কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/উৎস/চক্র ২/ ৪ই জুন থেকে ১১ই জুন পর্যন্ত সারাংশ
দ্বিতীয় চক্রের আলোচনার ৪ই জুন থেকে ১১ই জুন পর্যন্ত বিভিন্ন সম্প্রদায়ের আলোচনার সারাংশ নিয়ে এই পাতা তৈরি করা হয়েছে। এই পাতায় ব্যবহৃত বিভিন্ন ভাষাকোড সমূহ ইতিমধ্যে বিদ্যমান ভাষা কোড অনুসারেই তৈরি করা হয়েছে। উদাহরণস্বরুপ, আরবী উইকিপিডিয়ার ভাষাকোড হল এআর এবং এই পাতাতে আরবি উইকিপিডিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এআর। এই প্রতিবেদন তৈরির সময় উক্ত উৎস পাতায় কতটি মন্তব্য রয়েছে এ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সম্প্রদায় ভিত্তিক সারাংশে মন্তব্যের সংখ্যাও জুড়ে দেওয়া হয়েছে। যেমন, কোন পাতাকে ৩ম থেকে ৪ম থাকলে বুঝতে হবে এই প্রতিবেদন লেখার সময় সংশ্লিষ্ঠ উৎস পাতাতে ৪টি মন্তব্য ছিল এবং প্রতিটি মন্তব্য তৃতীয় মন্তব্য থেকে শুরু হয়েচে। দ্বিতীয় পর্বের আলোচনার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারাংশও দেখুন।
- থিমের ধারণা
- স্বাস্থ্যকর, সর্বব্যাপী সম্প্রদায়
- উদ্দীপিত সময়
- একটি সত্যিকারের বৈশ্বিক আন্দোলন
- জ্ঞানের সর্বাধিক স্বীকৃত উৎস
- জ্ঞানের বাস্তুতন্ত্রে জড়িত হওয়া
স্বাস্থ্যকর, সর্বব্যাপী সম্প্রদায় - ক
- অ্যাফিলিয়েশন কমিটির আলোচনা অনুসারে (১ম থেকে ৪৫ম) থিম ক উইকিমিডিয়া আন্দোলনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটি অনুসরণ করলে উইকিমিডিয়া আন্দোলন সবচেয়ে বেশি লাভবান হবে।(§AffCom5) (§AffCom10) এ থিমটি নিয়ে আলোচনা করার সময় তারা অনুদান বিতড়ন,(§AffCom16) যোগাযোগ বৃদ্ধি, ক্যাপাসিটি বৃদ্ধি, অ্যাফিলিয়েটের সাথে আলোচনার বিষয়টি গুরুত্ব পায়। (§AffCom21) তারা এছাড়াও এনজিও, সরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাইবার দলসমূহের সাথে কোলাবোরেশন বৃদ্ধির কথাও বলেন। (§AffCom22)
- আরবি সম্প্রদায়ের আলোচনা অনুসারে (৮ম থেকে ১৬ম), তারা মনে করেন এই থিমটি গুরুত্বপূর্ণ (§Ar12) এবং তারা ব্যবহারকারী পর্যালোচনার কথা বলেন। (§Ar9)
- ডাচ উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (১ম থেকে ২৩ম), তারা পরামর্শ দেন ব্যবহারকারী নাম থেকে ডাক নাম তুলে দিতে। (§nl9)
- ইংরেজি উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (৯৯ম থেকে ১০৫ম) আমরা যদি এই থিমটি অনুসরণ করি তাহলে আমরা এমন একটি ট্রেন্ড তৈরি করতে পারবো যার জন্যই ইন্টারনেট তৈরি করা হয়েছিল।(§EN103)
- ফরাসি উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (৪৯ম থেকে ৭২ম) তারা মনে করেন আমাদের আরও প্রতিষ্ঠান এবং এ জাতীয় সমমনা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা বাড়াতে হবে। (§FR56) এছাড়াও তারা সম্পাদক ও সম্প্রদায় সদস্যদের জন্য প্রশিক্ষণের কথা বলেন। (§FR59) একজন ব্যবহারকারী আরও বলেন ইনক্লুশন মনে বুঝায় উইকিমিডিয়ার সাইটের নকশা উন্নত করা। (§FR55)
- জার্মান ভাষার উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (৪৪ম) তারা মনে করেন যত বেশি ইনক্লোসিভ তত বেশি নিরপেক্ষ উইকিপিডিয়া হিসেবে আমরা আত্মপ্রকাশ করবো। (§DE1)
- হিন্দি সম্প্রদায়ের আলোচনা অনুসারে (১ম থেকে ১৫ম), অংশগ্রহণকারীরা মনে করেন যে, এই থিমটি গুরুত্বপূর্ণ কারণ এই থিমের মাধ্যমে অন্য থিম সম্পর্কেও আলোচনা করা যায়।(§HI1) আমাদের সম্প্রদায়ে যদি কোন ঐক্য না থাকে তাহলে সম্প্রদায় হিসেবে আমাদের বৃদ্ধি ঘটবে না।(§HI5)
- হিন্দি সম্প্রদায়ের হোয়াটসঅ্যাপের আলোচনা অনুসারে (১ম থেকে ১৮ম), আমরা যদি এই থিমটি অনুসরণ করি সেক্ষেত্রে আমাদের সম্প্রদায়ে ও উইকিতে স্বার্থের সংঘাত কম হবে, ভালোভাবে সম্প্রদায়ের সদস্যরা একে অপরারের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে। (§HIWA18) তারা আরও বলেন, যদি সম্প্রদায়ের স্বাস্থ্য নিশ্চিত করা হয় সেক্ষেত্রে বাকীগুলো আপনাআপনিই ঘটবে।(§HIWA1)
- হিন্দি উইকিপিডিয়ার অংশগ্রহণকারীরা (১ম থেকে ৩৩ম) বলেন, ভালো সম্প্রদায় গঠন আমাদের আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা এই থিমটি ব্যতীত আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। (§hi10) শক্তিশালী যোগাযোগ ও সম্প্রদায়ের মধ্যে কোলাবোরেশন প্রয়োজন এই থিমটি আরও শক্তিশালী করতে। (§hi12)আমরা এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ প্লাটফর্মের সাথে ও অন্য প্রতিষ্ঠানের সাথে ঐক্য গঠনের মাধ্যমে আন্দোলনে শক্তিশালী করতে পারবো। (§hi13)
- মেটা উইকির আলোচনা অনুসারে (৭৩ম থেকে ৮৬ম), অংশগ্রহণকারীরা আরও বেশি সংখ্যক বিশেষজ্ঞ (§Meta74) ও অফলাইনে অরও বেশি কাজ করার ব্যাপারে পরামর্শ দেন। (§Meta75)
- পোলিশ উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (২৪ম থেকে ৩২ম), যদিও একজন ব্যবহারকারী নিউবি বাইটিং-এর জন্য এই থিমটি গুরুত্বপূর্ণ বলে মত দেন (§PL24) কিন্তু অন্য একজন ব্যবহারকারী মনে করে এই থিমটি আমাদের কৌশল হওয়া উচিত নয়, এটি হলো এমন একটি রিসোর্স যার মাধ্যমে আমরা আমাদের কৌশলগত লক্ষ্যে পৌঁছাতে পারবো। (§PL26)
- স্প্যানীয় উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (৪৭ম থেকে ৪৮ম), তারা মনে করেন আমাদের ইংরেজি প্রীতি পরিহার করা উচিত। (§ES47)
- তুর্কী উইকিপিডিয়ার অংশগ্রহণকারীরা মনে করেন (১ম থেকে ৪ম), স্বাস্থকর ও টেকসই সম্প্রদায় আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত (§tr4) এবং এই থিমটি অন্য থিমকেও প্রভাবিত করবে।(§tr2)
- উইকিডোম ইউজারগ্রুপের আলোচনা অনুসারে (১ম থেকে ৬ম), তারা মনে করেন অন্য সব থিম এই থিমের উপর নির্ভরশীল। (§WikiDonne1)
- উইকিমিডিয়া ফাউন্ডেশন স্টাফের আলোচনা অনুসারে, অন্য থিম নিয়ে কাজ করতে হলে সম্প্রদায় স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। (§WMFStaff61) আমরা যদি এই থিমটি অনুসরণ করি সেক্ষেত্রে সম্প্রদায়ে বৈচিত্রতা, যোগাযোগ বৃদ্ধি ও পরিষ্কার নীতিমালা সৃষ্টি হবে। এর মাধ্যমে ছাত্র ও শিক্ষায় সাম্যতা অাসবে। (§WMFStaff52)
উদ্দীপিত সময় - খ
- আরবি সম্প্রদায়ের আলোচনা অনুসারে (৮ম থেকে ১৬ম), অংশগ্রহণকারী একটি ভিডিউ চ্যানেল তৈরির কথা বলেন যার মাধ্যমে উইকিমিডিয়ার বিষয়বস্তু বিভিন্ন বয়স ও পেশার মানুষ সহজেই গ্রহণ করতে পারবে।(§Ar11)
- চীনা সম্প্রদায়ের সতন্ত্র সাক্ষাতকার অনুসারে (২০ম থেকে ২২ম) তারা পরামর্শ দিয়েছেন ১৫ বছরের পরিবর্তে ৫ বছরের জন্য কৌশল ঠিক করা জন্য। তারা আরও বলেন এটি সম্ভবত আমাদের জন্য কঠিন হবে এই ব্যাপক সময়ে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা।(§ZH21)
- ডাচ উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (১ম থেকে ২৩ম), তারা মনে করেন এই থিমটি গুরুত্বপূর্ণ এবং আমাদের আরও সহজতার দিকে জোর দিতে হবে।(§nl11) তারা আরও বলেন যে, সহজ উইকিপিডিয়া কোনভাবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে একীভূত করা যেতে পারে।(§nl3) তারা এছাড়াও যে প্রকল্পগুলো এখন আর সক্রিয় নয় সেগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেন।(§nl13)
- ডাচ ইমেইল জরিপ অনুসারে (১ম থেকে ৩ম), একজন ব্যবহারকারী কমন্স আপলোড আরও সহজ করার ব্যাপারে আলোচনা করেন।(§nlemail1)
- হিন্দি সম্প্রদায়ের আলোচনা অনুসারে (১ম থেকে ১৫ম), অংশগ্রহণকারীরা মনে করেন এই থিমটি গুরুত্বপূর্ণ কারণ উন্নত সরঞ্জাম ভালো অবদান রাখার জন্য প্রয়োজন।(§HI9) এটি ব্যবহারকারী বাড়াতেও সাহায্য করবে। এছাড়াও তারা গুগল, বিং ও মাইক্রোসফ্টের মত সংস্থাগুলোর সাথে সহযোগিতার কথা বলেন।(§HI12)
- হিন্দি উইকিপিডিয়ার অংশগ্রহণকারীরা (১ম থেকে ৩৩ম) তারা মোবাইল অপারেটর ও এর অবকাঠামোর ব্যবহার করে তাদের সাথে সহযোগিতার কথা বলেন।(§hi18)
- মেটা উইকির আলোচনা অনুসারে (৭৩ম থেকে ৮৬ম), অংশগ্রহণকারীরা ডেভলপার ও একাডেমিকদের সাথে আরও বেশি সহযোগিতা বাড়ানোর কথা বলেন। সাথে সাথে তারা উইকিউপাত্ত, উইকিমিডিয়া কমন্স ও মোবাইল অ্যাপের ব্যাপারে আলোচনা করেন।(§Meta79)
- পোলিশ উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (২৪ম থেকে ৩২ম), আরও বেশি স্বয়ংক্রিয়তা প্রয়োজন (§PL31) তাছাড়া আমরা শুধু টেক্সট ভিত্তিক পুরাতন যুগেই পড়ে থাকবো।(§PL30)
- উইকিমিডিয়া ফাউন্ডেশন স্টাফের আলোচনা অনুসারে, আমরা যদি এই থিমটি অনুসরণ করি সেক্ষেত্রে আমরা রিলিভেন্ট হিসেবে বিশ্বে প্রভাব বিস্তার করবো ও মান বৃদ্ধি ঘটবে।(§WMFStaff310) আমাদের স্বচ্ছতা ভবিষ্যতে আরও বেশি জটিল হবে। (§WMFStaff305) কেউ কেউ কৃত্তিম বুদ্ধিমত্তা,(§WMFStaff308) অনুবাদ,(§WMFStaff331) বহুভাষা,(§WMFStaff332) স্বচ্ছতা(§WMFStaff333) ও তথ্যসূত্রের ব্যাপারে আলোচনা করেন।(§WMFStaff325)
একটি সত্যিকারের বৈশ্বিক আন্দোলন - গ
- অ্যাফিলিয়েশন কমিটির আলোচনা অনুসারে (১ম থেকে ৪৫ম) আমরা যদি এই থিমটি অনুসরণ করি তাহলে আমরা ভাষার ক্ষেত্রে যে বাধা সেটি দূর করতে পারবো(§AffCom23) ও আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।(§AffCom26) তারা আরও বলেন যে, অ্যাফিলিয়েটরাও আমাদের লক্ষ্য অর্জনে অবকাঠামোগত সাহায্য দিতে পারে। তারা এছাড়াও জ্ঞান বিনিময়,(§AffCom32) জ্ঞানের ফাঁক ও পক্ষপাতিত্ব(§AffCom34) নিয়ে আলোচনা করেন। যারা ভাষা ও জ্ঞান বৈচিত্রতা নিয়ে কাজ করেন এমন এনজিও-এর সাথে কোলাবোরেশনের কথাও বলেন।(§AffCom45)
- বাংলা সম্প্রদায়ের আলোচনা অনুসারে (৭ম থেকে ১০ম) অংশগ্রহণকারীরা মনে করেন বিশ্বের সকল মানুষ যাদের কাছে প্রয়োজনীয় ডিভাইস রয়েছে আমাদের বিষয়বস্তুতে প্রবেশাধিকার লাভ করেন।(§BN7) আমরা প্রত্যেকে উইকিমিডিয়ার বিষয়বস্তুর গুরুত্ব সম্পর্কে সচেতন করার মাধ্যমে জ্ঞঝানের ফাঁক দূর করতে সাহায্য করতে পারি।(§BN8)
- হিব্রু উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (২৪ম) এই থিমটি আমাদের কৌশলের জন্য গুরুত্বপূর্ণ নয় কারণ উইকিমিডিয়ার বিশ্বের অর্ধেক মানুষকে ইন্টারনেটে সংযোগ ঘটানোর রিসোর্স নেই। (§HE24)
- হিন্দি সম্প্রদায়ের আলোচনা অনুসারে (১ম থেকে ১৫ম), অংশগ্রহণকারীরা বলেণ এই থিমটি গুরুত্বপূর্ণ এবং আমাদের আন্দোলন আরও দ্রুত বৃদ্ধি পাবে যদি আমরা এই থিমটি অনুসরণ করি।(§HI3)
- হিন্দি উইকিপিডিয়ার অংশগ্রহণকারীরা (১ম থেকে ৩৩ম) বলেন, এই থিমটি অনুসরণ করলে জ্ঞান সত্যিকার অর্থেই বৈশ্বিক হবে(§hi19) এবং জ্ঞানের বৈশ্বিক বিস্তার গুরুত্বপূর্ণ।(§hi20)
- ইতালীয় উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (৯০ম থেকে ১০০ম), তারা মনে করেন আমাদের আরও ইনোভেটিব হতে হবে(§IT91) এবং আমরা ছোট উইকিপিডিয়াতে থেকে বড় উইকিপিডিয়ায় বিষয়বস্তু যুক্ত করার মাধ্যমে জ্ঞানের ফাঁক দূর করতে পারি।(§IT97)
- মেটা উইকির আলোচনা অনুসারে (৭৩ম থেকে ৮৬ম), তারা মনে করেন এই থিমটি সব থিমের চাইতে গুরুত্বপূর্ণ।(§Meta82) অংশগ্রহণকারীরা সাথে সাথে হয়রানি, শৈল্পিক চিত্র মুক্ত নয় এমন বিষয়বস্তুর নীতিমালা নিয়ে আলোচনা করেন।(§Meta85)
- রাশিয়ান উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (৩২ম থেকে ৩৬ম), একজন ব্যবহারকারী মনে করেন বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ভুল কারণ বৈশ্বিক আন্দোলন স্থান অনুসারে নয়, এটি বিরল ভাষাসময়ূহ নিয়ে হওয়া উচিত(§RS32) যদিও একজন ব্যবহারকারী একমত হন নি। (§RS34)তারা বিভিন্ন ভাষা সম্প্রদায়, শিক্ষাবিদ ও বিদ্যালয়ের সাথে সহযোগিতা বাড়ানোর কথা বলেন।(§RS36)
- স্প্যানীয় উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (৪৭ম থেকে ৪৮ম), বৈশ্বিকভাবে প্রভাব বিস্তার করতে হলে আমরা স্থানীয় বিষয়সমূহ নিয়ে কাজ করে বৈশ্বিক হতে হবে।(§ES48)
- তুর্কী উইকিপিডিয়ার অংশগ্রহণকারীরা মনে করেন (১ম থেকে ৪ম), অঞ্চলভিত্তি ও দেশভিত্তিক অফিস স্থাপনের মাধ্যমে আমরা আরও বেশি বৈশ্বিক হতে পারি।(§tr3)
- ভিয়েতনামী উইকিপিডিয়ার আলোচনা অনুসারে, (২০ম থেকে ২৭ম) আমরা বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতি ও সম্পর্কিত বিষয়সমূহ থেকে উন্মুক্ত থাকার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারি (§VI24)এবং জ্ঞানের ব্যাপকতা স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হবে।(§VI25)
- উইকিমিডিয়া মরোক্কো ব্যবহারকারী দলের আলোচনা অনুসারে (১ম থেকে ৪ম) উইকিপিডিয়ায় প্রবেশাধিকারই সবকিছু নয়, আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, যেন আমাদের সব বিষয়বস্তুও বিভিন্ন ভাষায় পাওয়া যায়।(§WMMO3) তারা সরকারি বিভিন্ন সংস্থা ও বিভিণ্ন প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা বাড়ানোর কথাও বলেছেন।(§WMMO4)
জ্ঞানের সর্বাধিক স্বীকৃত উৎস - ঘ
- বাংলা সম্প্রদায়ের আলোচনা অনুসারে (৭ম থেকে ১০ম) তারা মনে করেন বিশেষ প্রয়োজনে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া যেতে পারে।(§BN10)
- চীনা সম্প্রদায়ের সতন্ত্র সাক্ষাতকার অনুসারে (২০ম থেকে ২২ম) তারা মনে করেন সম্প্রদায় অন্যান্য সংস্থার সাহায্য প্রয়োজন হলে তা গ্রহণ করা উচিত যারা আমাদের মত একই লক্ষ্যে কাজ করছে।(§Ar20)
- ডাচ উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (১ম থেকে ২৩ম), তারা মনে করেন আরও বেশি পরিমানে মৌলিক গবেষণা অর্ন্তভুক্ত করা উচিত।(§nl17) এছাড়াও আমাদের ঐতিহ্যগত বিশ্বকোষীয় ধারণার দিকে নজর দিয়ে বর্তমানে অসংখ্য নীতিমালা কমানোতে কাজ করা উচিত।(§nl19)
- ইংরেজি উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (৯৯ম থেকে ১০৫ম) উইকিপিডিয়াকে ভবিষ্যতে বৃদ্ধি ও সমৃদ্ধ করার জন্য আরও বেশি পরিমানে নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করতে হবে।(§EN101)
- ফরাসি উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (৪৯ম থেকে ৭২ম) উইকিবিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করার মাধ্যমে উইকিমিডিয়া আন্দোলন সত্যিকার অর্থেই একটি বৈশ্বিক আন্দোলনে পরিণত হবে।(§FR70)
- হিন্দি সম্প্রদায়ের হোয়াটসঅ্যাপের আলোচনা অনুসারে (১ম থেকে ১৮ম), নির্ভরযোগ্য জ্ঞানের উৎস হিসেবে প্রতিষ্ঠা পেলে আমাদের আরও সম্পাদক বৃদ্ধি পাবে। এবং বিষয়বস্তুর উপর লক্ষ্য স্থির করলে আমাদের পাঠকরা উইকিপিডিয়াতে আগ্রহী হবেন।(§HIWA8)
- হিন্দি উইকিপিডিয়ার অংশগ্রহণকারীরা (১ম থেকে ৩৩ম) বলেন, আমরা এই থিম অনুসরণ করার মাধ্যমে আমাদের নির্ভরযোগ্যতা ও নির্ভরশীলতা সচল রাখতে পারবো।(§hi2) তারা বিজ্ঞানী, লেখক ও ছাত্রদের সাথে সহযোগিতা বৃদ্ধির কথাও আলোচনা করেন।(§hi28)
- ইতালীয় উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (৯০ম থেকে ১০০ম), একজন অংশগ্রহণকারী মনে করেন এই থিমটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।(§IT100)
- পোলিশ উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (২৪ম থেকে ৩২ম), তারা মনে করেন এই থিমটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।(§PL28) এছাড়াও তারা উইকিপিডিয়ানদের নির্ভরযোগ্য উৎস অনুসন্ধানে প্রশিক্ষণের কথা বলেছেন।(§PL32)
- ভিয়েতনামী উইকিপিডিয়ার আলোচনা অনুসারে, (২০ম থেকে ২৭ম) আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রদের সাথে সহযোগিতার মাধ্যমে উইকিপিডিয়ার নিবন্ধসমূহের তথ্য নির্ভূল করার কাজ করা যেতে পারে।(§VI26)
জ্ঞানের বাস্তুতন্ত্রে জড়িত হওয়া - ঙ
- আরবি সম্প্রদায়ের আলোচনা অনুসারে (৮ম থেকে ১৬ম), আমাদের আরও বেশি করে সতন্ত্র ব্যবহারকারী ও যে দলগুলোও এখনো উন্নয়নশীল তাদের কাছে পৌঁছাতে হবে।(§Ar16)
- ডাচ ইমেইল জরিপ অনুসারে (১ম থেকে ৩ম), তারা মনে করেন ডাচ চ্যাপ্টারের অরাও বিশ্বাবিদ্যালসমূহের সাথে সহযোগিতা বাড়াতে হবে।(§nlemail2)
- হিন্দি সম্প্রদায়ের আলোচনা অনুসারে (১ম থেকে ১৫ম), একজন ব্যবহারকারী মন্তব্য করেন এই থিমটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ থিম। (§HI14)
- হিন্দি উইকিপিডিয়ার অংশগ্রহণকারীরা (১ম থেকে ৩৩ম) বলেন, এই থিমটি সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ এবং উইকিপিডিয়ার বেঁচে থাকা এই থিমের উপর নির্ভর করছে।(§hi30)
- ইতালীয় উইকিপিডিয়ার আলোচনা অনুসারে (৯০ম থেকে ১০০ম), একজন ব্যবহারকারী মনে করেন উইকিপিডিয়া বিশ্বকোষ হিসেবে ইতিমধ্যেই জ্ঞানের বাস্তুসংস্থানে জড়িত, কিভাবে আমরা জড়িত সেগুলো অন্য থিমগুলোর উপর নির্ভর করছে।(§IT99)