ব্যবহারকারী ভাষা
ব্যবহাকারী ভাষা বাক্সগুলো একজন উইকিমিডিয়া সম্পাদকের জানা ভাষাগুলো ও ভাষাগুলোতে তার যোগাযোগের সামর্থ্য ও পারদর্শিতার মাত্রা নির্দেশ করে। এটি বৈচিত্রপূর্ণ এই সম্প্রদায়ের সদস্যদের মাঝে যোগাযোগ উন্নয়নে সহায়তা করে যা সরাসরি যোগাযোগ থেকে শুরু করে দোভাষী ও অনুবাদক খুঁজে পেতেও সাহায্য করে।
ব্যবহার
ব্যবহারকারীর বাবেল তথ্য | ||
---|---|---|
| ||
ভাষা অনুযায়ী ব্যবহারকারী |
আপনি আপনার ব্যবহারকারী পাতায় নিচের মতো করে কোড লেখার মাধ্যমে ব্যবহারকারী তথ্য যোগ করতে পারেন:
{{#babel:ru-N|en-5|fr-1}}
এর মাধ্যমে আপনি ডান পাশের বাক্সগুলি দেখতে পাবেন। ভাষা কোড-পারদর্শিতার মাত্রা কাঠামোতে আপনি আপনার পছন্দমতো যতোগুলো ইচ্ছা ততোগুলো ভাষা যোগ করতে পারেন।
- ভাষা কোড
- এই এক্সটেনশটি মানক আইএসও ৬৩৯ (১–৩) ভাষা কোড বুঝতে পারে। আপনি আপনার ভাষা কোড আইএসও ৬৩৯-১ কোডের তালিকা বা আইএসও ৬৩৯ ১–৩ কোডের তালিকার ডেটাবেজে খুঁজে পেতে পারেন।
- পারদর্শিতা
- আপনার পারদর্শিতার মাত্রা ভাষাটিতে আপনি কতো ভালোভাবে যোগাযোগ করতে পারেন তা নির্দেশ করে। নিচের পারদর্শিতা সারিতে থাকা মাত্রার মাধ্যমে এই নির্দেশনাটি পাওয়া যাবে:
পারদর্শিতা অর্থ 0 আপনি এই ভাষাটি একেবারেই বোঝেন না। 1 আপনি লিখিত বিষয়বস্তু বা সাধারণ প্রশ্ন বুঝতে পারেন। 2 আপনি সহজ লেখা সম্পাদনা করতে পারেন বা প্রাথমিক আলোচনায় অংশ নিতে পারেন। 3 আপনি কিছু ছোটখাট ভুলের সাথে এই ভাষায় লিখতে পারেন। 4 আপনি একজন মাতৃভাষীর ন্যায় কথা বলতে পারেন (যদিও এটি আপনার মাতৃভাষা নয়)। 5 আপনার পেশাদার পারদর্শিতা রয়েছে; আপনি ভাষাটির সূক্ষ্ম তারতম্যও বুঝতে পারেন যা উচ্চতর ডকুমেন্ট অনুবাদ করার জন্য যথেষ্ট। N এটি আপনার মাতৃভাষা এবং কথোপকথন ও বাগধারাসহ সার্বিবকভাবে এই ভাষার ওপর আপনার পূর্ণ দখল রয়েছে।
শীর্ষ ও পাদদেশ সরিয়ে ফেলতে, প্রথম প্যারামিটার হিসেবে plain=1
ব্যবহার করুন। যেমন: {{#babel:plain=1|sv-N|zh-3|de-1}}
। এটি অন্যান্য ব্যবহারকারী বাক্সের সাথে এটির ব্যবহার সহজ করে।
For example, you can present them horizontally (each box taking a fixed width of 242px, including its tiny 1px margin) within another container box like:
<div class="mw-babel-box-horizontal"><templatestyles src="Template:User language/babel-box-custom.css"/> {{#babel:plain=1|ru-N|en-GB-5|de-4|nl-3|fr-3|it-2|oc-2|ca-2|es-2|pt-1|tr-0|vi-0|el-0|hy-0|ka-0|bn-0|hi-0|ml-0|ta-0|my-0|th-0|ur-0|ar-0|he-0|ko-0|ja-0|zh-Hans-0|zh-Hant-0}} <div style="clear:both"></div> </div>
which gives:
en-GB-5 | This user has professional knowledge of British English. |
---|
de-4 | Dieser Benutzer beherrscht Deutsch auf muttersprachlichem Niveau. |
---|
nl-3 | Deze gebruiker heeft gevorderde kennis van het Nederlands. |
---|
it-2 | Quest'utente può contribuire con un livello intermedio in italiano. |
---|
oc-2 | Aqueste utilizaire dispausa d'un nivèl intermediari de coneissença en occitan. |
---|
es-2 | Esta persona tiene un conocimiento intermedio del español. |
---|
vi-0 | Thành viên này hoàn toàn không biết tiếng Việt (hoặc rất khó khăn để hiểu). |
---|
hy-0 | Այս մասնակիցը չունի հայերենի իմացություն (կամ հասկանում է շատ դժվարությամբ)։ |
---|
ka-0 | ამ მომხმარებელს არ ესმის ქართული ენა. |
---|
bn-0 | এ ব্যবহারকারীর বাংলা ভাষার উপরে কোনো ধারণা নাই (অথবা তা খুব কষ্টে বুঝতে পারেন)। |
---|
ml-0 | ഈ ഉപയോക്താവിനു മലയാളഭാഷയിൽ ഒട്ടും അറിവ് ഇല്ല (അല്ലെങ്കിൽ മലയാളം വളരെ ബുദ്ധിമുട്ടിയാണു മനസ്സിലാക്കുന്നത്). |
---|
ta-0 | இந்தப் பயனர் தமிழில் பயிற்சி இல்லாதவர் (அல்லது கடினப்பாடுகளுடன் விளங்கிக் கொள்ளகிறார்). |
---|
my-0 | ဤ အသုံးပြုသူသည် မြန်မာဘာသာတွင် ဗဟုသုတအဆင့် မရှိသလောက် ရှိသည် (သို့ အခက်အခဲတစ်စုံတရာရှိသော်လည်း နားလည်နိုင်သည်)။ |
---|
But this requires inserting a custom CSS stylesheet to override the default clear:right
(on pages with the LTR direction for the content language) and clear:left
(on pages with a RTL direction for the content language) into clear:none
. The stylesheet may also resize fonts, and the line-height for specific scripts used in the description, to improve the horizontal alignment of boxes and get a more flexible layout.
আরও দেখুন
- Extension:Babel (সুবিধাটির পেছনে থাকার সফটওয়্যার এক্সটেনশন)