উইকিমিডিয়া চ্যাপ্টার্স এসোসিয়েশন/চ্যাপ্টার কাউন্সিল কার্যকরী কমিটি গঠন
শুভেচ্ছা সবাইকে,
WCA – index |
---|
|
গত শনিবার উইকিমিডিয়া আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন ছিল যখন পঁচিশটি চ্যাপ্টার উইকিমিডিয়া চ্যাপ্টার্স এসোসিয়েশনে যোগদানের ইচ্ছা প্রকাশ করে এবং আরো সাতটি চ্যাপ্টার প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে তাদের সমর্থন ব্যক্ত করে ।
এই এসোসিয়েশনটি যথেষ্ট আলাপ–আলোচনার পর, বেশকিছু সংশোধনী গ্রহন বা বাতিল করে, একটি মুক্ত আলোচনার মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহনের ভিত্তিতের প্রতিষ্ঠিত হয়েছে । সংগঠনের সনদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহনের পর এসোসিয়েশনের প্রতিষ্ঠা কার্যক্রম পরিচালনার জন্য সভা চারজনের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় । এই কমিটির সদস্যরা হলেন ডেমিয়ান ফিনোল, ফ্রিডা ব্রিওস্চি, ক্রেইগ ফ্র্যাংকলিন এবং তোমের আশুর, এবং এরা ২০১২ সালের উইকিম্যানিয়ার আগ পর্যন্ত সেচ্ছাসেবী হিসাবে কাজ করে যাবেন এবং এরপর নিয়োগকৃত বেতনভুক্ত সেক্রেটারি জেনারেলের কাছে তারা কাজ হস্তান্তর করবেন ।
এই কমিটি তাদের প্রথম মিটিং করে রবিবার যেখানে নিম্নোক্ত সিদ্ধান্তগুলো নেয়া হয়:
- আমাদের আন্দোলনের বহুভাষী প্রকৃতি বিবেচনায়, এই কমিটি তার প্রস্তাবগুলো এসপেরান্তো ভাষায় প্রকাশ করবে যাতে অন্যান্য ভাষায় অনুবাদ করা সহজ হয় ।
- কমিটি মেটা উইকি, ইমেইল, IRC এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমের দ্বারা একটি খোলামেলা প্রক্রিয়া অবলম্বন করবে যাতে করে তারা যে কারও কাছ থেকে যতটা সম্ভব বেশি ইনপুট পায় ।
- এই কমিটিকে এসোসিয়েশনের জন্য একটি কাঠামো তৈরি করতে হবে । এর মধ্যে সবচেয়ে জরুরী বিষয়গুলো হল:
- নিবন্ধনের জন্য দেশ নির্বাচন করা - সিদ্ধান্ত নেয়া হয়েছে যে এই কমিটি একটি খসড়া প্রকাশ করবে যাতে স্থান নির্ধারনের মানদন্ডসমূহ থাকবে । কমিটি তারপর মানদণ্ডগুলো সম্পর্ক সম্প্রদায় থেকে তথ্য সংগ্রহ করবে এবং প্রাপ্ত তথ্যগুলো বাইরের একটি প্রতিষ্ঠানকে দেয়া হবে যাদের আন্তর্জাতিক সংস্থার নিবন্ধনের ব্যাপারে বিশেষ দক্ষতা রয়েছে যাতে করে তারা সম্ভাব্য স্হানগুলোর ব্যাপারে সুপারিশ করতে পারে ।
- সেক্রেটারি জেনারেল নিয়োগে পরামর্শ প্রদান - সম্প্রদায়ের মতামতের ওপর ভিত্তি করে কমিটি সেক্রেটারি জেনারেলের কর্মবিবরণীর একটি খসড়া উপস্থাপণ করবে এবং পরবতীতে এটি প্রকাশ করা হবে এই পদে নিয়োগের জন্য । এ ব্যাপারে সদস্য চ্যাপ্টারগুলোর নির্বাচিত কাউন্সিল সদস্যবৃন্দ উইকিম্যানিয়া ২০১২ এর আগে অনলাইনে সিদ্ধান্ত গ্রহন করবেন ।
- কমিটি এবং এসোসিয়েশনের কাজের জন্য একটি খোলা এবং স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়া তৈরি করা ।
চ্যাপ্টারগুলোর স্বাক্ষরকৃত সনদ আপনি এখানে পাবেন: http://meta.wikimedia.org/wiki/WCA_Charter । এই কমিটির সদস্যবৃন্দ আশা করেন যে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ সংগঠনের নির্মানে অংশগ্রহন করবেন ।
আমরা এই এসোসিয়েশনের সাফল্যের ব্যাপারে আমাদের অঙ্গীকর ঘোষনা করছি ।
ফ্রিডা ব্রিওস্চি, ক্রেইগ ফ্রাংকলিন, তোমের আশুর এবং ডেমিয়ান ফিনোল
উইকিমিডিয়া চ্যাপ্টার্স এসোসিয়েশনের গঠনের আহবায়কবৃন্দ