক্তিভিত্তিক কর্মী
বর্তমান উইকিমিডিয়া চ্যাপ্টার, থিমেটিক অর্গানাইজেশন বা ব্যবহারকারী দলের কর্মকর্তা ও চুক্তিভিত্তিক কর্মীরা যদি ২০২২ সালের ১৭ জানুয়ারির ভেতর তাঁদের প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত অবস্থায় থাকেন, তাহলে তাঁরা ভোট দেবার যোগ্য বলে বিবেচিত হবেন।
বিদ্যমান উইকিমিডিয়া চ্যাপ্টার, থিমেটিক অর্গানাইজেশন অথবা ব্যবহারকারী দলের উপবিধিতে বর্ণিত আনুষ্ঠানিক সত্তার সদস্যরা যদি ওই পদে ২০২৩ সালের ৩রা জানুয়ারিতে অধিষ্ঠিত থাকেন, তাহলে তাঁরা ভোটদানের যোগ্য বলে বিবেচিত হবেন।
উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড সদস্য ও অ্যাডভাইজরি বোর্ড সদস্য
উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অব ট্রাস্টিজ ও উইকিমিডিয়া ফাউন্ডেশন অ্যাডভাইজরি বোর্ড এর সাবেক ও বর্তমান সদস্যরা ভোটদানে যোগ্য বলে বিবেচিত হবেন।
উইকিমিডিয়া আন্দোলন কমিটির সদস্যরা
উইকিমিডিয়া আন্দোলন কমিটির বর্তমান সদস্যরা যদি ২০২৩ সালের ৩রা জানুয়ারিতে তাঁদের সেই দায়িত্বে নিয়োজিত থাকেন, তাহলে তাঁরা ভোট দিতে যোগ্য বলে বিবেচিত হবেন।
উইকিমিডিয়া আন্দোলনের সম্প্রদায়ের আয়োজকগণ
সম্প্রদায়ের ইতিবাচক পরিচিতিসম্পন্ন আয়োজকগণ যদি অন্য শ্রেণির অধীনে যোগ্য বলে বিবেচিত না হয়ে থাকেন, তবে তাঁরা নিচের কোনো একটি শর্ত পূরণ করলে যোগ্য বলে বিবেচিত হবেন:
- ২০২১ সালের ১লা সেপ্টেম্বরের পর অন্তত একটি উইকিমিডিয়া ফাউন্ডেশন গ্রান্ট আবেদন, গ্রহণ ও প্রতিবেদন প্রদান করেছেন।
- ২০২২ সালের ৩রা জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩রা জানুয়ারির ভেতর অন্তত একটি অর্থসহায়তাপ্রাপ্ত অন্ত ১০ জনের অংশগ্রহণ ও অন-উইকি ডকুমেন্টেশনসহ হ্যাকাথন, প্রতিযোগিতা অথবা অন্য যেকোনো উইকিমিডিয়া আয়োজনের আয়োজক ছিলেন।
বাড়তি মানদণ্ড
আপনি যদি মনে করেন আপনি বাড়তি মানদণ্ড পূরণ করছেন, অনুগ্রহ করে নির্বাচন শেষ হবার অন্তত চার দিন আগে অর্থাৎ, ২০২৩ সালের ২৭ জানুয়ারিতে বা তার আগে আমাদের কারণসহ ucocproject@wikimedia.org এ মেইল করুন।
ভোটদান বিষয়ক প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন
- আমি কীভাবে আমার ভোটদানের যোগ্যতা যাচাই করবো?
সম্পাদকগণ অ্যাকাউন্টের যোগ্যতা যাচাইকরণ সরঞ্জাম ব্যবহার করে চলমান নির্বাচনে নিজেদের যোগ্যতা যাচাই করতে পারবেন। আপনার সম্পাদনা সংখ্যা ও অবদানের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানার জন্য কেন্দ্রীয় প্রমাণি পাতা বিদ্যমান রয়েছে। - যোগ্যতার শর্ত কীভাবে নির্ধারণ করা হয়?
নির্বাচন শুরুর আগে নির্বাচন কমিটি যোগ্যতার শর্তাবলী নির্ধারণ করে। বোর্ড অব ট্রাস্টিজ নির্বাচনের জন্যই এই একই শর্তই ব্যবহার করা হয়। - যোগ্য ভোটার ভোট দিতে পারছেন না
"দুঃখিত, আপনি এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য অনুমোদিত ব্যবহারকারীদের পূর্বনির্ধারিত তালিকায় নেই" মর্মে আপনি একটি বার্তা পেতে পারেন।সমাধানআপনি লগ ইন করেছেন কিনা তা নিশ্চিত করুন।
আপনি যদি ডেভেলাপার, উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা, উইকিমিডিয়া আন্দোলন কমিটির সদস্য, যোগ্য গ্রান্টপ্রাথী অথবা অ্যাডভাইজরি বোর্ড সদস্য হয়ে থাকেন, তাহলে আপনার নির্দিষ্ট ব্যবহারকারী নাম নাও থাকতে পারে এবং সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি ভোটার তালিকায় যুক্ত করার প্রয়োজন হতে পারে। তালিকায় যুক্ত হবার জন্য ucocproject@wikimedia.org ঠিকানায় যোগাযোগ করুন। ৭২ ঘন্টার ভেতরে আপনাকে তালিকায় যুক্ত করার বিষয়ে জবাব পেয়ে যাওয়া উচিত।
আপনি যদি এর পরেও ভোট দিতে সক্ষম না হয়ে থাকেন এবং আপনি যদি বিশ্বাস করে থাকেন, আপনার ভোটদানে সক্ষম হওয়া উচিত, তাহলে নির্বাচনের আলাপ পাতায় অথবা নির্বাচন কমিটির সাথে ucocproject@wikimedia.org এ যোগাযোগ করুন। ৭২ ঘন্টার ভেতরে কোনো না কোনো জবাব পেয়ে যাওয়া উচিত।
- আমি ভোটউইকিতে লগ ইন করতে পারছি না
ভোট দিতে আপনাকে ভোটউইকিতে লগ ইন করতে হবে না। ব্যালট দেখতে পেলেই বুঝবেন, সিকিওরপোল আপনাকে চিনতে পেরেছে। নিরাপত্তার খাতিরে ভোটউইকিতে শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক একাউন্ট নিবন্ধিত আছে। - আমি কাকে ভোট দিলাম, সেটি কি কেউ দেখতে পারবে?
না, ভোটদান পদ্ধতি নিরাপদ। নির্বাচনে সিকিওরপোল সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। সব ভোটই গোপন। নির্বাচন কমিটি বা বোর্ডের কোনো সদস্য বা উইকিমিডিয়া ফাউন্ডেশনের কোনো কর্মকর্তারই তাতে প্রবেশাধিকার নেই। উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট এন্ড সেফটি টিমের একজন সদস্যের হাতে নির্বাচনের এনক্রিপশন কী আছে। এই কী সক্রিয় করলে নির্বাচন শেষ হয়ে যাবে। - ভোটারদের সম্পর্কে কী কী উপাত্ত সংগ্রহ করা হবে?
নির্বাচন অডিট ও ভোটগণনাকারী অল্প কয়েকজন ব্যক্তি ভোটদাতাদের ব্যক্তিগতভাবে শনাক্তকরণযোগ্য কিছু উপাত্ত দেখতে পারবেন। উপরে বর্ণিত তথ্যানুযায়ী অনুসমর্থন যাচাইকারীদের সম্পর্কে দেখুন।
আইপি ঠিকানা এবং ব্যবহারকারী এজেন্ট এই উপাত্তের ভেতর অন্তর্ভুক্ত। নির্বাচনের ৯০ দিন পর এই উপাত্ত স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
- এই উপাত্ত কীভাবে ব্যবহার করা হবে?
মেটার নির্বাচন ফলাফল পাতাসমূহ এবং নির্বাচন-পরবর্তী বিশ্লেষণ প্রতিবেদনে এই নির্বাচনের পরিসংখ্যান সারাংশ আকারে উপস্থাপন করা হবে। কোনো ব্যক্তিগত চিহ্নিতকরণযোগ্য তথ্য প্রকাশিত হবেনা। ব্যক্তিগত চিহ্নিতকরণযোগ্য তথ্য স্বাধীন ভোটারের সংখ্যা এবং ভোটারদের বৈশ্বিক বিস্তার যাচাই করার কাজে ব্যবহৃত হতে পারে। ভোটদানের সময় ভোটটি গৃহীত হয়েছে মর্মে কোনো নিশ্চয়তা বার্তা আসেনা এবং আমাকে ভোটদান করতে লগইন করতে হবে বলে একটি স্বয়ংক্রিয় বার্তা দেখা যায়। আসলে কী হচ্ছে?
ভোটদানের জন্য আপনাকে ভোটউইকিতে লগইন করতে হবেনা। এটি সম্ভবত ক্যাশিংজনিত বিড়ম্বনা। অনুগ্রহ করে আবারও m:Special:SecurePoll/vote/394 এ ভোতদানের চেষ্টা করুন।
সাথে এটিও জেনে রাখুন যে, আপনি চাইলে আপনার ভোট যতবার খুশি ততবার পরিবর্তন করতে পারবেন। একজন ব্যবহারকারীর বিপরীতে কেবলমাত্র একটি ভোটই গণনা করা হবে, এবং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে যেকোনো পূর্ববর্তী ভোটকে উপেক্ষা করে আপনার নতুন ভোটের দ্বারা পুরনো ভোটকে প্রতিস্থাপন করে দেবে।
ভোটদান সম্পন্ন হলে আপনি পর্দায় একটি প্রাপ্তি স্বীকারপত্র দেখতে পাবেন, যেটি আপনি আপনার ভোটদানের প্রমাণ হিসেবে সংরক্ষণ করতে পারবেন।
- ভোটদানের প্রক্রিয়া একাধিক ভোট প্রদানকারী ব্যবহারকারীদের থেকে কীভাবে সুরক্ষিত রাখা হয়?
প্রতি ব্যবহারকারীর বিপরীতে শুধুমাত্র একটি ভোট গণনা করা হয়। আপনি চাইলে আপনার ভোট যতবার খুশি ততবার পরিবর্তন করতে পারবেন। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে যেকোনো পূর্ববর্তী ভোটকে উপেক্ষা করে আপনার নতুন ভোটের দ্বারা পুরনো ভোটকে প্রতিস্থাপন করে দেবে। - কর্মকর্তাদের কি ভোট প্রদানের কোনোভাবে জন্য কোনো নির্দিষ্ট উপায়ে বাধ্য বা উৎসাহিত করা হচ্ছে?
না, উইকিমিডিয়া ফাউন্ডেশন ও অ্যাফিলিয়েটদের কর্মকর্তাদের কোনোভাবে ভোটদানের জন্য কোনো নির্দিষ্ট উপায়ে উৎসাহিত করা হচ্ছেনা। আমরা সকলকে স্বাধীনভাবে ভোটদানে উৎসাহিত করছি। আচরণবিধির প্রয়োগ নির্দেশিকা ফলপ্রসূ হবার জন্য আমাদের সৎ মতামত প্রয়োজন যেন কোথায় কোথায় উন্নয়ন প্রয়োজন, তা চিহ্নিত করতে পারি। - নির্বাচনের ফলাফল নিয়ে ট্রাস্ট অ্যান্ড সেইফটি দল কি সম্পর্কের দিক থেকে পক্ষপাতদুষ্ট?
আস্থা ও নিরাপত্তা ইউনিটের তিনটি অঙ্গ রয়েছে: পলিসি, ডিজইনফরমেশন ও অপারেশন। পলিসি দল ইউসিওসির কাজে ফ্যাসিলিটেট করছে। পলিসি দল ব্যবহারকারীদের আচরণ তদন্তের সাথে জড়িত নয়। যদিও অপারেশন্স দল পক্ষপাতদুষ্ট নয় বা ভবিষ্যতে হবেনা, তেমনটা ভাবার কোনো কারণ নেই, তবে এই কার্যনির্বাহী ক্ষেত্রের বিভাজন বিশেষত অনিচ্ছাকৃত পক্ষপাতদুষ্টতা এড়ানোর জন্য পরিকল্পিতভাবেই করা হয়েছে। সহযোগিতামূলকভাবে প্রস্তুতকৃত এই নথিটি এর প্রথম পর্যায়েই অনুমোদন পেল কিনা বা এর বাড়তি উন্নয়ন প্রয়োজন হলো কিনা, তার দ্বারা পলিসি দলকে বিচার করা হয়না। দলটি সম্প্রদায়ের সাথে সঠিকভাবে কাজ করতে পারছে কিনা, তার ভিত্তিতে দলটিকে বিচার করা হয়। এর অর্থ হলো সম্প্রদায়ের সাথে কাজ করার জন্য ইউসিওসি প্রয়োগের একটি সহযোগিতামূলক প্রক্রিয়া দাঁড় করানো। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করাই আমাদের লক্ষ্য। - এখানে উল্লেখ হয়নি এমন অন্য যেকোনো প্রশ্ন
কারিগরি অথবা ভোট সিস্টেমের ত্রুটির জন্য অনুগ্রহ করে ucocproject@wikimedia.org তে মেইল করুন। অনুগ্রহ করে আপনি যে ব্যবহারকারী নাম দ্বারা এবং যে প্রকল্প থেকে ভোটদানের চেষ্টা করছেন, তা উল্লেখ করুন। প্রকল্প দলের একজন সদস্য যথাশীঘ্র আপনার মেইলের জবাব দেবেন।