সার্বজনীন আচরণবিধি/সমন্বয় কমিটি/নির্বাচন/২০২৪
This page documents the initial elections for the Universal Code of Conduct Coordinating Committee. You may be looking for information about the 2024 Special Election. |
এই পাতায় ২০২৪ সালের সর্বজনীন আচরণবিধি সমন্বয় কমিটির নির্বাচন প্রক্রিয়া আলোচিত হয়েছে।
সময়সূচী
৫ মার্চ ২০২৪ | ইউ৪সি নির্বাচনের ঘোষণা |
৫ মার্চ – ৮ এপ্রিল ২০২৪, End of Day, Anywhere on Earth[1] | ইউ৪সি প্রার্থী হবার আহ্বান |
১০ এপ্রিল ২০২৪ – ২৪ এপ্রিল ২০২৪ | সম্প্রদায়ের পক্ষ থেকে প্রার্থীদের জন্য প্রশ্ন |
২৫ এপ্রিল ২০২৪ – UTC | ভোটদানের সময়কাল |
১০ মে ২০২৪ | Results announced |
প্রার্থী হবার আহ্বান
সর্বজনীন আচরণবিধি সমন্বয় কমিটি (ইউ৪সি) হলো একটি বৈশ্বিক দল যা ইউসিওসি-র ন্যায়সঙ্গত ও ধারাবাহিক বাস্তবায়ন প্রদানের জন্য নিবেদিত থাকবে। সম্প্রদায়ের সদস্যদের ইউ৪সি-র জন্য তাদের আবেদন জমা দিতে অনুরোধ করা যাচ্ছে।
ইউ৪সি সনদের ২.১ অনুচ্ছেদে যেমনটি বলা আছে, প্রত্যেক সদস্যকে অবশ্যই:
- ইউসিওসি মেনে চলতে হবে।
- কমপক্ষে ১৮ বছর বয়সী এবং নির্বাচিত হওয়ার পরে উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাথে উন্মুক্ত নয় এমন তথ্যের জন্য গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর করতে হবে।
- কোন উইকিমিডিয়া প্রকল্পে বাধাদান করা হয়নি এবং গত এক বছরে কোন 'ইভেন্ট ব্যান' প্রয়োগ করা হয়নি। প্রার্থী যাদের অ্যাকাউন্টে বাধা রয়েছে তারা নির্বাচন কমিটির কাছে অপিল করতে পারেন এবং কমিটি চাইলে তাদের অনুমিত দিতেও পারে নাও পারে।
- মূল প্রকল্প ও কোন অঞ্চল থেকে এসেছেন তা জানাতে হবে।
- নির্বাচন প্রক্রিয়া চলাকালীন নির্ধারিত অন্য যে কোনও যোগ্যতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
- কমপক্ষে ৩৬৫ দিন ধরে কমপক্ষে একটি উইকি প্রকল্পের নিবন্ধিত সদস্য হিসেবে রয়েছেন এবং সর্বনিম্ন ৫০০টি সম্পাদনা করেছেন।
ইউ৪সি সনদের অনুচ্ছেদ ২ অনুসারে, ইউ৪সি-তে ১৬টি সিট রয়েছে: তারমধ্যে ৮টিস সিট সম্প্রদায়ের জন্য ও ৮টি আঞ্চলিকতা অনুসারে যাতে আন্দোলনের বৈচিত্রতা বজায় থাকে। ইউ৪সি-র জন্য একই মূল প্রকল্প নির্ধারণ করেছেন এমন দুইজনের বেশি থাকতে পারবেন না।
উইকিমিডিয়া ফাউন্ডেশনের আঞ্চলিকতার ধরণ অনুসারে, আঞ্চলিকতা বণ্টন নিম্নের অনুসারে হবে:
- উত্তর আমেরিকা (মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা);
- উত্তর ও পশ্চিম ইউরোপ
- লাতিন আমেরিকা ও ক্যারিবীয়
- মধ্য ও পূর্ব ইউরোপ (সিইই)
- উপ-সাহারীয় আফ্রিকা
- মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা
- পূর্ব, দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল (ইএসইএপি)
- দক্ষিণ এশিয়া
ইউ৪সি-র সদস্যপদ দুই বছর মেয়াদের জন্য হলেও, প্রথম নির্বাচনের সময় আঞ্চলিক প্রতিনিধিরা দুই বছরের মেয়াদ পূরণ করবেন এবং সম্প্রদায়ের প্রতিনিধিরা এক বছরের মেয়াদ পূরণ করবে।
প্রার্থীর জন্য সম্প্রদায় থেকে প্রশ্ন
যোগ্য ভোটারগন সব প্রার্থীকে প্রশ্ন পাতার মাধ্যমে প্রশ্ন করতে পারবেন। ভোটারগণ প্রতি প্রার্থীকে ২টি সম্পর্কিত প্রশ্নের বেশি প্রশ্ন করতে পারবেন না। প্রার্থীদের প্রশ্নের উতর সংক্ষিপ্ত ও সহজভাবে দেওয়ার জন্য বলা হলো।
প্রচারের নিয়মাবলি
নির্বাচন চলাকালীন প্রার্থীদের প্রচারের নিয়মাবলি মেনে চলার জন্য বলা হচ্ছে।
মনোনয়ন
ইউ৪সি-র জন্য নিজেকে মনোনয়ন দিতে প্রার্থীতা পাতা দেখুন।
ভোটদান
ভোটদানের যোগ্যতা
আপনি ভােটদানের যোগ্য কীনা তা জানতে ভোটার যোগ্যতার নির্দেশিকা পাতাটি দেখুন।
The AccountEligibility tool can be used to quickly verify basic editor voting eligibility.
যদি আপনি ভোটদানের যোগ্য হোন:
- প্রার্থীদের তথ্য পড়ুন।
- আপনি কোন প্রার্থীদের সমর্থন করবেন তা স্থির করুন।
- সিকিউরপোল ভোটদান পৃষ্ঠাতে যান।
- সেই পাতার নির্দেশাবলী অনুসরণ করুন।
Voting process
- Voting is conducted by secret ballot, with voters leaving support, oppose and neutral votes for each candidate.
- Voters are able to vote for candidates from all regions.
- Neutral votes will not count.
- Voter eligibility will be decided by the Elections Committee.
- The candidate must have 60% or higher of votes as calculated by support/(support + oppose). After this qualification:
- For each candidate the number of opposes will be subtracted from the number of supporters. The candidates with the highest difference will be elected to each seat.
- If two candidates have the same difference then the percentage calculated by support/(support + oppose) will be used as a tiebreaker.
Results
Regional seats (two-year term):
- Northern and Western Europe
- Middle East and North Africa
- East, South East Asia and Pacific (ESEAP)
Community-at-large seats (one-year term):
Evaluation
A community evaluation phase for the election processes is open. Please post your feedback directly to this page.
টীকা
- ↑ Originally closed in ১ এপ্রিল ২০২৪, extended by one week per EC decision.