উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০১৩/কমিটি
The election ended 22 June 2013. No more votes will be accepted. The results were announced on 24 June 2013. |
"২০১৩ বোর্ড নির্বাচন কমিটি" বোর্ড অফ ট্রাস্টিজের তত্ত্বাবধানে বোর্ড কর্তৃক তাদের ওপর অর্পিত ক্ষমতাবলে নির্বাচন অনুষ্ঠানের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে এবং নির্বাচনের বিষয়ে বোর্ডকে সুপারিশ দিতে পারে।
সদস্যপদ
২০১৩ উইকিমিডিয়া বোর্ড অফ ট্রাস্টিজ নির্বাচন অনুষ্ঠান করতে বোর্ড অফ ট্রাস্টিজ্ কর্তৃক নিযুক্ত সদস্যদের নিয়ে কমিটি গঠিত হয়। কমিটির সদস্যগণকে অবশ্যই এক বা একাধিক উইকিমিডিয়া প্রকল্পের সম্পাদক হতে হবে, তারা বোর্ড অফ ট্রাস্টিজ অথবা নির্বাচনের প্রার্থী হতে পারবেনা না এবং নির্বাচনে ভোট দিতে পারবেন না।
ফেব্রুয়ারি ৫, ২০১৩-এ ঘোষিত, কমিটি নিম্নলিখিত সদস্যদের নিয়ে গঠিত হয়ঃ
নাম | ভাষাসমূহ | অবস্থান (সময় অঞ্চল) |
---|---|---|
Ferdinando Scala | it, nap, en-5, fr-5, es-2 | San Giorgio a Cremano, Italy (UTC+1) |
Jon Harald Søby | nb, en-3, sv-3, de-2, da-2, es-1, eo-1, ro-1, sw-1 | Trondheim, Norway (UTC+1) |
Katie Chan | en, yue | Lincoln, England (UTC+0) |
Ralf Roletschek | de, es-2, ru-1, cs-1, ca-1, en-0 | Eberswalde, Germany (UTC+1) |
Risker | en, fr-2 | Toronto, Canada (UTC-5) |
Philippe Beaudette কর্মীদের সাহায্যকারী এবং লিয়াজোঁ হিসেবে কাজ করেন এবং তার সাথে আইনি বিষয়ে সহায়তা প্রদান করতে আছেন Geoff Brigham।
কার্যসমূহ
বোর্ড নির্বাচনের পরিকল্পনা এবং মানদন্ড বজায় রাখার জন্য কমিশন দায়বদ্ধ। উদাহরণস্বরূপ, ভোট দেওয়ার ধরণ, ভোটাধিকারের মানদণ্ড, প্রার্থীতার জন্য মানদণ্ড, মেটাতে অফিসিয়াল নির্বাচন সংক্রান্ত পাতাগুলি সাজানো এবং রুপরেখা দেয়া, প্রার্থী এবং ভোটারদের মানদণ্ড যাচাইকরা, ভোট নিরীক্ষার মাধ্যমে কোন নকল ভোট বা অন্য সমস্যা আছে কিনা তা নিশ্চিত করা, ইত্যাদি।